Vice president election result: উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন, জানেন কীভাবে জিতলেন?

Vice president election result: কীভাবে হল এই নির্বাচন? উপ-রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা, সুযোগ-সুবিধা, বেতন কাঠামোর মত যাবতীয় বিষয় জেনে নিন এক নজরে।

Vice president election result: কীভাবে হল এই নির্বাচন? উপ-রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা, সুযোগ-সুবিধা, বেতন কাঠামোর মত যাবতীয় বিষয় জেনে নিন এক নজরে।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhishek Banerjee

Vice president election result: উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Vice president election result: ভারতের রাজনৈতিক ক্যালেন্ডারে ২০২৫ সালের অন্যতম বড় ঘটনা হল উপরাষ্ট্রপতি নির্বাচন (Vice President Election 2025)। প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর হঠাৎই তাঁর মেয়াদ শেষ হওয়ার দুই বছর আগেই পদত্যাগ করায় এই নির্বাচন হল। এবার ক্ষমতাসীন এনডিএ জোট তাদের প্রার্থী করেছিল মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনকে। আর বিরোধী দলগুলো একজোট হয়ে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে প্রার্থী করেছিল। শেষ পর্যন্ত নির্বাচনে এনডিএ প্রার্থী জয়ী হয়েছেন। 

নির্বাচনী প্রক্রিয়া

Advertisment

ভারতের সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী, উপরাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদের উভয় কক্ষের সদস্যদের ভোটে। এই ভোট হয় একক স্থানান্তরযোগ্য ভোটের মাধ্যমে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থায় (Proportional Representation by Single Transferable Vote)।

আরও পড়ুন- ট্রাম্পের নতুন ছক! নয়া আইনে গ্রিন কার্ডধারীরাও নির্বাসনের মুখে?

Advertisment
  • ভোটাররা প্রথম, দ্বিতীয়, তৃতীয় পছন্দ হিসেবে প্রার্থীর নামের পাশে চিহ্ন দেন।

  • ব্যালট বৈধ হতে হলে অন্তত প্রথম পছন্দ চিহ্নিত করা বাধ্যতামূলক।

  • ভোট হয় গোপন ব্যালটের মাধ্যমে।

ইলেক্টোরাল কলেজ

আরও পড়ুন- আপনার বাড়ির কোথায় জলের ট্যাংক? ভুল জায়গায় বসালেই কিন্তু চরম সমস্যা!

উপরাষ্ট্রপতি নির্বাচনে যে সদস্যরা ভোট দিতে পারেন, তাঁরা হলেন—

  • রাজ্যসভার ২৩৩ জন নির্বাচিত সদস্য

  • রাজ্যসভার ১২ জন মনোনীত সদস্য

  • লোকসভার ৫৪৩ জন নির্বাচিত সদস্য
    মোট ভোটার সংখ্যা ৭৮৮ জন (বর্তমানে শূন্য আসন বাদে প্রায় ৭৮২ জন)।

প্রার্থী হওয়ার যোগ্যতা

সংবিধান অনুযায়ী উপ-রাষ্ট্রপতি হতে হলে—

আরও পড়ুন- জিএসটির নতুন হার নিয়ে সমস্যার আশঙ্কা খোদ CBIC প্রধানের?

  1. অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

  2. ন্যূনতম ৩৫ বছর বয়স হতে হবে।

  3. রাজ্যসভার সদস্য নির্বাচনের যোগ্য হতে হবে।

  4. কেন্দ্রীয় বা রাজ্য সরকারের অধীনে কোনও লাভজনক পদে থাকলে প্রার্থী হওয়া যাবে না।

উপরাষ্ট্রপতির সাংবিধানিক ভূমিকা

আরও পড়ুন- পরীক্ষার তারিখ ঘোষিত, সিটি স্লিপ ও অ্যাডমিট কার্ড কবে আসবে জানুন

  • সংবিধানের ৬৪ অনুচ্ছেদ অনুযায়ী, উপরাষ্ট্রপতি পদাধিকারবলে রাজ্যসভার চেয়ারম্যান হন।

  • ৬৫ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির মৃত্যু, পদত্যাগ বা অসুস্থতায় তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

  • কার্যত তিনি ভারতের সাংবিধানিক কাঠামোতে রাষ্ট্রপতির পরেই দ্বিতীয় সর্বোচ্চ পদে অধিষ্ঠিত।

কার্যকাল ও অপসারণ

  • উপ-রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছর।

  • তবে উত্তরসূরি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত পদে বহাল থাকেন।

  • অপসারণের ক্ষেত্রে রাজ্যসভায় মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাব গৃহীত হতে হবে এবং লোকসভায় অনুমোদিত হতে হবে।

সুযোগ-সুবিধা ও বেতন

২০১৮ সালে উপ-রাষ্ট্রপতির বেতন বাড়িয়ে মাসে ৪ লক্ষ টাকা করা হয়। রাষ্ট্রপতির বেতন ৫ লক্ষ টাকা। এছাড়া—

  • পেনশন: অবসর পরবর্তীতে বেতনের ৫০% পেনশন।

  • বাসভবন: কেন্দ্রীয় সরকার নির্ধারিত সরকারি বাসস্থানে বিনা ভাড়ায় থাকার সুবিধা।

  • ভ্রমণ: সরকারি খরচে যাতায়াত।

  • স্বাস্থ্যসেবা: বিনামূল্যে চিকিৎসার সুযোগ।

  • সচিবালয় সহায়তা: ব্যক্তিগত সচিব, সহকারি ও কর্মী পান উপরাষ্ট্রপতি।

নির্বাচন বিতর্কিত হলে

সংবিধানের ৭১ অনুচ্ছেদে বলা হয়েছে, উপরাষ্ট্রপতি নির্বাচনে কোনও বিরোধ বাধলে বিষয়টি সুপ্রিম কোর্টে যাবে এবং কোর্টের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

ভারতের উপরাষ্ট্রপতির পদ শুধু রাজ্যসভার চেয়ারম্যান হওয়াতেই সীমাবদ্ধ নয়, প্রয়োজনে তিনি রাষ্ট্রপতির কার্যভারও গ্রহণ করতে পারেন। তাই উপরাষ্ট্রপতি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের রাজনৈতিক ভারসাম্যের জন্য জরুরি।

Election Vice President