Bhai Dooj 2025: ভাই-বোনের মন্দির! ভারতের এই মন্দিরগুলিতে ভাই-বোন একসঙ্গে পূজা দিলে, দূর হয় বিভেদ!

Bhai Dooj 2025: ভাই দুজ ২০২৫ উপলক্ষে জানুন ভারতের সেই পবিত্র মন্দিরগুলির কথা জানুন, যেখানে ভাই ও বোনকে একসঙ্গে পূজা করলে মিলবে সুখ, সমৃদ্ধি ও দীর্ঘায়ুর আশীর্বাদ।

Bhai Dooj 2025: ভাই দুজ ২০২৫ উপলক্ষে জানুন ভারতের সেই পবিত্র মন্দিরগুলির কথা জানুন, যেখানে ভাই ও বোনকে একসঙ্গে পূজা করলে মিলবে সুখ, সমৃদ্ধি ও দীর্ঘায়ুর আশীর্বাদ।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Bhai Dooj temples in India: দেশে এই ভাই-বোনের মন্দিরগুলো ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Bhai Dooj temples in India: দেশে এই ভাই-বোনের মন্দিরগুলো ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Bhai Dooj 2025: ভাই দুজ বা ভাই বিজ হল এমন এক উৎসব, যা ভাই-বোনের সম্পর্ককে আরও গভীর করে তোলে। পঞ্চাঙ্গ অনুসারে, এই দিনটি কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয়। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়, এই দিনে বোন তাঁর ভাইকে তিলক দিয়ে তাঁর দীর্ঘায়ু, সুখ ও সমৃদ্ধির কামনা করে। 

Advertisment

প্রাচীন কাহিনি অনুযায়ী, যমরাজ তাঁর বোন যমুনার বাড়িতে এই দিনেই প্রথম গিয়েছিলেন। যমুনা দেবী তাঁকে সাদরে আপ্যায়ন করে তিলক দেন। সেই থেকেই ভাই-বোনের এই সুন্দর ঐতিহ্যের শুরু।

আরও পড়ুন- ভাইফোঁটার ডিনার! সু্স্বাদু এই প্রন হাক্কা নুডলসে রাতটা করুন সেরা স্মৃতি

Advertisment

যমুনা ধর্মরাজ মন্দির, মথুরা— সূর্যপুত্র ও সূর্যকন্যার স্মৃতি

উত্তর প্রদেশের মথুরার বিষ্ণু ঘাটে অবস্থিত এই প্রাচীন যমুনা ধর্মরাজ মন্দিরটি ভাই ও বোনের পবিত্র সম্পর্কের প্রতীক। যমরাজ এবং যমুনা দেবী — দুজনেই সূর্যদেবের সন্তান। জনশ্রুতি আছে, এই মন্দিরে ভাই ও বোন যদি একসঙ্গে যমুনা নদীতে স্নান করে পূজা দেন, তবে তাঁদের সম্পর্ক আরও গভীর হয় এবং তাঁরা দীর্ঘায়ুর আশীর্বাদ পান। ভাইফোঁটা এবং রাখি বন্ধনের সময় এই মন্দিরে হাজার হাজার মানুষ সমবেত হন।

আরও পড়ুন- ভাইফোঁটায় এই নিয়মগুলো মানছেন তো? মানলেই হতে পারেন লাভবান!

ভাইয়া-বাহিনী মন্দির, সিওয়ান — অটুট ভালোবাসার নিদর্শন

বিহারের সিওয়ান জেলার ভিখাবন্দ গ্রামে অবস্থিত ভাইয়া-বাহিনী মন্দির ভাই ও বোনের চিরন্তন সম্পর্কের প্রতি নিবেদিত। প্রায় ৫০০ বছরের পুরোনো এই মন্দিরে কোনও মূর্তি নেই — এখানে পূজিত হয় দুটি বিশাল বটগাছ, যাঁদের শিকড় একত্রে জড়িয়ে আছে। স্থানীয় বিশ্বাস অনুযায়ী, এক ভাই ও বোন এই স্থানে একসঙ্গে সমাধি নিয়েছিলেন। আর আজ সেই স্থানেই দাঁড়িয়ে আছে এই দুই বটগাছ। ভাইফোঁটার দিনে এখানে বোনেরা এসে তাঁদের ভাইদের মঙ্গল কামনা করেন এবং মাটির দীপ জ্বালান।

আরও পড়ুন- কেন ভাইকে ফোঁটাই দেওয়া হয়, বোন না থাকলে নেওয়া যায় কার থেকে?

এই দিনে বোনেরা ভাইকে তিলক দেওয়ার আগে এই দুই মন্দিরে শঙ্খ এবং সিঁদুর দিয়ে আরতি করেন। এরপর মিষ্টি খাইয়ে আশীর্বাদ দেন। ভাইও বোনকে উপহার দিয়ে তাঁর প্রতি ভালোবাসা প্রকাশ করেন। ধর্মীয়ভাবে মনে করা হয়, এই দিনে ভাই-বোন একসঙ্গে দেবতার দর্শন করলে সম্পর্ক আরও মজবুত হয় এবং জীবনে নেতিবাচক শক্তি দূর হয়। 

আরও পড়ুন- কেন বাঁ হাতের কড়ে আঙুলেই দেওয়া হয় ফোঁটা, কোথা থেকে এল এই উৎসব?

সমাজ যতই আধুনিক হোক না কেন, ভাইফোঁটা আজও ভারতীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এই উৎসব শুধু ধর্মীয় নয় — এক পারিবারিক বন্ধনের প্রতীক। যেখানে ভালোবাসা, যত্ন এবং বিশ্বাসের এক চিরন্তন বার্তা নিহিত আছে। তারপরও বহু জায়গায় ভাই-বোনের সম্পর্ক তলানিতে ঠেকেছে নানা কারণে। সেক্ষেত্রে সমস্যা দূর করার বড় মাধ্যম হিসেবে এই মন্দিরগুলো পরিচিত।

2025 Bhai Dooj