/indian-express-bangla/media/media_files/2025/07/26/top-10-iq-2025-07-26-16-06-46.jpg)
Top 10 IQ: ইয়ংহুন কিমের আইকিউ স্কোর ২৭৬।
Top 10 IQ: প্রযুক্তি, বিজ্ঞান কিংবা গণিত—সব জায়গাতেই যাঁরা তাঁদের অসামান্য বুদ্ধিমত্তা দিয়ে পৃথিবীকে চমকে দিয়েছেন, আজ তাঁদের নিয়েই এই প্রতিবেদন। গড় আইকিউ যেখানে ১০০, সেখানে এই মানুষগুলো তাঁদের মেধা দিয়ে শুধু একে ছাপিয়ে গেছেন, তা-ই নয়, মানব সভ্যতার ইতিহাসে অনন্য উচ্চতায় পৌঁছেছেন।
আইকিউ কী এবং কেন তা গুরুত্বপূর্ণ?
আইকিউ বা বুদ্ধিমত্তা সূচক (Intelligence Quotient) একটি মানদণ্ড যা মানুষের জ্ঞানের দক্ষতা পরিমাপে ব্যবহৃত হয়। ফরাসি মনোবিজ্ঞানী আলফ্রেড বিনেট ১৯০০ এর দশকে প্রথম এই স্কেল তৈরি করেন। সাধারণত ১৩০ এর ওপরে আইকিউ স্কোর থাকলে, সেটা ব্যতিক্রমী বুদ্ধিমত্তার প্রতীক। আর ৭০ এর নীচে স্কোর থাকলে সেটা মানসিক সীমাবদ্ধতার দিক নির্দেশ করে।
আরও পড়ুন- সাবধান! বর্ষাকালে এই ৭ সাপ কিন্তু খুব ঘরে ঢুকে যায়! সতর্ক না হলেই বিপদ
এবং
আরও পড়ুন- শ্রাবণ উপবাসে স্পাইসি টুইস্ট! এভাবেই মজাদার মাখনা ভেল বানান বাড়িতে
২০২৫ সালের সর্বোচ্চ আইকিউ স্কোরধারী শীর্ষ ১০ জন
ইয়ংহুন কিম (IQ: 276)
দক্ষিণ কোরিয়ার এই বিস্ময় প্রতিভা বর্তমানে বিশ্বের সর্বোচ্চ আইকিউ স্কোরের অধিকারী। মনোবিজ্ঞান, নিউরোসায়েন্স এবং ভাষাতত্ত্বে তাঁর অবদান অভাবনীয়।টেরেন্স টাও (IQ: 230)
অস্ট্রেলিয়ান গণিতবিদ টাও ২০ বছর বয়সে পিএইচডি, ২৪ বছর বয়সে UCLA-তে অধ্যাপক! ফিল্ডস পদকপ্রাপ্ত এই প্রতিভা সংখ্যাতত্ত্ব ও বিশ্লেষণে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছেন।মেরিলিন ভোস সাভান্ত (IQ: 228)
প্যারেড ম্যাগাজিনে তাঁর “Ask Marilyn” কলামে যুক্তি ও দর্শনভিত্তিক প্রশ্নের জবাব দিয়ে খ্যাতি অর্জন করেন। তিনি গিনেস বুকের অন্তর্ভুক্ত একমাত্র নারী যাঁর আইকিউ এতটা বেশি।ক্রিস্টোফার হিরাটা (IQ: 225)
১৩ বছর বয়সেই নাসার সঙ্গে কাজ শুরু করেন। ডার্ক ম্যাটার ও মহাবিশ্বের গঠন নিয়ে তাঁর গবেষণা আজকের বিশ্বতত্ত্বে অমূল্য।শো ইয়ানো (IQ: 200)
মাত্র ২১ বছর বয়সে ডাক্তার এবং তাঁর গবেষণা জেনেটিক্সে নতুন দিগন্ত খুলেছে।ইভানজেলোস ক্যাটসিউলিস (IQ: 198)
গ্রিক মনোরোগ বিশেষজ্ঞ, যিনি শিক্ষাগত গবেষণায় অগ্রণী ভূমিকা রেখেছেন।ক্রিস্টোফার হার্ডিং (IQ: 197)
গিনেস বুক এক সময় তাঁকে 'World’s Smartest Man' বলে আখ্যা দিয়েছে। তিনি ISPE-এর প্রতিষ্ঠাতা।ক্রিস্টোফার ল্যাঙ্গান (IQ: 195)
স্ব-শিক্ষিত বুদ্ধিজীবী, যিনি 'CTMU' নামে মহাবিশ্বের একটি দার্শনিক মডেলের প্রস্তাব দিয়েছেন।রিক রোজনার (IQ: 192)
একজন গেম শো লেখক ও বহুমুখী প্রতিভাধর, যিনি তাঁর জীবন ও বুদ্ধিমত্তার উদাহরণ রেখে বিস্ময় তৈরি করেছেন।গ্যারি কাসপারভ (IQ: 190)
বিশ্বখ্যাত দাবা গ্র্যান্ডমাস্টার, যিনি দাবার ইতিহাসে সবচেয়ে বুদ্ধিমান খেলোয়াড়দের একজন বলে বিবেচিত।
সর্বোচ্চ আইকিউয়ের সেরা ১০ ব্যক্তি
মর্যাদাক্রম | নাম | আইকিউ স্কোর | জাতীয়তা | দক্ষতার ক্ষেত্র (গুলি) |
১। | ইয়ংহুন কিম | ২৭৬ | দক্ষিণ কোরিয়া | মনোবিজ্ঞান, স্নায়ুবিজ্ঞান, ভাষাতত্ত্ব |
২। | টেরেন্স টাও | ২৩০ | অস্ট্রেলিয়ান-আমেরিকান | গণিত |
৩। | মেরিলিন ভস সাভান্ত | ২২৮ | আমেরিকান | লেখকত্ব, যুক্তিবিদ্যা, দর্শন |
৪। | ক্রিস্টোফার হিরাতা | ২২৫ | জাপানি-আমেরিকান | জ্যোতির্পদার্থবিদ্যা |
৫। | ইভানজেলোস কাটসিউলিস | ২০০ | আমেরিকান | ঔষধ, জেনেটিক্স |
৬। | ক্রিস্টোফার হার্ডিং | ১৯৮ | গ্রীক | মনোরোগবিদ্যা, দর্শন |
৭। | শো ইয়ানো | ১৯৭ | অস্ট্রেলিয়ান | দর্শন |
৮। | ক্রিস্টোফার ল্যাঙ্গান | ১৯৫ | আমেরিকান | জ্ঞানীয় বিজ্ঞান, দর্শন |
৯। | রিক রোজনার | ১৯২ | আমেরিকান | টেলিভিশন, লেখালেখি |
১০। | গ্যারি কাসপারভ | ১৯০ | রুশ | দাবা, রাজনীতি |
সূত্র: গিগা সোসাইটি রিপোর্ট ২০২৫
কেন এই তালিকা গুরুত্বপূর্ণ?
এই ব্যক্তিরা শুধুমাত্র আইকিউ স্কোরেই নয়, তাঁদের গবেষণা, চিন্তা ও উদ্ভাবনী ক্ষমতার মাধ্যমে বিশ্বকে এক নতুনভাবে পথ দেখিয়েছেন। গিগা সোসাইটির মত সংস্থা এই প্রতিভাধরদের স্বীকৃতি দিয়ে সমাজে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
আরও পড়ুন- ছদ্মবেশের মাস্টার! এই ১০ প্রাণী, প্রকৃতিতে লুকিয়ে থাকতে ওস্তাদ
এবং
আরও পড়ুন- ব্যাগের জন্যই কি আপনার কাঁধ বিপদে? জানুন বিশেষজ্ঞদের পরামর্শ
আইকিউ স্কোর একমাত্র মাপকাঠি না হলেও, এই তালিকায় থাকা ব্যক্তিরা তাঁদের অবিশ্বাস্য বুদ্ধিমত্তা ও কঠোর পরিশ্রম দিয়ে প্রমাণ করেছেন যে মানব মেধা সীমাহীন। তাঁরা কেবল প্রতিভাবান নন, বরং অনুপ্রেরণার উৎস।