RBI Monetary Policy: রাখির আগে বিরাট উপহার, সস্তা হচ্ছে বাড়ি-গাড়ির ইএমআই! কী এমন সিদ্ধান্ত RBI-এর?

Repo Rate: রিজার্ভ ব্যাংকের MPC বৈঠকে বিরাট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কীভাবে এই সিদ্ধান্ত প্রভাব ফেলবে EMI, GDP আর মার্কিন বাণিজ্য পরিস্থিতির ওপর, জেনে নিন বিস্তারিত।

Repo Rate: রিজার্ভ ব্যাংকের MPC বৈঠকে বিরাট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কীভাবে এই সিদ্ধান্ত প্রভাব ফেলবে EMI, GDP আর মার্কিন বাণিজ্য পরিস্থিতির ওপর, জেনে নিন বিস্তারিত।

author-image
IE Bangla Web Desk
New Update
RBI

RBI Monetary Policy: রিজার্ভ ব্যাংকের আর্থিক নীতি সম্পর্কে জানাচ্ছেন গভর্নর সঞ্জয় মালহোত্রা।

Repo Rate RBI: রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাংক। বুধবার রিজার্ভ ব্যাংকের এমপিসি (Monetary Policy Committee)-র বৈঠকের পর গভর্নর সঞ্জয় মালহোত্রা রেট অপরিবর্তিত রাখার কথা জানিয়েছেন। রেট থাকল ৫.৫০%। গত তিনটি সভায় রিজার্ভ ব্যাংকের রেপো রেট পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছিল। আর, তাতেই রেট কমে হয়েছে ৫.৫০%। এবার রিজার্ভ ব্যাংক রেট অপরিবর্তিত রাখার কথা ঘোষণা করায় ঋণের ইএমআইয়ের ওপর কোনও প্রভাব পড়বে না। জনসাধারণের ওপর আর্থিক বোঝা বাড়বে না।

ভারত আর্থিক ভাবে শক্তিশালী

Advertisment

এমপিসি সভার পর আরবিআই গভর্নর জানান, ভারতের আর্থিক বৃদ্ধি অব্যাহত থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে শুল্ক নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিশ্ব বাণিজ্যের প্রেক্ষিতে সেই অনিশ্চয়তাকে কার্যত উড়িয়ে দিয়ে আরবিআই গভর্নর জানান, তাঁরা ইতিমধ্যে এই বৃদ্ধি অব্যাহত রাখার জন্য উপযুক্ত পদক্ষেপ নিয়েছেন। এই শুল্কের ব্যাপারে চিত্র স্পষ্ট না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক যে তাড়াহুড়ো করতে নারাজ, তা-ও স্পষ্ট করে দিয়েছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর। 

আরও পড়ুন-  বর্ষার দুপুরে খান গরম গরম ডিম ভুনা খিচুড়ি! ঘরে বসেই বানান সুস্বাদু স্পেশাল খাবার

এবং

Advertisment

আরও পড়ুন- রাখী বন্ধনে নিজের হাতে বানান নারকেলের লাড্ডু, মিষ্টিমুখ করান ভাইকে!

ঋণের ওপর রেপো রেটের প্রভাব

এখন প্রশ্ন হল, রেপো রেট কী ঋণের ইএমআই (EMI)-কে সরাসরি প্রভাবিত করছে? এটা বুঝতে হলে রেপো রেট কী, তা জানা প্রয়োজন। রেপো রেট হল সেই সুদের হার, যে হারে আরবিআই (RBI) দেশের সমস্ত ব্যাংককে ঋণ দেয়। আর, এর ওঠানামা সরাসরি ঋণ গ্রহণকারী গ্রাহকদের ওপর প্রভাব ফেলে। যখন রিজার্ভ ব্যাংক এই রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেয়, তখন ব্যাংকগুলো সস্তায় ঋণ পায় আর, সুদের হার কমিয়ে হোম লোন, অটো লোন এবং ব্যক্তিগত ঋণ গ্রহণকারী গ্রাহকদের সুবিধা করে দেয়। 

আরও পড়ুন- চুল পাকা ও পড়া আটকাতে ব্যবহার করুন এই হেয়ার সিরাম, বানান বাড়িতেই!

এবং

আরও পড়ুন- এই প্রোটিন ব্লক করলে বাড়তে পারে আয়ু, জানুন নতুন গবেষণার ফলাফল

জিডিপি

রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, কেন তাঁরা রেপো রেট পরিবর্তন না করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি দেশের জিডিপির বৃদ্ধি সম্পর্কেও জানিয়েছেন। সঞ্জয় মালহোত্রা জানান, কেন্দ্রীয় ব্যাংক ভারতীয় অর্থনীতির ওপর আস্থা প্রকাশ করে ২০২৬ অর্থবর্ষে বৃদ্ধির হার ৬.৫ শতাংশে স্থিতিশীল রেখেছে। ত্রৈমাসিক ভিত্তিতে এই বৃদ্ধির হার প্রথম ত্রৈমাসিকে ৬.৫%, দ্বিতীয় ত্রৈমাসিকে ৬.৭%, তৃতীয় ত্রৈমাসিকে ৬.৬% আর চতুর্থ ত্রৈমাসিকে ৬.৩% ধার্য করা হয়েছে। পাশাপাশি, পরবর্তী আর্থিক বছরে প্রকৃত জিডিপির বৃদ্ধি ৬.৬% ধার্য করেছে আরবিআই।    

RBI Repo Rate