Sabyasachi Chowdhury-Pooja Sarkar: ছোট পর্দায় অত্যন্ত পরিচিত মুখ সব্যসাচী চৌধুরী। মেগার গণ্ডি পেরিয়ে পা রাখছেন সিলভার স্ক্রিনে। সৌজন্যে সাধক বামাক্ষ্যাপা। বাংলা ধারাবাহিকে সাধক বামাক্ষ্যাপার দুর্দান্ত সাফল্যের পর নতুন রূপে নতুনসাজে বড় পর্দায় হাজির সাধক বামাক্ষ্যাপা সব্যসাচী চৌধুরী। সায়ন্তন ঘোষালের পরিচালনায় আসছে এই নতুন বাংলা ছবি 'সাধক বামাক্ষ্যাপা'। এই ছবির শুভ মহরৎ-এর পর সব্যসাচীর ভক্তদের জন্য এসে গেল আরও এক সুখবর। ছকভাঙা চরিত্রে দর্শকের দরবারে নিজেকে মেলে ধরবেন অভিনেতা। স্বল্প দৈর্ঘ্যের আপকামিং মুভি 'দর্শক'-এ নতুন সব্যসাচীকে আবিস্কার করবে বাংলা ছবির দর্শক।
/indian-express-bangla/media/post_attachments/ed4f1887-b65.jpg)
মানস সরকারের গল্প অবলম্বনে ছবি বানিয়েছেন পরিচালক আলোক দে। তাঁর নির্দেশনায় দর্শক-এ সব্যসাচীর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী পূজা সরকার। 'খাকি দ্য বেঙ্গল চেপ্টার', 'চেঙ্গিস', 'ফেলুবক্সী'-র মতো বেশ কিছু হিট সনেমায় অভিনয় করেছেন। উল্লেখ্য 'দর্শক'-এ কিন্তু, প্রথমবার জুটি বাঁধছেন না সব্যসাচী-পূজা। এর আগে 'ভাগাড়' নামে এক ওয়েব সিরিজে একসঙ্গে কাজ করছেন।
আরও পড়ুন রেডিও জকির প্রেমে বুঁদ অমৃতা, ধোঁয়া ওঠা কফি আর সুরের বাঁধনে আসছে সুমন মৈত্রর 'জারিয়া'
/indian-express-bangla/media/post_attachments/325aaa63-cf1.jpg)
আসন্ন ছবি দর্শক-এ নিজের চরিত্র প্রসঙ্গে সব্যসাচী বলেন, 'ছোট ছবিতে অভিনয় করার সুযোগ তো খুব বেশি হয় না, তাই এই সুযোগ পেয়ে বেশ ভালই লাগছে। তারপর যখন চরিত্রটা শুনলাম চিত্রনাট্য পড়লাম কাজ করার ইচ্ছেটা বেড়ে গেল। পূজার সঙ্গেও অনেক দিন পর আবার জুটি বেঁধে কাজ করছি। টিমের অনেককেই আগে থেকে আমি চিনতাম। পরিচিতমহলে কাজ করতে বরাবরই ভালো লাগে।'
আরও পড়ুন বাংলা ছবিতে 'থ্রি ইডিয়টস' খ্যাত বলিউড তারকা, বিপরীতে কোন টলি অভিনেত্রী?
/indian-express-bangla/media/post_attachments/97ea3ba8-97e.jpg)
সব্যসাচী এখানে একজন নাট্যকার এবং অভিনেতার চরিত্রে অভিনয় করছেন। স্ত্রীর ভূমিকায় দেখা যাবে পূজা সরকারকে। বাংলা ছবির দর্শককে 'দর্শক' কেমন গল্প উপহার দেবে? এই ছবিতে সব্যসাচীর জীবনে প্রথম প্রাধান্য নাটক এবং অভিনয়। কিন্তু হঠাৎই সব্যসাচীর মনে হয় সংসারের কিছুটা ভার তাঁরও নেওয়া উচিত। গোপনে একটা কাজ জোগাড় করেন, কিন্তু স্ত্রী সেই বিষয়ে বিন্দু-বিসর্গ কিছুই জানেন না। হঠাৎ-ই একদিন এই গোপন কাজের কথা জানতে পারলে সংসারে শুরু হয় অশান্তি।
/indian-express-bangla/media/post_attachments/99d516d2-d08.jpg)
এখন প্রশ্ন কী এমন কাজ করেন সব্যসাচী? কেনই বা এই দাম্পত্য কলহ? কোভিডের পরই ভেঙে যায় এক নাট্যদল৷ শুরু হয় নাটক অন্ত প্রাণ এক শিল্পীর সংকট। সংসার চালাতে স্ত্রীর চাকরি যথেষ্ট নয়? সব্যসাচী-পূজার দাম্পত্যে কি তৈরি হবে দূরত্ব? এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী ৩০ জুলাই 'রিলায়েন্স এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল'-এ।
আরও পড়ুন মেগার গণ্ডি পেরিয়ে সিনেমার পর্দায় 'সাধক বামাক্ষ্যাপা', শুরু হচ্ছে সব্যসাচী-সাহেব-পায়েলের নয়া সফর