Water Tank Placement: আপনার বাড়ির কোথায় জলের ট্যাংক? ভুল জায়গায় বসালেই কিন্তু চরম সমস্যা!

Water Tank Placement: বাস্তুশাস্ত্র মতে বাড়ির ছাদে জলের ট্যাংক রাখার নির্দিষ্ট দিক আছে। ভুল জায়গায় বসালে বাড়িতে রোগ, অশান্তি এবং চরম আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। জানুন টিপস।

Water Tank Placement: বাস্তুশাস্ত্র মতে বাড়ির ছাদে জলের ট্যাংক রাখার নির্দিষ্ট দিক আছে। ভুল জায়গায় বসালে বাড়িতে রোগ, অশান্তি এবং চরম আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। জানুন টিপস।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Water Tank Placement

Water Tank Placement: বাড়ির জলের ট্যাংক কোথায় রাখবেন, দেখে নিন!

Water Tank Placement: ভারতীয় স্থাপত্যবিদ্যা বা বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, ঘরে রাখা প্রতিটি বস্তুই জীবনের ওপর প্রভাব ফেলে। বাড়ির প্রধান দরজা থেকে শুরু করে রান্নাঘরের অবস্থান—সবকিছুরই নির্দিষ্ট নিয়ম আছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, জলের ট্যাংকের অবস্থান। যা ভুল দিকে রাখলে ঘরে নানান সমস্যা দেখা দিতে পারে। আর সঠিক স্থানে রাখলে ঘরে শান্তি, সমৃদ্ধি আসে।

Advertisment

জল মানেই জীবনের উৎস। তাই বাড়ির ছাদে রাখা ট্যাংক শুধু জল সরবরাহের উৎসই নয়, বরং পরিবারের স্বাস্থ্য, অর্থ এবং সম্পর্কের ওপরও প্রভাব ফেলে। বাস্তুশাস্ত্র অনুসারে, উত্তর-পূর্ব দিক (ইশান কোণ): সবচেয়ে শুভ দিক। এখানে ট্যাংক রাখলে পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকে, অর্থনৈতিক উন্নতি হয় এবং ঘরে ইতিবাচক শক্তি প্রবাহিত হয়। পশ্চিম দিক: কিছু ক্ষেত্রে গ্রহণযোগ্য হলেও এটি উত্তর-পূর্বের মত শুভ নয়। তবে এখানে ট্যাংক রাখলে বড় কোনও বাস্তু দোষ হয় না।

আরও পড়ুন- ট্রাম্পের নতুন ছক! নয়া আইনে গ্রিন কার্ডধারীরাও নির্বাসনের মুখে?

এবং

আরও পড়ুন- জিএসটির নতুন হার নিয়ে সমস্যার আশঙ্কা খোদ CBIC প্রধানের?

যেদিকে ট্যাংক রাখা অনুচিত

Advertisment

আরও পড়ুন- মাত্র ১২ বছর বয়সে এইচএমভির রেকর্ড, বাঙালি ভোলেনি ফিরোজা বেগমকে!

এবং

আরও পড়ুন- ভারতের বিরল নিজস্ব পানীয়, নাম শুনেছেন নিরা-কাঞ্জিদের, খুব স্বাস্থ্যকর!

এই ব্যাপারে দক্ষিণ দিককে অশুভ বলে ধরা হয়। পরিবারের অগ্রগতি থেমে যায়। দক্ষিণ-পশ্চিম দিকে থাকলে কলহ, স্বাস্থ্য সমস্যা এবং আর্থিক ক্ষতি হতে পারে। দক্ষিণ-পূর্ব দিকে থাকলে মানসিক অস্থিরতা এবং রোগ বাড়তে পারে। মোদ্দা কথা, ভুল দিকে জলের ট্যাংক রাখলে পারিবারিক কলহ, আর্থিক ক্ষতি, স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে। কাজকর্মে বাধা আসতে পারে।

আরও পড়ুন- পরীক্ষার তারিখ ঘোষিত, সিটি স্লিপ ও অ্যাডমিট কার্ড কবে আসবে জানুন

এবং

আরও পড়ুন- ঘরেই রেস্টুরেন্টের মত স্টাইল আর স্বাদ চান? এই কায়দায় বানান চিলি চিকেন!

যদি বাড়ির ভুল দিকে ইতিমধ্যেই জলের ট্যাংক থাকে, তবে একজন অভিজ্ঞ বাস্তু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা জরুরি। এছাড়া বাস্তু দোষ নিবারণের জন্য বিশেষ প্রতিকার করাও প্রয়োজন। একথা বুঝতে হবে যে জলের ট্যাংক একটি সাধারণ জিনিস মনে হলেও, বাস্তুশাস্ত্রে এর প্রভাব বিরাট। তাই বাড়ি তৈরি বা সংস্কারের সময় সঠিক দিকে এই ট্যাংক বসানো উচিত।

water Tank