New Zealand Visa: এন্টারপ্রেনার ভিসা বন্ধ, বিজনেস ইনভেস্টরদের দরজা খুলল নিউজিল্যান্ড

New Zealand Visa: নিউজিল্যান্ড তাদের অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা করেছে। এই পরিবর্তনের ফলে নিউজিল্যান্ডে ব্যবসা এবং বিদেশি বিনিয়োগের ব্যবস্থা আরও সীমাবদ্ধ হল।

New Zealand Visa: নিউজিল্যান্ড তাদের অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা করেছে। এই পরিবর্তনের ফলে নিউজিল্যান্ডে ব্যবসা এবং বিদেশি বিনিয়োগের ব্যবস্থা আরও সীমাবদ্ধ হল।

author-image
IE Bangla Web Desk
New Update
New Zealand Visa

New Zealand Visa: নিউজিল্যান্ডের ভিসা পাওয়ার রাস্তা আরও কঠিন।

New Zealand Visa: নিউজিল্যান্ড তাদের অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা করেছে। জনপ্রিয় Entrepreneur Work Visa বন্ধ করে দেওয়া হয়েছে এবং এর পরিবর্তে চালু করা হয়েছে নতুন Business Investor Visa। অভিবাসন বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের ফলে নিউজিল্যান্ডে ব্যবসা এবং বিদেশি বিনিয়োগের সুযোগ আরও কাঠামোবদ্ধ হবে। 

বদলের তিন প্রধান কারণ

Advertisment

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, Entrepreneur Work Visa বন্ধ করার প্রধান তিনটি কারণ হল– ১) কম আবেদনপত্র জমা পড়া, ২) উচ্চ হারে আবেদন বাতিল হওয়া, ৩) প্রত্যাশিত অর্থনৈতিক প্রভাব ফেলতে ব্যর্থতা। যদিও অনেকেই এই ভিসার মাধ্যমে নিউজিল্যান্ডে ব্যবসা শুরু করতে আগ্রহী ছিলেন, বাস্তবে আবেদনকারীদের সংখ্যা ছিল অনেক কম। একইসঙ্গে বেশিরভাগ ব্যবসায়িক প্রকল্প দেশের অর্থনীতিতে বড় কোনও অবদান রাখতে পারেনি।

আরও পড়ুন- আমেরিকার F-1 ভিসার নিয়ম আরও কঠোর, মহা বিপাকে ভারতীয় পড়ুয়ারা!

Advertisment

আপনি যদি ইতিমধ্যেই Entrepreneur Work Visa-র জন্য আবেদন করে থাকেন, তবে চিন্তার কিছু নেই। নিউজিল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে যে পূর্বের নিয়ম অনুযায়ী সকল আবেদন বাছাই করা হবে। তবে আবেদন প্রত্যাহার করলে জমা দেওয়া ফি বা লেভি ফেরত দেওয়া হবে না। এই পরিস্থিতিতে যদি আপনার হাতে বর্তমানে বৈধ Entrepreneur Work Visa থাকে, তবে আপনি এখনও Entrepreneur Residence Visa-র জন্য আবেদন করতে পারবেন। এমনকী, প্রয়োজনে ভিসা নবায়নের সুযোগও থাকবে।

আরও পড়ুন- আমেরিকার ভিসা নিয়ে কড়াকড়ি! ভারতীয়দের জন্য দরজা খুলে দিল এই বিখ্যাত দেশ

নতুনভাবে চালু হওয়া Business Investor Work Visa ২০২৫ সালের নভেম্বর থেকে আবেদনকারীদের জন্য উন্মুক্ত হবে। এই ভিসার দুটি প্রধান ভাগ হল– ক) ৩ বছরের কর্ম থেকে বাসস্থান (Work-to-Residence)-এর পথ। এক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ থাকতে হবে ন্যূনতম ১ মিলিয়ন বা ১০ লক্ষ নিউজিল্যান্ড ডলার (NZD $)। এক্ষেত্রে শর্ত হল, একটি চালু ব্যবসায় বিনিয়োগ করতে হবে বা সেই ব্যবসার কমপক্ষে ২৫% শেয়ার অধিগ্রহণ করতে হবে। খ) ১২ মাসের দ্রুত-বাসস্থান (Fast Residence)-এর পথ। এক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ হতে হবে ন্যূনতম ২ মিলিয়ন বা ২০ লক্ষ নিউজিল্যান্ড ডলার (NZD $)। এক্ষেত্রেও শর্ত হল, চালু ব্যবসায় সরাসরি বিনিয়োগ করতে হবে। অথবা উল্লেখযোগ্য শেয়ার কিনে নিতে হবে। 

আরও পড়ুন- বাজারে যাই হোক, এআইয়ের বিরাট ভবিষ্যৎ, বোঝাল NVDA

২০২৫ সালের এপ্রিল থেকে নিউজিল্যান্ড তাদের অ্যাকটিভ ইনভেস্টর প্লাস ভিসা (Active Investor Plus Visa) সরলীকৃত করেছে। আগের জটিল পয়েন্ট ভিত্তিক ব্যবস্থা বাদ দিয়ে দুটি নতুন বিভাগ চালু করা হয়েছে– যার মধ্যে একটি হল গ্রোথ বা বৃদ্ধি। অপরটি হল ব্যালান্স বা ভারসাম্য। এর মধ্যে গ্রোথে বেশি বিনিয়োগের ঝুঁকি রয়েছে। এক্ষেত্রে স্থানীয় ব্যবসায় সরাসরি বিনিয়োগ করতে হবে। ন্যূনতম তিন বছরের জন্য ৫ মিলিয়ন নিউজিল্যান্ড ডলার বিনিয়োগ করতে হবে। আর, ভারসাম্য বিভাগে তুলনামূলক কম ঝুঁকির বিনিয়োগের সুযোগ আছে। এক্ষেত্রে ৫ বছরের জন্য ১০ মিলিয়ন নিউজিল্যান্ড ডলার বিনিয়োগ করতে হবে।

আরও পড়ুন- সেপ্টেম্বরে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাংক, কোন দিনগুলোয়? দেখুন বিস্তারিত তালিকা

এর অর্থ হল, নিউজিল্যান্ড বর্তমানে বিদেশি বিনিয়োগকারীদের মোট চারটি প্রধান ভিসা দিচ্ছে। এগুলো হল- ১) Business Investor Visa – যেখানে বিনিয়োগকারীদের ১ থেকে ২ মিলিয়ন স্থানীয় ডলার (NZD $1m বা $2m) বিনিয়োগ করতে হচ্ছে। ২) Active Investor Plus (Growth) – যেখানে ৫ মিলিয়ন ডলার (NZD $5m) বিনিয়োগ করতে হচ্ছে। ৩) Active Investor Plus (Balanced) – যেখানে ১০ মিলিয়ন ডলার (NZD $10m) বিনিয়োগ করতে হবে। এছাড়া রয়েছে, ৪) Entrepreneur Residence Visa (বর্তমানে যাঁদের ভিসা আছে, তাঁদের জন্য)। 

Visa New Zealand