Sandy Saha: 'অভিশপ্ত নাইটির দ্বিতীয় ভাগ তৈরি হলে...', নাইটি বিভ্রাটে আইনি নোটিশের হুঁশিয়ারি পেতেই 'দুষ্টুমি' স্যান্ডির

Sandy Saha Nighty Case: আইনি জটে জড়ালেন অভিনেতা-কনটেন্ট ক্রিয়েটর। বিতর্কের কেন্দ্রে এবার নাইটি। বিদেশে নাইটি পরে নাচ করতেই সমস্যায় স্যান্ডি। তাঁকে নাকি আইনি নোটিশ পাঠাবেন আইনজীবী সঙ্গীতা দাস।

Sandy Saha Nighty Case: আইনি জটে জড়ালেন অভিনেতা-কনটেন্ট ক্রিয়েটর। বিতর্কের কেন্দ্রে এবার নাইটি। বিদেশে নাইটি পরে নাচ করতেই সমস্যায় স্যান্ডি। তাঁকে নাকি আইনি নোটিশ পাঠাবেন আইনজীবী সঙ্গীতা দাস।

author-image
Kasturi Kundu
New Update
cats

নাইটি বিতর্কে স্যান্ডি

Sandy Saha-Adv Sangita Das Jana: এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার সেনসেশন স্যান্ডি সাহা। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যেমন জনপ্রিয়তা অর্জন করেছেন, তেমনই ধারাবাহিকেও বেশ কিছু কাজ করেন। স্যান্ডি সাহা অভিনীত শেষ মেগা 'ভিডিয়ো বউমা'। সেই ধারাবাহিকের সাফল্য সেলিব্রেট করতে গিয়ে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটান পরিচালক ভিক্টো। ঘটনায় নাম জড়িয়েছিল স্যান্ডি সাহার। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আইনি জটে জড়ালেন অভিনেতা-কনটেন্ট ক্রিয়েটর। বিতর্কের কেন্দ্রে এবার নাইটি। বিদেশে নাইটি পরে নাচ করতেই সমস্যায় স্যান্ডি। তাঁকে নাকি আইনি নোটিশ পাঠাবেন আইনজীবী সঙ্গীতা দাস। 

Advertisment

এই প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে স্যান্ডি বলেন, 'আইনজীবী সঙ্গীতা দাস ফেসবুকে জঞ্জাল সাফ করতে বেরিয়েছেন। ওঁর মতে যাঁরা 'খারাপ' কনটেন্ট ক্রিয়েটার তাঁদেরকে পরিষ্কার করতে সকলকে আইনি নোটিশ পাঠাচ্ছেন। সেই তালিকায় তো প্রথমেই রয়েছে আমার নাম। কারণ আমি নাইটি পরে বিদেশে ডান্স করি যা বাঙালি সংস্কৃতিকে কলুসিত করেছে। আমি তো এখনও বুঝতে পারছি না আমার নাইটি পরে নাচ করাটা কোন ক্রিমিনাল অফেন্স? তবে উনি আমাকে আইনি নোটিশ পাঠানোর জন্য আদালতে গিয়েছেন। যদিও এখনও পর্যন্ত আমার কাছে কোনও আইনি নোটিশ বা ফোন আসেনি।' 

আরও পড়ুন 'নাইটিই আমার ইউএসপি', মহাকুম্ভে পুণ্যস্নানের নামে অশ্লীলতা! কী জবাব স্যান্ডি সাহার?

Advertisment

স্যান্ডি মজা করে বলেন, 'আমি এখন নাইটি বিভ্রাটে জড়িয়েছি (ফোনের ওপারে হাসি)। এটা কী ভাবে কোনও ক্রাইম হতে পারে সেটাই বোঝার চেষ্টা করছি। শুধু আমি নই, অনেকের নামই লিস্টে রয়েছে। যাঁরা এখনও সেভাবে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিজের জায়গা তৈরি করতে পারেননি তাঁদের ভবিষ্যৎ-এর জন্য এটা খারাপ হবে। এবার তাহলে নাইটি ছেড়ে অন্য পোশাক বাছবেন স্যান্ডি? সোজাসাপটা উত্তর, 'কখনই নয়, আর আমি যদি কখনও অন্য পোশাক বেছেও নিই তাহলে সেটা সম্পূর্ণ নিজের ইচ্ছায়, পারিপার্শ্বিক কোনও চাপের কারণে নয়।' 

আরও পড়ুন মজা করত গিয়ে মৃত্যুমুখে স্যান্ডি, বরাতজোরে প্রাণে বাঁচলেন অভিনেতা-ইউটিউবার! ভিডিও দেখলে শিউরে উঠবেন

স্যান্ডির মতে, 'নাইটি পরা তো কোনও আইনি অপরাধ নয়। নিজেও তো আগে নাইটি পরে ভিডিও করতেন। ফেমাস হতে পারেন নি। এখন ফলোয়ার্স বেড়েছে, প্রচুর ভিউ হচ্ছে। যেটা উনি চেয়েছিলেন সেটা স্বার্থক।' স্যান্ডি সাহা নাইটি বিতর্কের মাঝে মজা করে বলেছেন, 'অভিশপ্ত নাইটি আমার প্রিয় সিনেমা। ওটা আমার জীবনের উপরই হওয়া উচিত। বিরশাদাকে বলব, অভিশপ্ত নাইটির দ্বিতীয় ভাগ তৈরি করলে যেন আমাকে কাস্ট করে।' 

আরও পড়ুন 'বারণ করা সত্ত্বেও ভিক্টোদা শোনেনি ওঁর শাস্তির দাবি জানাচ্ছি', দুর্ঘটনার আগে অভিশপ্ত রাত নিয়ে মুখ খুললেন স্যান্ডি

Viral Video Sandy Saha