Visa of US and Argentina: আমেরিকার ভিসা নিয়ে কড়াকড়ি! ভারতীয়দের জন্য দরজা খুলে দিল এই বিখ্যাত দেশ

Visa of US and Argentina: ট্রাম্প প্রশাসন সম্প্রতি ভারতীয়দের বিরুদ্ধে ভিসা ইস্যুতে কড়াকড়ি শুরু করেছে। যার জেরে সমস্যায় পড়েছেন নানা কাজে আমেরিকায় যাওয়া অসংখ্য ভারতীয়।

Visa of US and Argentina: ট্রাম্প প্রশাসন সম্প্রতি ভারতীয়দের বিরুদ্ধে ভিসা ইস্যুতে কড়াকড়ি শুরু করেছে। যার জেরে সমস্যায় পড়েছেন নানা কাজে আমেরিকায় যাওয়া অসংখ্য ভারতীয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Visa of US and Argentina

Visa of US and Argentina: ভারতীয়দের জন্য ভিসা।

Visa of US and Argentina: ভারতীয় ভ্রমণকারীদের জন্য সুখবর। যাঁদের মার্কিন যুক্তরাষ্ট্রের বৈধ ভিসা (US Visa) আছে, তাঁদের জন্য আর্জেন্টিনাও দরজা খুলে দিল। আর্জেন্টিনা সরকার নতুন নিয়মে ঘোষণা করেছে, মার্কিন ভিসাধারী ভারতীয় নাগরিকদের আর আর্জেন্টিনার জন্য আলাদা ভিসার আবেদন জানাতে হবে না। তাঁরা মার্কিন ভিসাতেই আর্জেন্টিনায় প্রবেশ করতে পারবেন। 

বুধবারই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে

আরও পড়ুন- বাজারে যাই হোক, এআইয়ের বিরাট ভবিষ্যৎ, বোঝাল NVDA

Advertisment

বুধবার আর্জেন্টিনা সরকার এই সিদ্ধান্ত জানিয়েছে। ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউচিনো এক অফিসিয়াল বার্তায় বলেছেন, 'আর্জেন্টিনা মার্কিন ভিসাধারী ভারতীয় নাগরিকদের প্রবেশাধিকার সহজ করেছে। এটি আর্জেন্টিনা এবং ভারতের জন্য দারুণ খবর। আমরা আরও ভারতীয় পর্যটকদের স্বাগত জানাতে তৈরি।'

আরও পড়ুন- ট্রাম্প শুল্ক বাড়ানোর পরই কী হাল শেয়ার বাজারের, দেখলে শিউড়ে উঠবেন!

Advertisment

এই পদক্ষেপকে মূলত দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করা এবং আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করার বৃহত্তর চেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। আর্জেন্টিনা চায় ভারতীয় ভ্রমণকারীরা আরও সহজে তাদের দেশে পৌঁছাক, যাতে পর্যটন খাত আরও সমৃদ্ধ হয়। এর ফলে আর্জেন্টিনার ভিসার জন্য আর আলাদা করে আবেদনের ঝামেলা থাকল না। এই নিয়মে সময় এবং অর্থ দুটোই সাশ্রয় হবে। যাঁরা ইতিমধ্যেই মার্কিন ভিসা পেয়েছেন, তাঁরা সহজেই আর্জেন্টিনা ভ্রমণ করতে পারবেন। আন্তর্জাতিক ভ্রমণে ভারতীয় পর্যটকদের আত্মবিশ্বাস আরও বাড়বে। 

আরও পড়ুন- বিরাট বদল! শীঘ্রই মার্কিন গ্রিন কার্ড, এইচ-১বি ভিসা প্রোগ্রামে আসছে বড় পরিবর্তন

আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার একটি জনপ্রিয় দেশ। আন্দিজ পর্বতমালা, ইগুয়াজু জলপ্রপাত, বুয়েনোস আয়ার্সের নাচ-গান আর খাবার ভারতীয় ভ্রমণকারীদের কাছে বরাবরই বিশেষ আকর্ষণ। নতুন নিয়ম কার্যকর হলে ভারতীয়দের জন্য আর্জেন্টিনা সফর আরও আকর্ষণীয় হয়ে উঠবে। বিশেষজ্ঞরা মনে করছেন, আর্জেন্টিনার এই উদ্যোগ অন্যান্য লাতিন আমেরিকার দেশগুলোকেও অনুপ্রাণিত করবে। ভারতের বেড়ে চলা পর্যটক সংখ্যাকে টার্গেট করে অনেক দেশই ইতিমধ্যে ভিসা প্রক্রিয়া সহজ করেছে।

আরও পড়ুন- ৫ কোটিরও বেশি প্রবাসীর ভিসা কাড়তে চাইছে, বিরাট অভিযোগ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

এই নীতিগত পরিবর্তন ভারতীয় ভ্রমণকারীদের জন্য নিঃসন্দেহে একটি ইতিবাচক খবর। বৈধ মার্কিন ভিসা (US Visa) থাকলেই এখন আর্জেন্টিনার সৌন্দর্য উপভোগ করা যাবে। কোনও অতিরিক্ত ভিসার ঝামেলা পোহাতে হবে না। ফলে ভবিষ্যতে ভারত থেকে আর্জেন্টিনায় পর্যটকের সংখ্যা আরও দ্রুত বাড়বে বলেই আশা করা হচ্ছে। 

Argentina US