Masters of Camouflage: ছদ্মবেশের মাস্টার! লুকিয়ে থাকতে ওস্তাদ এই ১০ প্রাণী

Masters of Camouflage: ছদ্মবেশে লুকিয়ে থাকার বিস্ময়কর ক্ষমতা রয়েছে এই ১০ প্রাণীর। এদের কেউ গাছ, কেউ পাথর, কেউ ফুলের মত সেজে প্রকৃতিতে লুকিয়ে থাকে!

Masters of Camouflage: ছদ্মবেশে লুকিয়ে থাকার বিস্ময়কর ক্ষমতা রয়েছে এই ১০ প্রাণীর। এদের কেউ গাছ, কেউ পাথর, কেউ ফুলের মত সেজে প্রকৃতিতে লুকিয়ে থাকে!

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Masters of Camouflage

Masters of Camouflage: এই সব প্রাণীরা প্রকৃতিতে লুকিয়ে থাকায় পটু।

Masters of Camouflage: প্রকৃতিতে বেঁচে থাকার জন্য প্রতিটি প্রাণীর আলাদা কৌশল আছে। কেউ দৌড়ে পালায়, কেউ বিষ ব্যবহার করে, আবার কেউ নিজেকে পুরোপুরি অদৃশ্য করে ফেলে। আজ আমরা জানব এমন ১০টি প্রাণীর কথা, যারা ছদ্মবেশের মাধ্যমে তাদের চারপাশের পরিবেশে একেবারে মিশে যায়, যেন তারা সেখানে নেইই।

১. কাটলফিশ

Advertisment

এই সামুদ্রিক প্রাণীটির ছদ্মবেশ ধারণের ক্ষমতা অবিশ্বাস্য। তারা মুহূর্তের মধ্যে ত্বকের রং ও টেক্সচার বদলাতে পারে। শিকারী বা শিকারের কাছাকাছি যেতে এর জুড়ি নেই। বিজ্ঞানীরাও এখনও পুরোপুরি বুঝে উঠতে পারেনি এই জটিল কৌশলের রহস্য।

আরও পড়ুন- সাবধান! বর্ষাকালে এই ৭ সাপ কিন্তু খুব ঘরে ঢুকে যায়! সতর্ক না হলেই বিপদ

২. নকল অক্টোপাস

Advertisment

এই অক্টোপাসটি শুধুমাত্র নিজের রং পরিবর্তনই করে না, এটি চলাফেরা, ভঙ্গিমা ও আকৃতি বদলেও অন্যান্য বিপজ্জনক প্রাণীর মতই। এটি লায়নফিশ, সামুদ্রিক সাপ বা ফ্ল্যাটফিশের মত সেজে শিকারীদের বিভ্রান্ত করে।

আরও পড়ুন- ব্যাগের জন্যই কি আপনার কাঁধ বিপদে? জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

৩. স্টোনফিশ

সমুদ্রের পাথরের মধ্যে থাকা এই মাছটি দেখতে হুবহু পাথরের মত। এটি সমুদ্রের সবচেয়ে বিষাক্ত মাছগুলির একটি। অসতর্ক কেউ হেঁটে গেলে মারাত্মক আঘাত পেতে পারে।

আরও পড়ুন- লাল না হলুদ কলা, জানেন কোনটা স্বাস্থ্যের জন্য বেশি ভালো?

৪. পাতা-লেজযুক্ত গেকো

মাদাগাস্কারের এই গেকো পাতার মতো দেখতে। তার শরীর ও লেজ এমন রঙিন ও আকৃতিসম্পন্ন যে তা মরা পাতার সাথে পুরোপুরি মিশে যায়।

আরও পড়ুন- এই কায়দায় রাঁধুন সুস্বাদু তরকা, রুটি থেকে ভাতের সঙ্গে জমবে দারুণ!

৫. পিগমি সামুদ্রিক ঘোড়া

নখের আকারের এই সামুদ্রিক ঘোড়াটি প্রবালের সঙ্গে এমনভাবে মিশে যায় যে তা চোখে পড়া কঠিন। প্রবালের গঠন ও রঙের জন্য একে আলাদা করে চেনাই যায় না।

৬. লাঠি পোকা

এই পোকামাকড়গুলি দেখতে একেবারে ডালের মত। বাতাসে দুলে তারা বোঝানোর চেষ্টা করে যে কোনও গাছের অংশ।

৭. পাহাড়ি খরগোশ

ঋতু অনুযায়ী রং পরিবর্তন করে পাহাড়ি খরগোশ। শীতকালে সাদা হয়ে বরফে মিশে যায়, গ্রীষ্মে বাদামী হয়ে মাটিতে মিলিয়ে যায়।

৮. অর্কিড ম্যান্টিস

দেখতে যেন একটিই ফুল—একটি অর্কিড। কিন্তু এটি একটি মারাত্মক শিকারী। এর সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকে ভয়ংকর ফাঁদ।

৯. ডেকোরেটর কাঁকড়া

নিজেকে পরিবেশের সঙ্গে মিলিয়ে রাখতে এই কাঁকড়া নিজের গায়ে বিভিন্ন বস্তু আটকে রাখে—শৈবাল, স্পঞ্জ বা খোলস। কেউ কেউ বিষাক্ত বস্তুও আটকে রাখে।

১০. সাধারণ পোটু

এটি একটি পাখি। দিনের বেলায় দেখলে মনে হবে গাছের শুকনো ডাল। এর পালক, বসার ধরন ও স্থির থাকা পাখিটিকে সকলের চোখের সামনেই একেবারে অদৃশ্য করে তোলে।

এই প্রাণীগুলোর ছদ্মবেশ শুধু কোনও প্রতিরক্ষামূলক কৌশল নয়, বরং এগুলো হল প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। যা আমাদের শেখায় যে, বেঁচে থাকার জন্য চতুরতা অনেক সময় শক্তির চেয়েও বেশি কার্যকরী হতে পারে।

Camouflage Master