Samar Singh Brother Anurag Singh Bhantu Demise: বিনোদন জগৎ-এ ফের খারাপ খবর। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে একের পর এক মৃত্যুসংবাদ। রবিবাসরীয় সকালে আরও এক দুঃসংবাদ। অত্যন্ত জনপ্রিয় ভোজপুরী গায়ক সমর সিংয়ের ভাই প্রয়াত। ছবি পোস্ট করে ভাইয়ের মৃত্যুসংবাদ সকলকে জানিয়ছেন সমর। অনুরাগ সিং ভানতুর ছবির উপর লেখা বিনম্র শ্রদ্ধাঞ্জলী।
আরও পড়ুন সোমের সকালে চরম দুঃসংবাদ, পদ্মশ্রী-পদ্মভূষণ প্রাপ্ত কিংবদন্তী অভিনেত্রীর প্রয়াণে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর
আর শোকজ্ঞাপন বার্তায় গায়ক লিখেছেন, 'আমি অত্যন্ত দুঃখিত। আমি এখনও বিশ্বাস করতে পারছি না, আমার প্রিয় ভাই অনুরাগ সিং ভানতু এই পৃথিবীতে আর নেই। আগের দিনও আমার সঙ্গে কথা বলল। তারপরই আমাদের ছেড়ে চলে গেল। মহাদেব ওকে ওঁর চরণে স্থান দিক। এই কঠিন সময়ে ওঁর পরিবার যেম মানসিককভাবে শক্ত থেকে পরিস্থিতির মোকাবিলা করতে পারে।'
তাঁর মৃত্যুর খবরে কমেন্ট বক্সে গভীর শোকপ্রকাশ করেছেন সমর সিংয়ের ভাই পবন সিং সহ আরও অনেকে। প্রসঙ্গত, ২০২৩-এ ভোজপুরী অভিনেত্রী আকাঙ্খা দুবের রহস্য মৃত্যুর ঘটনায় নাম জড়িয়েছিল 'প্রেমিক' সমর সিংয়ের। বারাণসীর একটি হোটেল থেকে উদ্ধার হয়েছিল জনপ্রিয় ভোজপুরী অভিনেত্রী আকাঙ্খা দুবের নিথর দেহ। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই পরিবার ও ভক্তরা অভিযোগের আঙুল তুলেছিল আকাঙ্খার প্রেমিক সমর সিংয়ের দিকে। মেয়ের মৃত্যুতে আকাঙ্খার মা-ও কাঠগোড়ায় দাঁড় করিয়েছিলেন সমরকে।
আরও পড়ুন 'কিং'-এর শুটিং সেটে আহত কিং খান- উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা! ২৪ ঘণ্টা পেরনোর আগেই প্রকাশ্যে কোন সত্য?
ভোজপুরী গায়ক সমর সিং ও তাঁর ভাই সঞ্জয় সিং আকাঙ্খাকে হুমকি দিত বলেও সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছিলেন প্রয়াত অভিনেত্রীর মা। সঞ্জয় আকাঙ্খাকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। ফোনে সেই কথা মাকে জানিয়েছিলেন প্রয়াত অভিনেত্রী আকাঙ্খা দুবে। মায়ের দাবি অনুযায়ী, সমর সিং আর সঞ্জয় সিং আকাঙ্খাকে তাঁর পারিশ্রমিক দিতেন না। হিগত তিন বছর ধরে প্রায় কয়েক কোটি টাকার কাজ করেছেন। কিন্তু, এক কানাকড়িও দেওয়া হয়নি তাঁর মেয়েকে।
আরও পড়ুন 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-র শুটিংয়ের মাঝে বিপত্তি, তড়িঘড়ি হাসপাতালে ছুটলেন রাঘব-পরিণীতি
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেত্রী আকাঙ্খা দুবের পুরনো ভিডিয়ো ঝড়ের গতিত ভাইরাল হয়েছিল। কাঁদতে কাঁদতে আকাঙ্খা সমরের দিকেই অভিযোগের আঙুল তুলেছিলেন। ভিডিয়োতে স্পষ্ট বলেছিলেন, "যদি তাঁর সঙ্গে কোনও ঘটনা ঘটে তাহলে সমর সিং-ই দায়ী থাকবে।" এই রকমই রবিবাসরীয় সকালে হোটেলের রুমে আকাঙ্খার মেকআপ আর্টিস্ট তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। মাত্র ২৬ বছর বয়সে আত্মঘাতী হয়েছিলেন অভিনেত্রী।
আরও পড়ুন অর্থের অভাবে হল না কিডনি প্রতিস্থাপন! দীর্ঘ লড়াইয়ের অবসান, না ফেরার দেশে বিশিষ্ট কৌতুক অভিনেতা