Beauty Care: প্রতিদিন চোখের নীচে লাগান টমেটো জুস, উপকারিতা শুনলে অবাক হয়ে যাবেন!

Tomato Juice: প্রতিদিন চোখের নীচে টমেটোর রস লাগালে হাজারো উপকারিতা পাওয়া যায়। এই কায়দায় স্বাস্থ্য এবং রূপচর্চার কথা অনেকেই জানেন না। আপনি জানলেও অবাক হয়ে যাবেন।

Tomato Juice: প্রতিদিন চোখের নীচে টমেটোর রস লাগালে হাজারো উপকারিতা পাওয়া যায়। এই কায়দায় স্বাস্থ্য এবং রূপচর্চার কথা অনেকেই জানেন না। আপনি জানলেও অবাক হয়ে যাবেন।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Beauty Care Home Remedy

Beauty Care Home Remedy: ঘরোয়া কায়দায় রূপচর্চা।

Beauty Care Home Remedy: আজকের দিনে ডার্ক সার্কেল বা চোখের নীচে কালো দাগ অনেকেরই সমস্যা। রাতে ঘুম কম হওয়া, মানসিক চাপ, কাজের চাপ, বয়স কিংবা জেনেটিক কারণে এই সমস্যা দেখা দেয়। যদিও এটি স্বাস্থ্যগতভাবে গুরুতর নয়। তবে সৌন্দর্যে প্রভাব ফেলে। এজন্য অনেকেই বাজারের ক্রিম বা কেমিক্যাল ট্রিটমেন্ট ব্যবহার করেন। 

বাজারের ক্রিমে পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা

Advertisment

সমস্যা হল, এতে পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার আশঙ্কা থাকে। তাই ঘরে বসেই প্রাকৃতিক উপায়ে ডার্ক সার্কেল দূর করার চেষ্টা শুরু হয়েছে। যা অনেক নিরাপদ এবং দীর্ঘস্থায়ী সমাধান। আর, এজন্যই ব্যবহার করতে পারেন টমেটোর রস। এটা খুবই কাজের। টমেটোতে প্রচুর পরিমাণে লাইকোপিন (Lycopene) থাকে। এটা একটি ভালো মানের অ্যান্টিঅক্সিডেন্ট। এতে ত্বকের রং উজ্জ্বল হয়। কালো দাগ দূর হয়। ত্বক সতেজ থাকে। পাশাপাশি, চোখের ফোলাভাবও কমে যায়।

আরও পড়ুন- দীর্ঘক্ষণ টয়লেটে বসে থাকেন? অল্প বয়সেই পড়তে পারেন ৫টি মারাত্মক রোগের খপ্পরে!

এবং

আরও পড়ুন- পায়ে কালো সুতো বাঁধা কি শুভ নাকি অশুভ? জানুন, এর ফলে কী হয়!

Advertisment

টমেটোর বদলে শসাও ব্যবহার করতে পারেন। এতে আছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। যাতে চোখের চারপাশে ঠান্ডা অনুভূতি পাবেন। চোখের ফোলাভাবও কমবে। এজন্য ঠান্ডা শসা গোল করে কেটে নিন। চোখের ওপরে ১০–১৫ মিনিট রাখুন। দিনে ২ বার এটা করলেই দুর্দান্ত ফল পাবেন। চোখের ফোলাভাব দূর করতে বরফেরও জুড়িমেলা ভার। একটি পরিষ্কার কাপড়ে বরফ মুড়ে নিন। ৫–১০ মিনিট হালকা ম্যাসাজ করুন। ত্বকের ক্লান্তি এবং চাপের দাগ কমে যাবে। 

আরও পড়ুন- 'বাড়িতেও এমন করেন?', জয়াকে কড়া কথা মুকেশের

এবং

আরও পড়ুন- নেতাজির বিমান দুর্ঘটনা! আদৌ এর কোনও সত্যতা আছে?

গ্রিন টি বা ব্ল্যাক টি ব্যাগে থাকা ট্যানিন আর ক্যাফেইনও ত্বকের প্রদাহ কমায় এবং রক্ত সঞ্চালন ভালো করে। টি ব্যাক গরম জলে ভিজিয়ে রেখে ঠান্ডা করুন। ফ্রিজ থেকে বের করে চোখের ওপর রাখুন। ১০–১৫ মিনিট রাখলে চোখের ক্লান্তি দূর হবে। বাদাম তেলে আছে ভিটামিন ই। যা কোষ পুনরুজ্জীবিত করতে পারে। রাতে ঘুমানোর আগে বাদাম তেল আলতো করে চোখের নীচে লাগান। সকালে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে চোখের চারপাশ নরম আর উজ্জ্বল হবে। 

আলুর প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে। আলুর রস তুলোতে ভিজিয়ে চোখের নীচে রাখুন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। প্রতিদিন এমনটা করলেই ফল পাবেন। ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেলও। অ্যালোভেরা জেল চোখের চারপাশের ত্বক হাইড্রেট করে এবং উজ্জ্বল রাখে। রাতে ঘুমানোর আগে অ্যালোভেরা জেল লাগান। সকালে চোখের নীচটা ধুয়ে ফেলুন। চোখের চারপাশের ত্বক খুবই সেনসিটিভ। তাই যত্ন নিতে হবে প্রাকৃতিক উপায়ে। প্রতিদিনের রুটিনে টমেটোর রস, শসা, আলু, বাদাম তেল বা অ্যালোভেরা ব্যবহার করলে ধীরে ধীরে ডার্ক সার্কেল এবং চোখের ফোলাভাব কমে যাবে। এগুলো কোনও কেমিক্যাল ছাড়াই ত্বককে নিরাপদ, উজ্জ্বল এবং সুস্থ রাখে। 

care BEAUTY