Share Price, Nifty 50: ট্রাম্প শুল্ক বাড়ানোর পরই কী হাল শেয়ার বাজারের, দেখলে শিউড়ে উঠবেন!

Nifty 50: মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চাপানো অতিরিক্ত ২৫% শুল্কের জেরে ভারতীয় শেয়ার বাজারে বিরাট প্রভাব। পাশে থেকে বন্ধুর মত আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

Nifty 50: মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চাপানো অতিরিক্ত ২৫% শুল্কের জেরে ভারতীয় শেয়ার বাজারে বিরাট প্রভাব। পাশে থেকে বন্ধুর মত আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

author-image
IE Bangla Web Desk
New Update
Sensex Today on 13 November: বুধবার বিরাট ধস শেয়ার বাজারে

Nifty 50: ট্রাম্প ২৫% শুল্ক চাপিয়েছেন।

Nifty 50, Sensex: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক (25% Tariff) আরোপ করার একদিন পরেই ভারতীয় শেয়ার বাজারে তার বড় প্রভাব পড়ল। শুল্ক ইস্যুতে বেশ কিছুদিন ধরেই ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের টানাপোড়েন তুঙ্গে। 

Advertisment

বৃহস্পতিবার সকালে সেনসেক্স ৫০৮ পয়েন্ট পড়ে ৮০,২৭৮.৩৮-এ নেমে আসে। নিফটি ১৫৭ পয়েন্ট কমে ২৪,৫৫৪.৭০ পয়েন্টে পৌঁছয়। এই পতনের ফলে বাজারে আতঙ্ক ছড়িয়েছে। বিনিয়োগকারীরা মনে করছেন, আন্তর্জাতিক বাণিজ্য নীতি কঠোর হলে ভারতের রফতানি খাত ক্ষতিগ্রস্ত হতে পারে। যার সরাসরি প্রভাব পড়ছে শেয়ার বাজারে।

আরও পড়ুন- বিরাট বদল! শীঘ্রই মার্কিন গ্রিন কার্ড, এইচ-১বি ভিসা প্রোগ্রামে আসছে বড় পরিবর্তন

Advertisment

এদিন শেয়ার বাজারে ১৬টি প্রধান খাতের মধ্যে ১৪টি খাতেই লোকসান দেখা গিয়েছে। বিশেষত অটো, রিয়েল এস্টেট, মেটাল, ব্যাংকিং এবং এফএমসিজি শেয়ারে সবচেয়ে বড় চাপ তৈরি হয়েছে। ক্ষুদ্র-ক্যাপ শেয়ার ০.২% কমেছে। মধ্য-ক্যাপ শেয়ার ০.১% কমেছে। এটি স্পষ্ট যে বড়মাপের  বিনিয়োগকারীরা যেমন সতর্ক হচ্ছেন, তেমনই ছোট এবং মাঝারি শেয়ারেও চাপ বাড়ছে।

আরও পড়ুন- ৫ কোটিরও বেশি প্রবাসীর ভিসা কাড়তে চাইছে, বিরাট অভিযোগ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

অবশ্য বাজারের এই পতনের মধ্যেও কয়েকটি শেয়ার উলটো পথে হেঁটেছে। সেনসেক্সের তালিকায় থাকা এই উলটো পথে হাঁটা বা লাভ করা কোম্পানিগুলির মধ্যে রয়েছে HCL Tech, HDFC Bank, Power Grid, Sun Pharma, NTPC, Bharat Electronics। লোকসানের মুখে পড়েছে Asian Paints, Titan, Maruti, Larsen & Toubro (L&T)-এর মত বড় কোম্পানিগুলো।

আরও পড়ুন- রাবুকার পাশে মোদী, ভারত-ফিজি সম্পর্কে নতুন মাত্রা, বিপাকে প্রবাসী ভারতীয়রা?

বিশ্লেষকরা বলছেন, আমেরিকার শুল্ক নীতির কারণে ভারতীয় রফতানিকারকরা আরও বড় ক্ষতির মুখে পড়তে পারেন। এর পাশাপাশি, বিদেশি বিনিয়োগকারীরা (FII) যদি ভারতের বাজার থেকে টাকা তুলে নেন, তাহলে সেই চাপ আরও বাড়তে পারে। বুধবারই মার্কিন প্রশাসন জানিয়েছিল যে ভারতীয় পণ্যের ওপর মোট ৫০% শুল্ক কার্যকর করা হয়েছে। ট্রাম্প ভারতের কাছে রাশিয়ান তেল কেনা বন্ধের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু, ভারত সেই আহ্বানে সাড়া না দেওয়ায় শুল্কের ফাঁস বাড়াচ্ছে আমেরিকা। এই সমস্ত রাজনৈতিক এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণেই বাজারে অস্থিরতা বেড়েছে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা

এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, তাঁর সরকার ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক এবং পশুপালকদের সুরক্ষার জন্য পদক্ষেপ নেবে। মোদীর বক্তব্য বিনিয়োগকারীদের কিছুটা ভরসা দিলেও বাজার এখনও চাপের মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে বাজার এখন অনিশ্চয়তার মধ্যে থাকায় বিনিয়োগকারীদের সতর্ক থাকা জরুরি। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁরা পরামর্শ দিয়ে জানিয়েছেন, স্বল্পমেয়াদে ঝুঁকিপূর্ণ শেয়ারে বিনিয়োগ না করাই ভালো। দীর্ঘমেয়াদের ক্ষেত্রে বিনিয়োগকারীরা এই সময়ে ভালো মানের ব্লু-চিপ শেয়ার কিনে রাখতে পারেন বলেই পরামর্শ বিশেষজ্ঞদের।

আরও পড়ুন- যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের নয়া নিয়ম, ভিসা পেতে গেলে কী করবেন জানুন

ট্রাম্পের এই শুল্ক আরোপ শুধু ভারতেরই নয়, পুরো এশিয়ার শেয়ার বাজারকেই নাড়িয়ে দিয়েছে। তবে ভারতীয় অর্থনীতি দীর্ঘমেয়াদে শক্তিশালী, এবং সরকারের নীতিগত পদক্ষেপের ওপর নির্ভর করে বাজার আবার ঘুরে দাঁড়াতে পারে। এমনটাই আশা বিশেষজ্ঞদের।

Sensex Nifty