Today's Top 5 Entertainment News: সতীশ শাহের শেষকৃত্য থেকে বাংলার পর্দায় বাজিমাত কাদের? দেখে নিন একনজরে

আজ সারাদিন বিনোদন মহলে চর্চা হলো কাকে নিয়ে? আলোচনায় ছিলেন প্রয়াত অভিনেতা সতীশ শাহ। তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে আজ। এছাড়াও বাংলা ইন্ডাস্ট্রিতে কাকে কাকে দেখা গেল রবিবারের শিরোনাম জুড়ে থাকতে? দেখে নিন একনজরে।

আজ সারাদিন বিনোদন মহলে চর্চা হলো কাকে নিয়ে? আলোচনায় ছিলেন প্রয়াত অভিনেতা সতীশ শাহ। তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে আজ। এছাড়াও বাংলা ইন্ডাস্ট্রিতে কাকে কাকে দেখা গেল রবিবারের শিরোনাম জুড়ে থাকতে? দেখে নিন একনজরে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

দেখে নিন একঝলকে...

আজ সারাদিন বিনোদন মহলে চর্চা হলো কাকে নিয়ে? আলোচনায় ছিলেন প্রয়াত অভিনেতা সতীশ শাহ। তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে আজ। এছাড়াও বাংলা ইন্ডাস্ট্রিতে কাকে কাকে দেখা গেল রবিবারের শিরোনাম জুড়ে থাকতে? দেখে নিন একনজরে।

Advertisment

Amitabh Bachchan-Aalim Hakim: অমিতাভের হেয়ারকাট করার সময়ই হৃদরোগে আক্রান্ত...

আলিম হাকিম, ভারতীয় সিনেমার অন্যতম নামজাদা হেয়ারস্টাইলিস্ট। রজনীকান্ত থেকে শাহরুখ খান, রণবীর কাপুর, হৃত্বিক রোশনের মতো তাবড় তারকাদের লুকের নেপথ্যে রয়েছে তাঁরই সৃজনশীল মস্তিষ্ক। আলিম এমন এক পরিবার থেকে এসেছেন যার শিকড় হেয়ারস্টাইলিং শিল্পের সঙ্গে গভীরভাবে যুক্ত। বাবা হাকিম কাইরানভি ছিলেন সেই সময়ের এক কিংবদন্তি হেয়ারস্টাইলিস্ট এবং সাতের দশকে অমিতাভ বচ্চনের আইকনিক হেয়ারস্টাইলের কারিগর। SCREEN-এর সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে আলিম তাঁর বাবা ও অমিতাভ বচ্চনের এক অজানা গল্প শেয়ার করেন।

Advertisment

রইল লিংক-  Amitabh Bachchan-Aalim Hakim: অমিতাভের হেয়ারকাট করার সময়ই হৃদরোগে আক্রান্ত, মৃত্যুর কোলে ঢলে পড়েন কিংবদন্তি হেয়ারস্টাইলিস্ট 


Satish Shah Death: 'এমন মানুষ আজকাল জন্মায় না', সতীশের মৃত্যুতে স্মৃতিতে ডুব অনুপমের

 প্রবীণ অভিনেতা সতীশ শাহ ৭৪ বছর বয়সে প্রয়াত। শনিবার তাঁর মৃত্যু হয়, যার মূল কারণ মেডিক্যাল সার্টিফিকেট অনুযায়ী সেপটিক শক। কিডনি বিকলতার সঙ্গে সম্পর্কিত এই ঘটনা, সিনে-নির্মাতা অশোক পণ্ডিত, ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে নিশ্চিত করেন। অভিনেতার মৃত্যুতে গোটা বিনোদন জগত শোকাহত। বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরও তাঁর শোক প্রকাশ করেছেন। অনুপম খের ইনস্টাগ্রামে সতীশ শাহের জন্য একটি আবেগঘন ভিডিও পোস্ট করেছেন এবং তাঁকে স্মরণ করে বলেন, "মর্মান্তিক, এটি সত্যিই মর্মান্তিক।'

রইল লিংক- Satish Shah Death: 'এমন মানুষ আজকাল জন্মায় না', সতীশের মৃত্যুতে স্মৃতিতে ডুব অনুপমের 


শেষ দুই সপ্তাহে বলিউডে নেমে এল নীরবতা 

ভারতীয় ছবিতে যেন মড়ক লেগেছে। বছরের শেষ হতে আর মাস দুয়েক। তাঁর আগেই যেন একের পর এক তারকার মৃত্যু অনেক ধরণের প্রশ্ন তুলে দিচ্ছে। গতবছর শেষের দিকেই ভারত হারিয়েছিল এক কিংবদন্তিকে। তাঁর নাম উস্তাদ জাকির হুসেন। আর এবার যেন শেষ দুই সপ্তাহে একেবারেই মন ভারাক্রান্ত করার মতো সব ঘটনা ঘটছে। দীর্ঘদিন যারা ভারতীয় সিনেমাকে অনেক কিছু দিয়েছেন, তাঁকে আরও বেশি করে সমৃদ্ধ করেছেন, সেই মানুষগুলো একের পর এক পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। শেষ ২ সপ্তাহে যেন অনেককিছুই পাল্টে গেল। সেকথাই বারবার বলছিলেন অনুপম খের। ভারতীয় সিনেমায় নক্ষত্রপতন - ক্রমাগতই। কারা কারা চলে গেলেন?

রইল লিংক -  শেষ দুই সপ্তাহে বলিউডে নেমে এল নীরবতা, একের পর এক প্রিয় মুখ হারাচ্ছে ইন্ডাস্ট্রি 


Aparajita Auddy: ছোট পর্দায় গ্র্যান্ড কামব্যাক অপরাজিতা আঢ্যর?

মহিলাদের নিয়ে সান বাংলায় শুরু হয়েছিল 'লাখ টাকার লক্ষ্মীলাভ'। এই শোয়ের জনপ্রিয়তা এখন বাংলার ঘরে ঘরে। এই মুহূর্তে দর্শকের রায়ে জনপ্রিয়তার শীর্ষে 'লাখ টাকার লক্ষ্মীলাভ' সিজন ২। আর সেই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই নবরূপে, নব সাজে আরও বড় পরিসরে দেখা যাচ্ছে 'লাখ টাকার লক্ষ্মীলাভ'। দেখতে দেখতে দোড়গোড়ায় সিজন ২-এর মাসিক ফিনালে! অক্টোবরই ফিনালে! 

রইল লিংক -  Aparajita Auddy: ছোট পর্দায় গ্র্যান্ড কামব্যাক অপরাজিতা আঢ্যর, কোন ভূমিকায় 'লক্ষ্মী কাকিমা'? 

Satish Shah funeral: পঞ্চভূতে বিলীন দেহ, গানে গানে 'কমেডি কিং' সতীশকে চিরবিদায়

Satish Shah Death: 'সারাভাই ভার্সেস সারাভাই ধারাবাহিকে ইন্দ্রবর্ধন সারাভাই-এর চরিত্রের জন্য আজও আবালবৃদ্ধবনিতার হৃদয়ে রয়ে গিয়েছেন সতীশ শাহ। শনিবার 'কমেডি কিং' -এর আকস্মিক প্রয়াণের খবরে পায়ের নীচের মাটি নড়ে গিয়েছিল পরিচিতমহলের একাংশের। মাত্র ৭৪-এ তারাদের দেশে মিলিয়ে গেল মুখের হাসি। না ফেরার দেশে 'কমেডি কিং' সতীশ শাহ। শেষযাত্রায় তাঁকে দেখতে ভিড় জমিয়েছেন কাছের মানুষ থেকে সতীর্থ ও অনুরাগীরা। রবিবার মুম্বইয়ের ভিলে পার্লের পবন হংস শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হল। তার আগে গানে গানে 'সারাভাই ভার্সেস সারাভাই' পরিবারের সদস্যরা চিরবিদায় জানালেন সতীশকে। 

রইল লিংক- Satish Shah funeral: পঞ্চভূতে বিলীন দেহ, গানে গানে 'কমেডি কিং' সতীশকে চিরবিদায় টিম 'সারাভাই ভার্সেস সারাভাই'-এর  

Entertainment News Entertainment News Today