Tata Steel net profit: টাটা স্টিলের নিট মুনাফা দ্বিগুণের বেশি বেড়ে ২,০০৭ কোটি, ব্রিটেনে লোকসান কমে ভারতে বেড়েছে লাভ

Tata Steel net profit: ২০২৫ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে টাটা স্টিলের নিট মুনাফা দ্বিগুণের বেশি বেড়ে দাঁড়িয়েছে ২,০০৭ কোটি টাকা। ভারতে উৎপাদন ও ইবিআইটিডিএ (মূল আয়) বেড়েছে, ব্রিটেনেও লোকসান অনেকটাই কমেছে।

Tata Steel net profit: ২০২৫ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে টাটা স্টিলের নিট মুনাফা দ্বিগুণের বেশি বেড়ে দাঁড়িয়েছে ২,০০৭ কোটি টাকা। ভারতে উৎপাদন ও ইবিআইটিডিএ (মূল আয়) বেড়েছে, ব্রিটেনেও লোকসান অনেকটাই কমেছে।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Tata Steel net profit

Tata Steel net profit: নিট মুনাফা বাড়ল টাটা স্টিলের।

Tata Steel net profit: প্রথম ত্রৈমাসিকে টাটা স্টিলের নিট মুনাফা দ্বিগুণেরও বেশি বেড়ে ২,০০৭ কোটি টাকায় পৌঁছল। ব্রিটেনের ব্যবসায় লোকসান কমে যাওয়া এবং ভারতে সংস্থার লাভ বৃদ্ধির ফলে এই সাফল্য পেয়েছে সংস্থাটি। ২০২৫ সালের জুনেই শেষ হয়েছে চলতি আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিক। সেখানেই টাটা স্টিলের নিট মুনাফা ২০০৭.৩ কোটি টাকায় পৌঁছেছে। যা গত বছরের একই সময়ের নিট মুনাফার দ্বিগুণেরও বেশি। দ্য ইকোনমিক টাইমসের মতে, টাটা স্টিলের এই নিট মুনাফার পরিমাণ তাদের প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে। 

Advertisment

আরও পড়ুন- ইউনেস্কোর সর্বাধিক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে কোন ১০ দেশে? ভারত আছে কত নম্বরে?

কী বললেন টাটা স্টিলের কর্তা?

Advertisment

আরও পড়ুন- মাত্র ২০ মিনিটে তৈরি করুন সুস্বাদু কুইনোয়া পোলাও, পেট ভরবে, বাড়বে স্বাস্থ্যও

তবে, ত্রৈমাসিক নিট মুনাফায় লাভ করলেও কোম্পানির মোট আয় বছরে ২.৯ শতাংশ কমে ৫৩,১৭৮ কোটি টাকা হয়েছে। মোট পণ্য বিক্রির পরিমাণ ৩.৬ শতাংশ কমে ৭.১২ মিলিয়ন টনে দাঁড়িয়েছে। তার মধ্যে ভারতে ইস্পাত বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৪.৭৫ মিলিয়ন টন। যা একবছর আগে বিক্রি হওয়া ৪.৯৪ মিলিয়ন টন ইস্পাতের চেয়ে কম। এই ব্যাপারে টাটা স্টিলের আর্থিক কর্তা কৌশিক চ্যাটার্জি বলেন, 'জামশেদপুরের জি ব্লাস্ট ফার্নেস রিলাইনিংয়ের কাজ শেষ হওয়ার পথে রয়েছে। কলিঙ্গনগরের কাজও প্রায় শেষের পথে। এর ফলে পরবর্তী ত্রৈমাসিকে ভারতে টাটা স্টিলের উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।'

আরও পড়ুন- সাপ সম্পর্কে ৮টি অবাক করা তথ্য! যা জানলে চমকে যাবেন আপনিও!

টাটা স্টিলের ব্রিটেনের ব্যবসা থেকে রাজস্ব গত বছরের একই ত্রৈমাসিকে ছিল ৬,৮১০ কোটি টাকা। সেটা কমে চলতি ত্রৈমাসিকে হয়েছে ৬,০৯৬ কোটি টাকা। তবে ইবিআইটিডিএ (EBITDA) স্তরের লোকসান ৯৫৫ কোটি টাকা থেকে কমে হয়েছে ৪৬৮ কোটি টাকা। কিন্তু, নেদারল্যান্ডসে আবার এই ইবিআইটিডিএ বেড়েছে। গতবছর একই ত্রৈমাসিকে ছিল ৪৫৩ কোটি টাকা। সেটাই বেড়ে হয়েছে ৬১২ কোটি টাকা। এক্ষেত্রে প্রতি টন ৩,০৭৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৪,০৮০ টাকা। 

আরও পড়ুন- মাত্র ১৫ মিনিটে বানিয়ে ফেলুন পুদিনার চাটনি, একবার খেলে বারবার চাইবেন!

গ্রুপ পর্যায়ে বার্ষিক ভিত্তিতে ইবিআইটিডিএ ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭,৪৮০ কোটি টাকায়। যার অপারেটিং মার্জিন ১৪ শতাংশ। প্রতি টন ইবিআইটিডিএ ৯,৪০৭ টাকা থেকে বেড়ে ১০,৪৭০ টাকা হয়েছে। ভারতে প্রতিটন ইবিআইটিডিএ ১৪,২৩৬ টাকা থেকে বেড়ে হয়েছে ১৫,৭৬০ টাকা। এই বৃদ্ধির মার্জিন দাঁড়িয়েছে ২৪ শতাংশ। এব্যাপারে কৌশিক চ্যাটার্জি জানিয়েছেন, সব মিলিয়ে কোম্পানি ত্রৈমাসিকে ৩,৮২৯ কোটি টাকার মূলধন ব্যয় করেছে। জুনের শেষে এর নিট ঋণ দাঁড়িয়েছে ৮৪,৮৩৫ কোটি টাকা। যা মার্চের শেষে ছিল ৮২,৫৭৯ কোটি টাকা।  

tata NET Steel profit