NVDA earnings stock market report: বাজারে যাই হোক, এআইয়ের বিরাট ভবিষ্যৎ, বোঝাল NVDA

NVDA earnings report: এনভিডিয়ারের আয় বিশেষজ্ঞদের পূর্বাভাসকে ছাপিয়ে গিয়েছে। বাজারের হাল খারাপ। তারপরও এই সাফল্য দেখে বিশেষজ্ঞদের ধারণা, এআই ব্যবসার বিরাট ভবিষ্যৎ।

NVDA earnings report: এনভিডিয়ারের আয় বিশেষজ্ঞদের পূর্বাভাসকে ছাপিয়ে গিয়েছে। বাজারের হাল খারাপ। তারপরও এই সাফল্য দেখে বিশেষজ্ঞদের ধারণা, এআই ব্যবসার বিরাট ভবিষ্যৎ।

author-image
IE Bangla Web Desk
New Update
NVDA earnings report

NVDA earnings report: এনভিডিয়া এআই চিপ।

NVDA earnings report: বিশ্বের সবচেয়ে বড় এআই চিপ নির্মাতা এনভিডিয়া (NVIDIA) বুধবার জানিয়েছে যে তাদের তৃতীয় প্রান্তিকের (Q3) রাজস্ব ৫৪ বিলিয়ন ডলার (±২%) হতে পারে। এই সংখ্যা বিশ্লেষকদের গড় অনুমান ৫৩.১৪ বিলিয়ন ডলারের চেয়েও বেশি। তবে, রিপোর্ট প্রকাশের পর অন্যান্য কারণে স্টকের দাম ২.৪% কমে যায়, যাতে বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হলেও তাঁরা এনভিডিয়ার সাফল্যে উৎসাহী। 

বাজারে এআই চিপের বিরাট চাহিদা

Advertisment

NVIDIA জানিয়েছে, বাজারে এআই চিপের এখনও বিরাট চাহিদা আছে। তবে, এজন্য পরিকাঠামো সম্প্রসারণ করা দরকার। এর পাশাপাশি রয়েছে জেনারেটিভ এআই প্রকল্প। এই দুটোই চাহিদাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এনভিডিয়ারের মতে, এআই ট্রেড (AI Trade) এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। আর, আগামী বছরগুলোতেও এই বৃদ্ধি অব্যাহত থাকবে। 

আরও পড়ুন- ট্রাম্প শুল্ক বাড়ানোর পরই কী হাল শেয়ার বাজারের, দেখলে শিউড়ে উঠবেন!

Advertisment

এই পরিস্থিতিতে রাজস্ব প্রত্যাশার চেয়েও বেশি হলে, ডেটা সেন্টারের বৃদ্ধি ধীর হওয়ায় বিনিয়োগকারীদের একাংশ রীতিমতো হতাশ। বিশেষজ্ঞদের মধ্যে থমাস মার্টিন (Globalt Investments) বলেছেন, 'এআই ট্রেড এখনও প্রাথমিক পর্যায়ে। হাইপারস্কেলারদের মূলধন ব্যয় প্রমাণ করে এআই বাণিজ্যের গতি থামেনি।'

আরও পড়ুন- বিরাট বদল! শীঘ্রই মার্কিন গ্রিন কার্ড, এইচ-১বি ভিসা প্রোগ্রামে আসছে বড় পরিবর্তন

উইল রিন্ড (GraniteShares) বলেছেন, 'বাজার এনভিডিয়ারের বৃদ্ধির সঙ্গে এতটাই খাপ খাইয়ে নিয়েছে যে সামান্য ঘাটতিতেও ক্রেতাদের মনে হতাশা তৈরি হচ্ছে।' এই প্রসঙ্গে ব্রায়ান মালবেরি (Zacks Investment) বলেছেন, 'পারফরম্যান্স ভালো হলেও শেয়ারের দাম পড়ছে। কারণ, বৃদ্ধির গতি খুব ধীর। ঠিক যেমনটা আগে টেসলার ক্ষেত্রে দেখা গিয়েছিল।'

আরও পড়ুন- ৫ কোটিরও বেশি প্রবাসীর ভিসা কাড়তে চাইছে, বিরাট অভিযোগ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

নিক ফ্রেস (VanEck) বলেছেন, 'হাইপারস্কেলারদের ব্যয় এনভিডিয়াকে দীর্ঘমেয়াদি সুবিধা দিচ্ছে। এআই বিনিয়োগ থেকে তারা সরাসরি লাভবান হচ্ছে।' ম্যাট অরটন (Raymond James) বলেছেন, 'এই ফলাফল প্রমাণ করে, এআই কোনও বুদবুদ নয়। মূলধনী ব্যয়ের জোরেই AI Trade আরও এগোবে।' দিমিত্রি জাবেলিন (PitchBook) বলেছেন, 'NVIDIA এখন শুধু হাইপারস্কেলার নয়, বিভিন্ন দেশের সরকারকেও স্ট্র্যাটেজিক ক্লায়েন্ট বানাচ্ছে।' ল্যারি টেন্টারেলি (Blue Chip Daily) বলেছেন, 'স্বল্পমেয়াদি অস্থিরতা থাকলেও NVIDIA এখনও এআই ক্ষেত্রে বিনিয়োগের সবচেয়ে সরাসরি পথ।'

আরও পড়ুন- রাবুকার পাশে মোদী, ভারত-ফিজি সম্পর্কে নতুন মাত্রা, বিপাকে প্রবাসী ভারতীয়রা?

মোদ্দা কথা হল, এনভিডিয়ারের ত্রৈমাসিক রিপোর্ট (Q3) পূর্বাভাস দিচ্ছে যে এআই ট্রেডের (AI Trade) পথচলা এখনও অনেকটাই বাকি। বর্তমানে সামান্য চাপ থাকলেও বাজার বিশেষজ্ঞরা একমত যে, 'এনভিডিয়া (NVIDIA) এআই যুগের প্রধান চালিকাশক্তি হিসেবেই থাকবে।'

NVDA Report