/indian-express-bangla/media/media_files/2025/07/22/cats-2025-07-22-10-09-54.jpg)
প্রয়াত অভিনেতা
Cosby Show Actor Malcolm Jamal Warner: ফের বিনোদন জগৎ-এ শোকের ছায়া। মাত্র ৫৪ বছরেই পৃথিবীর মায়া ত্যাগ করলেন কিংবদন্তি আমেরিকান স্টার ম্যালকম জামাল ওয়ার্নার। জনপ্রিয় আমেরিকান টিভি সিরিজ 'দ্য কসবি শো'-তে থিও হাক্সটেবলের চরিত্রে অভিনয়ে সাড়া ফেলেছিলেন। সংবাদ সংস্থা রয়টার্স অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। একটি আইন প্রয়োগকারী সংস্থা সোমবার রয়টার্সকে ম্যালকম জামাল ওয়ার্নারের মৃত্যুর খবর জানিয়েছে। কোস্টারিকায় ছুটি কাটানোর সময় জলে ডুবে মৃত্যু বলেই সংবাদ সংস্থাকে জানানো হয়েছে।
আরও পড়ুন যৌন নির্যাতনের শিকার-প্রাণনাশের হুমকি, সহ অভিনেত্রীর হাতে চড়! কে এই বলিউডের কিংবদন্তি অভিনেত্রী?
কোস্টারিকার বিচার বিভাগীয় তদন্ত সংস্থা (OIJ) জানিয়েছে, জলের প্রবল স্রোত ওয়ার্নার নামের এক মার্কিন নাগরিককে সাগরের দিকে টেনে নিয়ে যায়। রেড ক্রসের লাইফগার্ডরা ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করেন। মিডিয়া রিপোর্ট মোতাবেক, পরিবারের সঙ্গে কোস্টারিকায় ছুটি কাটাচ্ছিলেন। উল্লেখ্য, রয়টার্সের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত আমেরিকান স্টার ম্যালকম জামাল ওয়ার্নারের প্রতিনিধি দল আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি জারি করেনি।
আরও পড়ুন চারবার বিয়েতেও মেলেনি সুখ, হাসপাতালেই সব শেষ! জীবনাবসান কিংবদন্তী সংগীতশিল্পীর
১৯৮৪ থেকে ১৯৯২ সাল পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল পপুলার আমেরিকান টিভি সিরিজ 'দ্য কসবি শো'। এই শো নিউ ইয়র্কের একটি কৃষ্ণাঙ্গ মধ্যবিত্ত পরিবারের জীবনের প্রেক্ষাপটে নির্মিত হয়েছিল। যেখানে ওয়ার্নার ছিলেন ক্লিফ হাক্সটেবলের একমাত্র ছেলে থিও। ক্লিফের চরিত্রে অভিনয় করেন বিল কসবি। তিনি শুধু একজন অভিনেতাই ছিলেন না, বিশিষ্ট কবি ও মিউজিশিয়ান। দীর্ঘ ৪০ বছরের কেরিয়ারে বেশ কিছু টেলি শো, মিউজিক ভিডিও-র পরিচালনা করেছেন। এছাড়াও কয়েকটি সিট-কমে আমেরিকান স্টার ম্যালকম জামাল ওয়ার্নারের অভিনয় দর্শকমহলে প্রশংসিত হয়েছিল।
আরও পড়ুন দীর্ঘ অসুস্থতা কেড়ে নিল প্রাণ, হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা-পরিচালক
আমেরিকান স্টার ম্যালকম জামাল ওয়ার্নার অভিনীত উল্লেখযোগ্য কাজ ম্যালকম অ্যান্ড এডি, রিড বিটুইন দ্য লাইনস ও মেডিক্যাল ড্রামা দ্য রেসিডেন্ট। R&B পারফর্ম্যান্সের জন্য গ্র্যামি পুরস্কারে সম্মানিত হন। 'হাইডিং ইন প্লেইন ভিউ' অ্যালবামের গ্র্যামির মনোনয়ন লাভ করেন। অভিনেতা ম্যালকম জামাল 'থিও হাক্সটেবল'-র চরিত্রে আটটি সিজনে অভিনয়ের দরুণ ব্যপাক খ্যাতি অর্জন করেন এবং এমির জন্য মনোনয়নও পান। ১৯৮৬ সালে, তিনি 'দ্য কসবি শো'-এর ১৯৭টি পর্বেই সহ-অভিনেতা হিসেবে অভিনয়ের স্বীকৃতি পান।
আরও পড়ুন মৃত্যুর আগে কার সঙ্গে কাজের ইচ্ছেপ্রকাশ? শ্রীদেবীকে নিয়ে মুখ খুললেন পরিচালক মধুমিতা