/indian-express-bangla/media/media_files/2025/11/03/awdwqdeqwe-2025-11-03-16-26-47.jpg)
পছন্দের চরিত্র কোনটি?
Women's Cricket World Cup 2025: বাংলা ইন্ডাস্ট্রির দুজন অত্যন্ত পরিচিত মুখ ঊষসী রায় ও সোলাঙ্কি রায়। প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করেছেন। দুটি ভিন্ন চ্যানেলে ঊষসী আর সোলাঙ্কির অভিনয় দর্শকের মনে দাগ কেটেছে। ৫২ বছরে প্রথমবার ক্রিকেটের ২২ গজের ময়দানে নারীশক্তির জয়। বিশ্বকাপ উঠেছে হরমন প্রীত কৌরের হাতে। মহিলা ক্রিকেট বিশ্বকাপে এই ঐতিহাসিক জয়ে আবেগতাড়িত ভারতবাসী। প্রথম মহিলা চিকিসকের মতো যদি মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ের নেপথ্যে কোনও চরিত্রের প্রস্তাব ঊষসী বা সোলাঙ্কির কাছে আসে তাহলে কোন খেলোয়ারের ভূমিকায় অভিনয় করতে চাইবেন তাঁরা?
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার এই প্রশ্নে ঊষসী বলেন, 'প্রত্যেকেই নিজেদের জায়গায় সেরা। এখানে কোনও পছন্দের জায়গা নেই। তবে হরমন প্রীত কৌরের ভূমিকায় কোনওদিন যদি অভিনয়ের সুযোগ পাই নিজেকে ভাগ্যবান বলে মনে করব। এই জীবনে তো স্পোটর্স পার্সন হতে পারিনি। যদি পরজন্মে হতে পারি।' ঊষসীর সুরেই একপ্রকার সুর মিলিয়েছেন সোলাঙ্কি। তাঁরও কোনও ব্যক্তিগত পছন্দ নেই। পর্দার কাদম্বিনী উচ্ছ্বাসের সঙ্গে বলেন, 'কাল আমি কাজের জন্য বাইরে ছিলাম দেখতে পাইনি তবে এই জয় প্রমাণ করে দিল মেয়েরা কোনও অংশে কম নয়। লিঙ্গভেদে জয়ের বিচার হওয়া উচিত। মেয়েদের এই জয়ের পর যদি সকলের আরও সাপোর্ট পাওয়া যায় তাহলে আরও উন্নতি হবে।'
আরও পড়ুন 'এখনও হ্যাংওভার কাটেনি', মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ের পর বায়োপিক নিয়ে নতুন ভাবনা রাজের?
আরও যোগ করেন, 'মেয়েদের অমনেক বাধাবিপত্তি পেরতে হয় সেটা অস্বীকার করার উপায় নেই। ছেলেরা যেটা সহজে পেয়ে যায় মেয়েদের সেটাই পেতে অনেক লড়াই করতে হয়। যে কোনও সেক্টরের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। প্রথমবার মহিলা ক্রিকেট বিশ্বকাপের এই ঐতিহাসিক জয় নারীজাতির কাছে অনুপ্রেরণা। তাই আমার কাছে যদি কখনও স্পোটর্স ড্রামা বা খেলোয়ারের বায়োপিকের প্রস্তাব আসে দ্বিতীয়বার না ভেবে লুফে নেব। তবুও যদি পছন্দের নাম বলতে হয় তাহলে বলব সাইনা নেহওয়াল, সানিয়া মির্জার মতো বহু ব্যক্তিত্ব আমার অনুপ্রেরণা।'
আরও পড়ুন মঞ্চে বাদ্যযন্ত্র সরানো ঘিরে ক্যাট-ফাইট! পৌষালীকে কড়া ভাষায় বিঁধতেই জোজোকে পালটা লোকসংগীত শিল্পীর
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us