High Pressure: হাই প্রেশার, এখানে জানুন কী সতর্কতা নেবেন, না-হলে বাড়তে পারে বিপদ!

High Blood Pressure: উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার (High Blood Pressure) নীরবে শরীরের নানা অঙ্গের ক্ষতি করে। জেনে নিন শরীরে কী ঘটে, তা নিয়ন্ত্রণের উপায়ই বা কী।

High Blood Pressure: উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার (High Blood Pressure) নীরবে শরীরের নানা অঙ্গের ক্ষতি করে। জেনে নিন শরীরে কী ঘটে, তা নিয়ন্ত্রণের উপায়ই বা কী।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
High Blood Pressure

High Blood Pressure: উচ্চ রক্তচাপ।

High Blood Pressure: উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার একটি নীরব ঘাতক রোগ। প্রায়শই দেখা যায় যে এটি কোনও স্পষ্ট উপসর্গ ছাড়াই ধীরে ধীরে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে ক্ষতিগ্রস্ত করে। বিশেষজ্ঞদের মতে, নিয়ন্ত্রণ না করা হলে এটি হৃদরোগ, স্ট্রোক, কিডনি ফেইলিওর এবং দৃষ্টিশক্তি হারানোর মতো গুরুতর সমস্যা তৈরি করতে পারে।

ধমনীর ক্ষতি

Advertisment

যখন রক্তচাপ দীর্ঘদিন বেশি থাকে, তখন ধমনীর দেওয়ালে চাপ তৈরি হয়। এতে ক্ষুদ্র ফাটল দেখা দেয়, যেখানে চর্বি জমে প্লাক তৈরি করে। ধমনী সরু হয়ে গেলে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয় এবং হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়ে।

আরও পড়ুন- সকালে খালি পেটে দৌড়ন! জানেন আপনার শরীরে কী হচ্ছে?

মস্তিষ্ক ও স্ট্রোকের ঝুঁকি

উচ্চ রক্তচাপের কারণে মস্তিষ্কের রক্তনালী ফেটে যেতে পারে বা ব্লক হয়ে যেতে পারে। এর ফলেই স্ট্রোক হয়। দীর্ঘমেয়াদে এটি বোধশক্তি কমিয়ে দেয় এবং ডিমেনশিয়া তৈরি করতে পারে।

Advertisment

আরও পড়ুন- সত্যজিৎ রায়ের হাত ধরে জন্ম, আজও নন্দন বাঙালির সাংস্কৃতিক তীর্থক্ষেত্র

চোখের ক্ষতি

চোখের ক্ষুদ্র রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে দৃষ্টিশক্তি ঝাপসা হতে পারে। অনেক সময় রেটিনা ফুলে যায় বা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসা না করলে স্থায়ী অন্ধত্বও নেমে আসতে পারে।

আরও পড়ুন- কামড়ে মৃত্যুও হতে পারে! আশপাশে এই বোলতা দেখলেই সাবধান হোন

হৃদপিণ্ডের ক্ষতি

হৃদপিণ্ডকে অতিরিক্ত পরিশ্রম করতে হয় রক্ত পাম্প করার জন্য। এর ফলে হার্টের দেওয়াল পুরু হয় (Left Ventricular Hypertrophy), যা পরবর্তীতে হার্ট ফেইলিওরের কারণ হতে পারে।

আরও পড়ুন- সন্ধ্যায় টিফিনের জন্য কীভাবে বানাবেন দোকানের মত নিরামিষ মোচার চপ? জানুন বিস্তারিত

কিডনির ক্ষতি

কিডনি রক্ত ফিল্টার করে শরীরের টক্সিন বের করে দেয়। উচ্চ রক্তচাপের কারণে কিডনির রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে কিডনি ধীরে ধীরে কাজ হারাতে শুরু করে। দীর্ঘমেয়াদে এটি কিডনি ফেইলিওর ঘটাতে পারে। 

যৌন সমস্যার ঝুঁকি

পুরুষদের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন এবং মহিলাদের ক্ষেত্রে যৌন উত্তেজনা কমে যাওয়ার অন্যতম কারণ হল রক্ত প্রবাহ কমে যাওয়া। উচ্চ রক্তচাপ এই সমস্যাকে আরও জটিল করে তোলে।

কীভাবে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবেন?

লবণ কম খাওয়া, নিয়মিত ব্যায়াম, ধূমপান এবং মদ্যপান এড়ানো, মানসিক চাপ নিয়ন্ত্রণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দরকার। উচ্চ রক্তচাপ একটি নীরব শত্রু, যা ধীরে ধীরে শরীরের ভেতরে বড় ক্ষতি করে। তাই জীবনযাত্রায় পরিবর্তন আনুন, চিকিৎসকের পরামর্শ নিন এবং নিয়মিত রক্তচাপ পরীক্ষা করান।

High blood pressure