হিমেশ রেশমিয়া এবং রানু মন্ডলের ডুয়েট গান তেরি মেরি কাহানি-র প্রথম ঝলক প্রকাশ্যে এল। সেই ভিডিওই বলে দিল এক স্বপ্ন বাস্তব হওয়ার গল্প। রানু মন্ডলের জীবনী যেন পর্দায় সপ্রতিভ হল। হিমেশ রেশমিয়ার 'হ্যাপি হার্ডি এন্ড হীর' ছবির গান 'তেরি মেরি কাহানি' দিয়েই বলিউডে ডেবিউ করলেন ইন্টারনেট সেনসেশন রানু মন্ডল। এদিন মুক্তি পেল গানের টিজার।
Advertisment
গানের টিজারেও রানু মন্ডলের স্টেশনের ভাইরাল ভিডিও কিছুটা অংশ ব্যবহার করা হয়েছে। হিমেশের সঙ্গে একসঙ্গে গলা মিলিয়েছেন রানু। ছবিতে অভিনয়ও করেছেন হিমেশ রেশমিয়া, বিপরীতে সোনিয়া মান।
রানাঘাট রেল স্টেশনে রানুর গলায় 'এক প্যায়ার কা নগমা হ্যায়'-গানটি রেকর্ড করেছিলেন এক পথচারী। নিজের ফেসবুক প্রোফাইলে সেই ভিডিও পোস্ট করার পরই ভাইরাল হন রানু মন্ডল, পরিচিত হন 'লতাকণ্ঠী' নামে। এরপরেই ডাক পান মুম্বইয়ের রিয়্যালিটি শোয়ে। সেই মঞ্চেই তাঁর গান শুনে হিমেশ রেশমিয়া বলেছিলেন, তাঁর ছবিতে প্লে ব্যাক করার কথা। নিজের কথা রেখেছেন গায়ক-সঙ্গীতপরিচালক।
হিমেশ রেশমিয়া রানুর গান রেকর্ডিংয়ের ভিডিও শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। তবে এদিন গানের টিজার মুক্তি পেলেও বুধবার প্রকাশ্যে আসবে প্রতিক্ষীত সেই গান 'তেরি মেরি কাহানি'। তবে এই গানটা ছাড়াও 'আদত' এবং 'আশিকী ম্যায় তেরি' গানও রেকর্ড করেছেন রানু।
ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রানু বলেছিলেন, ''এই প্রথমবার কেউ আমায় গান শেখাল। গানের টেকনিক্যালিটিস আমার জানা ছিলনা। পরিবারের সদস্যের মতো করেই শিখিয়েছেন হিমেশজি এবং জীবনের সবথেকে বড় সুযোগটা দিয়েছেন। ভগবানকে অশেষ ধন্যবাদ স্বপ্নপূরণের জন্য। জীবনে কোনওদিন এত ভালবাসা পাইনি। খোলা চোখে স্বপ্ন দেখলেও কোনদিন ভাবতে পারিনি যে বলিউডে প্লেব্যাক করতে পারব।''