Telugu Actor Fish Venkat Died: ফের দক্ষিণী ফিল্মি দুনিয়ায় খারাপ খবর। প্রয়াত বিশিষ্ট তেলেগু অভিনেতা ও কৌতুকশিল্পী ফিশ ভেঙ্কট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর। মিডিয়া রিপোর্ট মোতাবেক, কিডনি বিকল হয়েই মৃত্যুবরণ করেছেন ফিশ ভেঙ্কট। শুক্রবার হায়দরাবাদে একটি বেসরকারি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।
আরও পড়ুন সংকটজনক টলিউড অভিনেতা, মেয়ের অনুরোধে আর্থিক সাহায্যের জন্য হাত বাড়ালেন কে?
‘১২৩ তেলেগু’র প্রতিবেদন অনুযায়ী, ভেঙ্কট দীর্ঘদিন ধরেই কিডনির জটিল রোগে ভুগছিলেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। তাই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক থাকার দরুণ আইসিইউ-তেই ভর্তি ছিলেন। চিকিৎসকরা জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। ডায়ালাইসিস এবং ভেন্টিলেটর সাপোর্ট থাকা সত্ত্বেও চিকিৎসায় সাড়া দেননি তিনি।
আরও পড়ুনদীর্ঘ অসুস্থতা কেড়ে নিল প্রাণ, হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা-পরিচালক
প্রয়াত অভিনেতার মেয়ে কিডনি প্রতিস্থাপনের খরচ জোগাতে জনসাধারণের কাছে আর্থিক সহায়তার আবেদন করেছিলেন। কিন্তু, সেভাবে সাড়া পাননি। কিডনি প্রতিস্থাপনের জন্য আনুমানিক খরচ ছিল প্রায় ৫০ লক্ষ টাকা। অভিনেতা পবন কল্যাণ ২ লক্ষ টাকা দিয়ে সাহায্য করেছিলেন। অভিনেতা বিশ্বক সেনও আর্থিক সাহায্য করেছিলেন। তালিকায় রয়েছেন তেলেঙ্গানার একজন মন্ত্রীও। কিন্তু, শেষ রক্ষা হল না। শুক্রবারই সব শেষ!
আরও পড়ুন চারবার বিয়েতেও মেলেনি সুখ, হাসপাতালেই সব শেষ! জীবনাবসান কিংবদন্তী সংগীতশিল্পীর
শোনা গিয়েছিল 'বাহুবলী' প্রভাস ৫০ লক্ষ টাকা আর্থিক অনুদান দিয়েছেন। কিন্তু, ভেঙ্কটের পরিবারের তরফে সেই খবরের সত্যতা অস্বীকার করা হয়েছে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া তেগুলু ফিল্ম ইন্ডাস্ট্রিতে। কোটা শ্রীনিবাস রাও গারু এবং অভিনেতা রবি তেজার বাবা রাজগোপাল রাজুর মৃত্যুর পর তেলেগু ইন্ডাস্ট্রিতে আরও একটি বিরাট ক্ষতি।
আরও পড়ুনসোমের সকালে চরম দুঃসংবাদ, পদ্মশ্রী-পদ্মভূষণ প্রাপ্ত কিংবদন্তী অভিনেত্রীর প্রয়াণে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর
কৌতুক অভিনেতা হিসেবে দর্শকমহলে বিশেষ জনপ্রিয় ছিলেন ফিশ ভেঙ্কট। ১০০টিরও বেশি তেলুগু ছবিতে অভিনয় করেছেন। প্রয়াত পরিচালক দাসারি নারায়ণ রাও তাকে "সাম্মাক্কা সারাক্কা"-এ প্রথম কাজের সুযোগ দেন। এরপর "কুশি", "বানি", "আধুরস", "গব্বর সিং", "ডিজে টিল্লু", "স্লাম ডগ হাজব্যান্ড" এবং "কফি উইথ আ কিলার"-এর মতো জনপ্রিয় ছবিতে তাঁর অভিনয় বারবার দর্শকের দিল জিতে নিয়েছে। একইসঙ্গে সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে।