/indian-express-bangla/media/media_files/2025/10/14/nobel-prize-economics-2025-2025-10-14-19-33-46.jpg)
Nobel Prize Economics 2025: অর্থনীতিতে নোবেলজয়ীরা।
Nobel Prize 2025: সাম্প্রতিক সময়ে উন্নয়ন, গ্লোবালাইজেশন, প্রযুক্তি এসব কথা প্রায় প্রতিটি রাজনৈতিক ও অর্থনৈতিক আলোচনায় উঠে আসে। নোবেল পুরস্কার ২০২৫ এ Innovation-Driven Growth বা উদ্ভাবন-চালিত অর্থনৈতিক বৃদ্ধির ব্যাখ্যা দেওয়া হয়েছে — যা বলছে, প্রযুক্তি ও নতুন ধারণার ধারাবাহিক ক্রিয়া-প্রতিক্রিয়ার মাধ্যমে অর্থনৈতিক বৃদ্ধি এখন নতুন এবং স্বাভাবিক।
পুরস্কারপ্রাপকদের অবদান
আরও পড়ুন- এমনি এল শান্তির নোবেল? গোটা ভেনেজুয়েলা মাতিয়ে দিয়েছেন মারিয়া মাচাদো, জানেন সেসব?
জোয়েল মোকিয়ার (Joel Mokyr): মোকিয়ার ইতিহাসভিত্তিক গবেষণায় দেখিয়েছেন যে, শিল্প বিপ্লবের পূর্বে মানুষ অনেক কিছু তৈরি করত। কিন্তু, তাঁরা জানত না কীভাবে কাজ হয়, কেন হয় না। এই “propositional knowledge” (কারণবর্ণনামূলক জ্ঞানের) অভাব ছিল মূল বাধা। Enlightenment ও বৈজ্ঞানিক বিপ্লব এই পার্থক্য তৈরি করে দেয় — কারণ “কেন” ও “কীভাবে” উভয়ের উত্তর সন্ধান করা শুরু করল। সুতরাং প্রযুক্তি উদ্ভাবন শুধু শুধু হঠাৎ হয়নি — সেটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, যেখানে ব্যবহারিক ও তাত্ত্বিক জ্ঞান একে অপরকে পুষ্ট করেছে।
আরও পড়ুন- পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘাত! ভারতের ওপর বিরাট প্রভাব পড়তে চলেছে?
ফিলিপ আগিওঁ ও পিটার হাওইট (Philippe Aghion & Peter Howitt): এই যুগের আরেকটি বিশ্লেষণ ম্যাথ (Math)-মডেল দেখায় কীভাবে অর্থনৈতিক (Economics) বৃদ্ধির জন্য creative destruction— অর্থাৎ পুরাতন প্রযুক্তি ও প্রতিষ্ঠান ধ্বংস পায়, নতুনগুলো তার জায়গা নেয়। তাঁরা ১৯৯২ সালের উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে, প্রযুক্তিগত উন্নয়ন, প্রতিযোগিতা, পেটেন্ট সিস্টেম, বিনিয়োগ সব মিলে এমন একটি প্রক্রিয়া গড়ে ওঠে, যা দীর্ঘমেয়াদে বৃদ্ধির উৎস।
আরও পড়ুন- এবার কি কনকনে ঠান্ডায় কাঁপবে ভারত? কী বলছেন আবহাওয়াবিদরা, সত্যিটা জানুন
মোদ্দা কথা, নোবেল পুরস্কার ২০২৫ বুঝিয়েছে — Innovation-Driven Growth কেবল একটি তত্ত্ব নয়, আমাদের বর্তমান ও ভবিষ্যতের অর্থনৈতিক নীতি ও সংস্কৃতির জন্য একটি কাঠামো। ধারাবাহিক প্রযুক্তিগত উদ্ভাবন, বিস্তৃত গবেষণা, নতুন ধারণার প্রতি সহনশীল সমাজ এবং প্রতিষ্ঠান ও নীতি-সমর্থন ছাড়া এই বৃদ্ধি সন্তোষজনক হবে না, টিকবে না। অর্থনৈতিক উন্নয়ন এখন নতুন এবং স্বাভাবিক। তবে, তার জন্য আমাদের সক্রিয়ভাবে এই পরিবর্তনগুলোর প্রতি মনোযোগ দিতে হবে বলেই অর্থনীতিবিদরা জানিয়েছেন।