Bhai Phonta Tips: ভাইফোঁটায় এই নিয়মগুলো মানছেন কি, মানলে কী হবে জানেন?

Bhai Phonta Tips: ভাইফোঁটার দিন কী মানা উচিত, ফোঁটা দেওয়ার দিক, পোশাকের রং এবং রাশি অনুযায়ী বোনকে কী উপহার দেওয়া যায়, বিস্তারিত সব জেনে নিন এখানে।

Bhai Phonta Tips: ভাইফোঁটার দিন কী মানা উচিত, ফোঁটা দেওয়ার দিক, পোশাকের রং এবং রাশি অনুযায়ী বোনকে কী উপহার দেওয়া যায়, বিস্তারিত সব জেনে নিন এখানে।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Bhaiponta Tips: ভাইফোঁটায় এই নিয়মগুলো মানলেই বিরাট লাভ!

Bhaiponta Tips: ভাইফোঁটায় এই নিয়মগুলো মানলেই বিরাট লাভ!

Bhai Phonta 2025 Tips: ভাইফোঁটা বা ভাইদুজ এমন একটি দিন, যেদিন ভাই ও বোনের সম্পর্ককে নতুন করে পালন করা হয়। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে এই উৎসব পালিত হয়। বিশ্বাস করা হয়, বোনের ফোঁটা ভাইকে অশুভ শক্তি ও বিপদ থেকে রক্ষা করে। দেখে নিন কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ও ঐতিহ্য, যা মেনে চললে ভাইফোঁটার দিনটি আরও শুভ হয়ে ওঠে।

Advertisment

ফোঁটা দেওয়ার সময় যে নিয়মগুলি মানলে মেলে উপকার

১) কালো রঙের পোশাক পরা যাবে না

ভাই ও বোন উভয়েরই উচিত কালো রঙের জামাকাপড় এড়িয়ে চলা। কারণ, কালো রংকে অশুভ মনে করা হয়। এর বদলে হলুদ, লাল, বা সাদা রঙ বেছে নিন।

আরও পড়ুন- কেন ভাইকে ফোঁটাই দেওয়া হয়, বোন না থাকলে নেওয়া যায় কার থেকে?

২) দিক ঠিক রাখুন

ফোঁটা দেওয়ার সময় ভাইয়ের মুখ থাকবে উত্তর বা উত্তর-পশ্চিম দিকে, আর বোনের মুখ থাকবে পূর্ব বা উত্তর-পূর্ব দিকে। এই দিক শুভ বলে মনে করা হয়।

Advertisment

আরও পড়ুন- কেন বাঁ হাতের কড়ে আঙুলেই দেওয়া হয় ফোঁটা, কোথা থেকে এল এই উৎসব?

৩) ভাইকে সরাসরি মেঝেতে বসাবেন না

ফোঁটা দেওয়ার সময় ভাইকে সবসময় চৌকি বা আসনের ওপর বসান। এটি ঐতিহ্য ও শাস্ত্র অনুযায়ী শুভ।

আরও পড়ুন- ফোঁটায় পাতে রাখুন এই কাটলেট, মন ভরবে ভাইয়ের!

৪) আরতি ও মিষ্টিমুখ করান

ফোঁটা দেওয়ার পর প্রদীপ জ্বালিয়ে ভাইয়ের আরতি করুন, দীর্ঘায়ু কামনা করুন, মিষ্টিমুখ করান ও জল খাওয়ান। এতে ভাইয়ের মঙ্গল ও সমৃদ্ধি আসে বলে বিশ্বাস।

আরও পড়ুন- পঞ্জিকায় ভাইফোঁটা দেওয়ার শুভ সময় কখন? জানুন বিস্তারিত

রাশি অনুযায়ী ভাইফোঁটার উপহার

ভাইফোঁটার দিন শুধু ভাইয়ের জন্য নয়, বোনের জন্যও উপহার দেওয়ার প্রথা রয়েছে। নীচে দেখে নিন, ভাইফোঁটায় রাশি অনুযায়ী কী উপহার দেওয়া যায়!

 রাশি ভাইফোঁটার উপহার সাজেশন
মেষ (Aries)হলুদ রঙের পোশাক দিন
বৃষ (Taurus)সুন্দর পার্স উপহার দিন
মিথুন (Gemini)ইলেক্ট্রনিক গ্যাজেট দিন
কর্কট (Cancer)স্টাইলিশ ঘড়ি দিন
সিংহ (Leo)পারফিউম উপহার দিন
কন্যা (Virgo)চকোলেট বা সুইট বক্স দিন
তুলা (Libra)নতুন জুতো উপহার দিন
বৃশ্চিক (Scorpio)বোনের প্রয়োজন অনুযায়ী উপহার
ধনু (Sagittarius)কানের দুল দিন
মকর (Capricorn)ফুলের নকশা করা পোশাক দিন
কুম্ভ (Aquarius)উষ্ণ শীতের পোশাক দিন
মীন (Pisces)মেকআপ কিট দিন

এই উপহারগুলো শুধু আনন্দই নয়, রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ প্রভাবও বয়ে আনে। ফোঁটা দেওয়ার সময় পূজার থালায় চন্দন, দই ও কাজল দিয়ে ফোঁটা তৈরি করুন। থালায় ধান ও দূর্বা, প্রদীপ ও শঙ্খ, নারকেল ও মিষ্টি, প্রদীপ এবং ফুল রাখুন। এই সমস্ত উপকরণকে শুভ ও প্রতীকী বলে মনে করা হয়। থালা সাজান ফুলের পাপড়ি দিয়ে ছোট প্রদীপ ও শঙ্খ রাখুন সাজানোর জন্য। ভাইকে ফোঁটা দেওয়ার আগে আরতি গানের ব্যাকগ্রাউন্ড প্লে করতে পারেন। বোনেরা ঐতিহ্যবাহী শাড়ি পরুন, ভাইরা পঞ্জাবি পরলে উৎসবমুখরতা বাড়ে। 

Bhai Phonta 2025 tips