/indian-express-bangla/media/media_files/YfHo3HVWQDLwECY3kTSQ.jpg)
Ashok Leyland Share Price: অশোক লেল্যান্ডের শেয়ারের দাম।
Ashok Leyland Share Price: অশোক লেল্যান্ডের (Ashok Leyland) শেয়ার সোমবার প্রায় ৯% বৃদ্ধি পেয়েছে। এই বড় উত্থানের মূল কারণ কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত GST রেট কমানো। সূত্র অনুযায়ী, টু-হুইলার, ছোট গাড়ি এবং হাইব্রিড যাত্রীবাহী যানবাহনে জিএসটি কমানো হতে পারে।
অটোমোবাইল সেক্টরে করের বোঝা বেশি
আরও পড়ুন- খেলায় না হোক, ফিটনেসে টেক্কা কিংবদন্তি বাবাকে, জানুন অর্জুন টেন্ডুলকারের ফিটনেস রহস্য
বর্তমানে সাধারণ মধ্যবিত্ত পরিবারের জন্য গাড়ি কেনা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। করের বোঝা বেশি থাকায় অটোমোবাইল সেক্টরে চাহিদা কিছুটা চাপে রয়েছে। কিন্তু যদি সরকারের পক্ষ থেকে GST হ্রাস করা হয়, তবে ক্রেতাদের ওপর চাপ কমবে এবং বাজারে নতুন চাহিদা তৈরি হবে। এর ফলে বড় উপকার হবে অশোক লেল্যান্ডের মতো বাণিজ্যিক গাড়ি নির্মাতা সংস্থাগুলির।
আরও পড়ুন- পায়ে কালো সুতো বাঁধা কি শুভ নাকি অশুভ? জানুন, এর ফলে কী হয়!
বিশ্লেষকদের মতামত হল যে, শেয়ারের এই উত্থান নিয়ে আন্তর্জাতিক ব্রোকারেজ হাউসগুলিও ইতিবাচক মন্তব্য করেছে। UBS বলেছে, Ashok Leyland-এর প্রথম ত্রৈমাসিক ফলাফল প্রত্যাশার থেকে ভালো হয়েছে। তারা ১৫০ টাকা প্রাইস টার্গেট দিয়েছে। Goldman Sachs-এর শেয়ার 'buy' রেটিং দিয়ে ১৪০ টাকা প্রাইস টার্গেট দিয়েছে। Citi-ও একই রেটিং বজায় রেখে বলেছে যে, চাহিদা আপাতত কিছুটা ধীর হলেও সামনের দিনগুলোতে ছবিটা বেশ উজ্জ্বল হবে। তবে Jefferies কিছুটা সতর্ক দৃষ্টিভঙ্গি নিয়ে 'hold' রেটিং দিয়েছে এবং ১২০ টাকা টার্গেট স্থির করেছে।
আরও পড়ুন- 'বাড়িতেও এমন করেন?', জয়াকে কড়া কথা মুকেশের
এর মধ্যে অশোক লেল্যান্ড জানিয়েছে, বাজারে মাঝারি এবং ভারী বাণিজ্যিক যানবাহনের (MHCV) মাঝারি হারে বৃদ্ধি হবে। হালকা বাণিজ্যিক যানবাহনের (LCV) বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি হতে পারে। আন্তর্জাতিক বাজারেও তাদের পারফরম্যান্স বেশ ভালো বলেই জানিয়েছে অশোক লেল্যান্ড। Switch Mobility ইতিমধ্যেই লাভে ফিরেছে এবং FY26 শেষের মধ্যে সম্পূর্ণ লাভজনক (PAT positive) হতে পারে। আগামী ১২ মাসে ৩০০ কোটি টাকা বিনিয়োগ করবে Ohm Mobility প্রকল্পে। এমনটাই জানিয়েছে অশোক লেল্যান্ড।
আরও পড়ুন- নেতাজির বিমান দুর্ঘটনা! আদৌ এর কোনও সত্যতা আছে?
শেয়ার বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, বর্তমানে Ashok Leyland-এর শেয়ার ১৩২ থেকে ১৩৩ টাকায় পাওয়া যাচ্ছে। বিশ্লেষকদের দেওয়া টার্গেট অনুযায়ী, দাম আরও ২৩% পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ফলে দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের জন্য এটি আকর্ষণীয় স্টক হতে পারে। সরকারের GST রেট কমানোর এই উদ্যোগ যদি বাস্তবায়িত হয়, তবে শুধু অশোক লেল্যান্ডই নয়, গোটা অটোমোবাইল খাতেই নতুন গতি আসতে পারে। মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে বড় পরিবহণ সংস্থা—সবাই উপকৃত হবে তাতে। আর বিনিয়োগকারীদের জন্য এই সংবাদ নিঃসন্দেহে একটি বড় ইতিবাচক বার্তা।