Monsoon Snakes India: বর্ষাকাল এলেই শুরু হয় সাপের উৎপাত। ভারী বৃষ্টিপাতের ফলে সাপদের আশ্রয়স্থল প্লাবিত হয়ে পড়ে, আর তখনই তারা খোঁজে শুকনো জায়গা—আর মানুষের বাড়িতে ঢুকে পড়ে। ফলে এই সময়ে মানুুষের সাপের মুখোমুখি হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়।
আমরা কথা বলেছি ইন্ডিয়ান পেস্ট কন্ট্রোল কোম্পানির সাপ বিশেষজ্ঞ দীপক শর্মা-র সঙ্গে। তিনি জানিয়েছেন বর্ষায় ভারতের কোন ৭টি সাপের দেখা বেশি মেলে এবং কীভাবে আপনি সতর্ক থাকতে পারেন।
আরও পড়ুন- ব্যাগের জন্যই আপনার কাঁধ বিপদে? বাঁচতে জানুন বিশেষজ্ঞদের পরামর্শ
১. ইন্ডিয়ান কোবরা
ভারতের সবচেয়ে পরিচিত সাপ। গলার ফণা এবং চোখ ধাঁধানো দৃষ্টিতে সহজেই চেনা যায়।
বিপদ: অত্যন্ত বিষাক্ত। কামড় দিলে দ্রুত চিকিৎসা না হলে শ্বাসযন্ত্র বন্ধ হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে।
কোথায় পাওয়া যায়: খামার, খোলা মাঠ, গ্রামের বসতি।
আরও পড়ুন- লাল না হলুদ কলা, সুস্বাস্থ্যের জন্য কোনটি বেশি উপকারী? জানুন বিশেষজ্ঞদের মতামত
২. কমন ক্রেইট
সবচেয়ে বিপজ্জনক সাপ বলে ধরা হয়।
বিপদ: এর কামড় ব্যথাহীন, ফলে বুঝতে দেরি হয়। বিষ দ্রুত নার্ভ সিস্টেমে ছড়িয়ে পক্ষাঘাত বা মৃত্যু ঘটাতে পারে।
কোথায় পাওয়া যায়: নিশাচর সাপ, ঘরের কোণায় বা বিছানার নীচে আশ্রয় নেয়।
আরও পড়ুন- এই কায়দায় রাঁধুন সুস্বাদু তরকা, রুটি থেকে ভাতের সঙ্গে জমবে দারুণ!
৩. রাসেলস ভাইপার
আকারে বড় এবং প্রচণ্ড হিংস্র হয়।
বিপদ: এর কামড়ে অভ্যন্তরীণ রক্তপাত ও কিডনির ক্ষতির সম্ভাবনা থাকে।
কোথায় পাওয়া যায়: ঝোপঝাড় বা ধানক্ষেতে।
আরও পড়ুন- চিকিৎসকের পরামর্শ, ২৬ কেজি ওজন কমালেন জাহ্নবীর বাবা বনি কাপুর!
৪. করাত-আঁশযুক্ত ভাইপার
ছোট আকারের হলেও অত্যন্ত বিপজ্জনক।
বিপদ: এর কামড় রক্তপাত ও টিস্যু ক্ষয় করে। কামড়ের পর যেখানে কামড়ায় সেখানে ব্যথা হয় এবং ফুলে যায়।
কোথায় পাওয়া যায়: খোলা জায়গা, শুকনো জমি।
৫. ইঁদুরখেকো সাপ (Rat Snake)
আকারে বড় হলেও একদমই বিষাক্ত নয়।
সুবিধা: ইঁদুর খেয়ে ফেলে বলে খামারের উপকারী সাপ।
কোথায় পাওয়া যায়: বাড়ির আশেপাশে, খামারবাড়ি।
৬. সবুজ লতা সাপ (Green Vine Snake)
উজ্জ্বল সবুজ রঙের, সরু দেহ।
বিপদ: হালকা বিষধর, মানুষের জন্য খুব একটা ক্ষতিকর নয়।
কোথায় পাওয়া যায়: গাছপালা, বাগান।
৭. চেকার্ড কিলব্যাক বা জলঢোঁড়া
জলাশয়ের কাছে পাওয়া যায়।
বিপদ: অ-বিষাক্ত, harmless।
কোথায় পাওয়া যায়: পুকুর, হ্রদ, জলমগ্ন মাঠ।
সবচেয়ে বিপজ্জনক কোনটি?
কমন ক্রেইট—কারণ এর কামড় ব্যথাহীন, তাই অনেক সময় মানুষ বুঝতেই পারে না। কিন্তু বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে। দীপক শর্মার মতে, ভারতে সাপের কামড়ে যত মৃত্যু হয়, তার বড় অংশ এই সাপের কারণেই ঘটে।
কীভাবে সাবধানে থাকবেন বর্ষায়:
খালি পায়ে হাঁটবেন না, রাতে চলাফেরার সময় টর্চ ব্যবহার করুন, গর্ত বা কাঠের স্তূপে আগে পরীক্ষা না করে হাত দেবেন না, ঘর পরিষ্কার ও ইঁদুরমুক্ত রাখুন, সাপ কামড়ালে সঙ্গে সঙ্গে হাসপাতালে যান, ঘরোয়া প্রতিকার বা বিষ চুষে বের করার চেষ্টা করবেন না