Sharman Joshi: প্রথম বাংলা ছবির শুভ মহরৎ-এ শহরে বলিউড অভিনেতা, কাজের ফাঁকে সত্যজিৎ স্মরণে কী বললেন শরমন যোশী?

Sharman Joshi-susmita-chatterjee: শহর কলকাতায় থ্রি ইডিটয়স খ্যাত অভিনেতা শরমন যোশী। তিলোত্তমায় পা রেখেই ভাঙা বাংলাতে 'ভূতের ভবিষ্যৎ' -এর নাম উচ্চারণ করলেন অভিনেতা।

Sharman Joshi-susmita-chatterjee: শহর কলকাতায় থ্রি ইডিটয়স খ্যাত অভিনেতা শরমন যোশী। তিলোত্তমায় পা রেখেই ভাঙা বাংলাতে 'ভূতের ভবিষ্যৎ' -এর নাম উচ্চারণ করলেন অভিনেতা।

author-image
Kasturi Kundu
New Update
WhatsApp Image 2025-07-31 at 4.19.08 PM

শহরে শরমন

Sharman Joshi-susmita-chatterjee Movie: প্রথমবার অভিনয় করছেন বলি অভিনেতা শরমন যোশী। বিপরীতে নায়িকা টলিউডের গ্ল্যাম ডিভা সুস্মিতা চট্টোপাধ্যায়।  পরিচালক এম এন রাজের হাত ধরে টলিউড পেতে চলেছে নতুন জুটি সুস্মিতা চট্টোপাধ্যায় ও শরমন যোশী। সৌজন্যে 'ভালবাসার মরশুম'। ৩১ জুলাই নতুন ছবির শুভ মহরৎ-এ তিলোত্তমায় পা রাখলেন 'গোলমাল' খ্যাত অভিনেতা শরমন যোশী। খাস কলকাতায় এসে কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়কে স্মরণ করলেন। 

Advertisment

তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন বলিউডের এই বিশিষ্ট অভিনেতা। বাংলা ছবিতে অভিনয়ের সুবাদে ভাষা মোটামুটি রপ্ত করার প্রচেষ্টায় শরমন। হিন্দি ছবিতে কাজ করলেও তিনি বাংলা ছবির ভক্ত। অনীক দত্ত পরিচালিত ভূতের ভবিষ্যৎ-এর রিমেক নিয়ে কী বললেন বলি অভিনেতা? শরমন যোশী বলেন, 'আমি বহু বছর ধরে বাংলা সিনেমার দর্শক। তাছাড়া আমি সত্যজিৎ রায় সাহেবের বিরাট ভক্ত। ভূতের ভবিষ্যৎ-এর হিন্দি রিমেক 'গ্যাং অফ ঘোস্টস'-এ আমি অভিনয় করেছি। স্থানীয় ভাষার ছবির একটা আলাদা মাহাত্ম আছে। নতুন ছবির জন্য আমি খুবই উত্তেজিত। সকলের মিলিত প্রচেষ্টায় একটা ভাল কাজ দর্শককে উপহার দিতে পারব বলে আমি আশাবাদী।' 

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে পরিচালক আগেই জানিয়েছিলেন, 'শরমনের জামাইবাবু বাঙালি বোন বাংলা জানেন। ওঁদের থেকেই শিখছেন।' ভালোবাসার মরশুম-এ শরমনের মুখে শোনা যাবে ঝরঝরে বাংলা। কলকাতায় এসে সকলের সঙ্গে হাসি মুখে কথা বলার পাশাপাশি সুস্মিতার সঙ্গে ক্যামেরায় পোজও দেন শরমন। কোন প্রেক্ষাপটে এগবে সিনেমার গল্প? নাম শুনেই বোঝা যাচ্ছে এটি একটি প্রেমের ছবি। সেই বিষয়ে সিলমোহর দিয়েছন খোদ পরিচালক। 

আরও পড়ুন বাংলা ছবিতে 'থ্রি ইডিয়টস' খ্যাত বলিউড তারকা, বিপরীতে কোন টলি অভিনেত্রী?

দার্জিলিং থেকে এক পিতার তাঁর মেয়েকে ফিরে পাওয়ার সংগ্রামের গল্প বলবে এই ছবি। দার্জিলিং-এর নিবাসী কমলেশ রায় মেয়ে হিয়াকে খুঁজতে বেরিয়ে পড়েন। সন্তানের প্রতি ভালবাসা ও বিচ্ছেদের বেদনায় জর্জরিত কামলেশ দৃঢ় প্রতিজ্ঞ যেভাবেই হোক হিয়াকে ফিরিয়ে আনবেন। গল্পের ফ্ল্যাশব্যাকে উঠে আসে হিয়ার মেয়েবেলার দিনগুলি। মায়ের অকাল মৃত্যু হিয়ার জীবনকে বদলে দিলেও বাবা কমলেশ তাঁকে স্নেহের চাদরে আগলে রাখেন। কলেজে পা দিয়ে হিয়ার জীবনে আসে নতুন প্রেমের বসন্ত। অধ্যাপক অভির বোসের মোহে আসক্ত হয় হিয়া। 

আরও পড়ুন সংসার সামলাতে গোপনে কোন কাজ? স্ত্রীর সঙ্গে তুমুল অশান্তির জেরে ভেঙে যাবে সব্যসাচীর সংসার!

অভির জীবনেও রয়েছে অনেক জটিলতা। ক্যানসারে মাকে হারানোর কষ্ট ও প্রাক্তন প্রেমিকা পারমিতার সঙ্গে বিচ্ছেদ তাঁর মনে গভীর ক্ষত তৈরি করেছে। হিয়ার ভালবাসাকেও যেন পুরোপুরি বিশ্বাস করতে পারে না। তবে বন্ধু গৌরবের মধ্যস্থতায় অবশেষে বৈবাহিকবন্ধনে বাঁধা পড়ে বিয়া-অভি। কিন্তু, দাম্পত্যের সুখ ক্ষণস্থায়ী। 

আরও পড়ুন রেডিও জকির প্রেমে বুঁদ অমৃতা, ধোঁয়া ওঠা কফি আর সুরের বাঁধনে আসছে সুমন মৈত্রর 'জারিয়া'

অভির লন্ডন যাত্রা ও ফিরে আসার পর আচরণে আমূল পরিবর্তন। হিয়ার সামনে যেন অচেনা অভি! আসলে প্রাক্তন প্রেমিকা পারমিতার সঙ্গে ফের সম্পর্কে লিপ্ত হয়। একটা সময় সেই রূঢ় বাস্তবের মুখোমুখি হয় হিয়া। এরপর তাদের দাম্পত্য ভেঙে যাবে নাকি জীবনে আসবে কোনও নতুন মোড়? ছবি মুক্তির পর মিলবে সেই উত্তর। 

Bengali News Sushmita Chatterjee Sharman Joshi