/indian-express-bangla/media/media_files/2025/08/30/cats-2025-08-30-13-09-23.jpg)
প্রয়াত অভিনেতা
Marathi actor Bal Karve Died: বিনোদুনিয়ায় ফের শোকের ছায়া। জীবনাবসান লেজেন্ডারি মারাঠি অভিনেতা বাল কারভের। ২৮ আগস্ট, বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের ভিলে পার্লেতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫ বছর। মারাঠি টিভি ধারাবাহিক ‘চিমানরাও’-তে গুণ্ডেভাউ (Gundyabhau) চরিত্রে অভিনয়ের জন্য তিনি আজও দর্শকের মনে অমর। তাঁর প্রয়াণে নাটক ও টেলিভিশন জগতে তৈরি হল শূন্যতা। অপূরণীয় এই ক্ষতিতে শোকস্তব্ধ ভক্ত থেকে সতীর্থ প্রত্যেকে।
আরও পড়ুন কাছের মানুষকে হারিয়ে শোকে পাথর, শুটিং ছেড়ে তড়িঘড়ি শহরে ফিরছেন আল্লু অর্জু-রামচরণ
গুণ্ডেভাউ হিসেবে বাল কারভের ঐতিহ্য সত্যিই ভোলার নয়। ‘চিমানরাও’-তে গুণ্ডেভাউয়ের চরিত্রে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ধারাবাহিক শেষ হওয়ার পরও দর্শকের হৃদয়ে গুণ্ডেভাউ নামেই রয়ে গিয়েছেন বিশিষ্ট মারাঠি অভিনেতা বাল কারভে। অসাধারণ হাস্যরস ও সহজ-সরল অভিনয়ে চরিত্রটিকে অবিস্মরণীয় করে তুলেছিলেন। মারাঠি নাটকেও তাঁর অনবদ্য অবদান অনস্বীকার্য।
বিখ্যাত পরিচালক বিজয়া মহেতা ও বিজয়া জোগলেকর-ধুমালের পরিচালনায় তিনি বহু উল্লেখযোগ্য নাটকে অভিনয় করেছেন। সেই তালিকায় রয়েছে 'রথচক্র', 'তাণ্ডুল ভক্ত ভক্ত', এবং 'আই রিটায়ার হোতে'। এছাড়াও, সুমন্ত বরাঙ্গাঁওকরের সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠা করেছিলেন ‘কিলবিল বালরঙ্গমঞ্চ’যেখানে শিশুদের জন্য বহু জনপ্রিয় নাটক উপস্থাপন করা হয়েছিল।
আরও পড়ুন হাসপাতালেই সব শেষ! অসুস্থতার সঙ্গে লড়াইয়ে ইতি, প্রয়াত 'থ্রি ইডিয়টস' খ্যাত অভিনেতা
সিভিল ইঞ্জিনিয়ার থেকে কী ভাবে অভিনেতা হিসেবে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন? পুনে থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি অর্জন করেন এবং মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনে ৩২ বছর চাকরি করেন। তবে ইঞ্জিনিয়ার হিসেবে দীর্ঘ কর্মজীবন কাটালেও নাটকের প্রতি তাঁর গভীর প্রেম কখনও ম্লান হয়নি। বরং সেই আবেগই তাঁকে সফল অভিনেতা হিসেবে পরিচিতি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বাল কারভের প্রয়াণ মারাঠি নাট্য ও টেলিভিশন জগতের বিরাট ক্ষতি সে কথা বলাইবাহুল্য।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে চিরঘুমের দেশে খ্যাতনামা মারাঠি অভিনেত্রী জ্যোতি চান্দেকর। জনপ্রিয় ধারাবাহিক 'থারালা তার মগ'-এর প্রিয় চরিত্র 'পূর্ণা আজী'-র ভূমিকায় দর্শকদের মন জয় করেছিলেন জ্যোতি। দীপ্তি ঘোষিকার পরিচালিত ছবি Ticha Umbartha-তে মা-মেয়ের জুটি দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়েছিল।