/indian-express-bangla/media/media_files/2025/07/18/cats-2025-07-18-12-02-21.jpg)
প্রয়াত অভিনেতা-পরিচালক
Velu Prabhakaran Passes Away: বিনোদন দুনিয়ায় নক্ষত্রপতন। জীবনাবসান বিশিষ্ট তামিল অভিনেতা পরিচালক সিনেমাটোগ্রাফার ভেলু প্রভাকরণের। ১৮ জুলাই চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বহুমুখী প্রতিভাসম্পন্ন এই দক্ষিণী শিল্পী। ভেলু প্রভাকরণের পরিবারের সদস্য জানিয়েছেন, দীর্ঘ অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে। বিগত কয়েকদিন আইসিইউ-তে অত্যন্ত সংকটজনক অবস্থায় ভর্তি ছিলেন।
আরও পড়ুন চারবার বিয়েতেও মেলেনি সুখ, হাসপাতালেই সব শেষ! জীবনাবসান কিংবদন্তী সংগীতশিল্পীর
১৯ জুলাই শনিবার বিকেল থেকে ২০ জুলাই রবিবার চেন্নাইয়ের ভালাসারাভক্কমে তাঁর মরদেহ জনসাধারণের শ্রদ্ধার জন্য রাখা হবে। ভেলু প্রভাকরণের মৃত্যুতে শোকস্তব্ধ সিনেদুনিয়া। রবিবার বিকেলে পরিবার ও কাছের বন্ধুবান্ধবদের নিয়ে শেষকৃত্য সম্পন্ন হবে। ভেলু প্রভাকরণের প্রথম বিয়ে করেছিলেন অভিনেতা-পরিচালক জয়াদেবীকে।
বিবাহবিচ্ছেদের পর ২০১৭-তে ৬০ বছর বয়সে দ্বিতীয়বার সংসার পাতেন। অভিনেত্রী শৃলে দাসের সঙ্গে বৈবাহিকবন্ধনে অবদ্ধ হন। ২০০৯ সালে Kadhal Kadhai সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন। সিনেমাটোগ্রাফার হিসেবে কেরিয়ার শুরু করেছলেন। ১৯৮৯ সালে পরিচালক হিসেবে পথচলা শুরু।
আরও পড়ুন একাকীত্বে-অবসাদে অকাল প্রয়াণ মুকুলের! কেন বলেছিলেন 'মৃত্যুকে অনেক কাছ থেকে...'!
সেই বছর মুক্তি পেয়েছিল Nalaya Manithan। পরের বছর তাঁর নির্দেশনাতেই মুক্তি পায় ছবির দ্বিতীয় ভাগ Adhisaya Manithan। দুটি ছবি বক্স অফিসে ধাক্কা খেতেই অ্যাকশন মুভি তৈরিতে মন দেন। পরিচালক হিসেবে সাফল্য পাননি। ২০১৭-তে শেষবার পরিচালক হিসেবে কাজ করেছিলেন।
২০১৯-এ অভিনেতা হিসেবে যাত্রা শুরু। ভেলু প্রভাকরণ অভিনীত উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে 'Gangs of Madras', 'Cadaver', 'Pizza 3: The Mummy', 'Raid', 'Weapon'ও 'Appu VI STD'। তাঁকে শেষবার সিনেমার পর্দায় দেখা গিয়েছে 'Gajaana'-তে।
প্রসঙ্গত, রবিবাসরীয় সকালেই প্রয়াত হয়েছেন কিংবদন্তী তেলুগু অভিনেতা তথা প্রাক্তন বিজেপি বিধায়ক কোটা শ্রীনিবাস রাও। ২৪ ঘণ্টার মধ্যেই আরও এক মৃত্যুসংবাদ! জীবনাবসান দক্ষিণী সিনেমার লেজেন্ডারি অভিনেত্রী বি.সরোজা দেবী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। সকলের কাছে তিনি Abhinaya Saraswathi ও Kannadathu Paingili নামে বিশেষ পরিচিত।