Parineeti Chopra Mother In Law: হিন্দি টেলিভিশনের পপুলার রিয়্যালিটি শোয়ের মধ্যে অন্যতম দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো। আপকামিং এপিসোডের অতিথি হিসেবে দেখা যাবে সেলিব্রিটি কাপল পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডাকে। নেটফ্লিক্সের নতুন শোয়ের শুটিং করছিলেন তারকা দম্পতি। তার মাঝেই ঘটে গেল বিপত্তি। অগত্যা স্থগিত রাখা হয়েছে নতুন শোয়ের শুটিং। মিডিয়া রিপোর্ট মোতাবেক, রাঘব চড্ডার মা অর্থাৎ পরিণীতার শাশুড়ি মা আচমকা অসুস্থ হয়ে পড়েন। সেই জন্য তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়।
আরও পড়ুন একই বাড়িতে থেকেও স্বামী-স্ত্রীর ঘর আলাদা, ক্যানসার আক্রান্ত স্ত্রীর সঙ্গে কেন থাকেন না অনুপম?
সেলেব পাপারাজ্জি ভিরাল ভায়ানি সূত্রে খবর, কপিল শর্মার শোয়ের শুটিং চলাকালীন অসুস্থবোধ করেন অভিনেত্রীর শাশুড়ি মা। হাসপাতালে ভর্তি করার জন্য মাঝপথে শুটিং ছেড়ে চলে আসতে হয় রাঘব-পরিণীতিকে। প্রযোজনা সংস্থার তরফে নতুন তারিখ দেওয়া হবে বলে জানা যাচ্ছে। সম্প্রতি কপিল শর্মার কানাডার কাপস ক্যাফে-এর বাইরে ঘটে যাওয়া গুলির ঘটনার পর শিরোনামে উঠে আসেন শর্মাজি।
আরও পড়ুন অর্থের অভাবে হল না কিডনি প্রতিস্থাপন! দীর্ঘ লড়াইয়ের অবসান, না ফেরার দেশে বিশিষ্ট কৌতুক অভিনেতা
এই ঘটনার পর কপিল তাঁর শোয়ের শুটিং বন্ধ করে দেবেন বলে অনেকেই মনে করেছিলেন। কিন্তু, একজন পেশাদার স্টারের সেই পথে হাঁটেননি কপিল। বরং ব্যক্তিগতজীবনে হাজার সমস্যার মাঝেও শোয়ের শুটিং করেছেন। ১৯ জুলাই, শনিবার দুবাই থেকে ফিরে তার আসন্ন সিনেমা কিস কিস কো প্যায়ার করুণ ২-এর শুটিংও শুরু করেছেন। সেই ছবি আবার সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
আরও পড়ুন 'মাম্মাস বেবি', মাকে আগলে ছোট্ট নরম আঙুল! লক্ষ্মীছানাকে জড়িয়ে আবেগতাড়িত পরমপত্নী পিয়া
প্রসঙ্গত, এখনও পর্যন্ত ক্যাফের বাইরে গুলি চলার ঘটনায় কপিল শর্মা আনুষ্ঠানিক বিবৃতি দেননি। তবে কাপস ক্যাফে টিমের তরফে জানানো হয়েছে, 'আমরা কাপস ক্যাফে খুলেছিলাম যাতে কফির মাধ্যমে সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু, আমাদের স্বপ্নকে শুরুতেই নষ্ট করে দেওয়ার যে চেষ্টা করা হয়ছে তা অত্যন্ত হৃদয়বিদারক। তবু আমরা ভেঙে পড়ছি না। আমাদের মনোবল অটুট। এই কঠিন সময়ে যারা আমাদের পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।'
আরও পড়ুন 'আমি খুব চিন্তিত...', শুটিং সেটে আহত শাহরুখ, কিং খানের দ্রুত আরোগ্য কামনা মুখ্যমন্ত্রীর
অন্যদিকে, ডিজিটাল প্ল্যাটফর্মে আত্মপ্রকাশের জন্য পরিণীতার প্রস্তুতি একেবারে তুঙ্গে। নেটফ্লিক্সের আসন্ন মিস্ট্রি-থ্রিলারে দেখা যাবে অভিনেত্রীকে। তবে নতুন কাজ নিয়ে একেবারে মুখে কুলুপ এটেছেন রাঘব ঘরনি। তবে শুটিং সেট থেকে কিছু ছবি পোস্ট করে ভক্তদের উত্তেজনায় খানিকটা প্রলেপ দিয়েছেন ইশকজাদে গার্ল।