Top 10 Largest Armies: বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনীগুলো, ২০২৫-এ ভারত আছে কততম স্থানে?

Largest Armies: ২০২৫ সালে কোন দেশের সেনাবাহিনী সবচেয়ে বড়? চিন, ভারত, আমেরিকা, রাশিয়ার সামরিক শক্তির তুলনামূলক বিশ্লেষণ দেখে নিন নিজের চোখেই।

Largest Armies: ২০২৫ সালে কোন দেশের সেনাবাহিনী সবচেয়ে বড়? চিন, ভারত, আমেরিকা, রাশিয়ার সামরিক শক্তির তুলনামূলক বিশ্লেষণ দেখে নিন নিজের চোখেই।

author-image
IE Bangla Web Desk
New Update
Largest Force: বৃহত্তম সেনাবাহিনী।

Largest Force: বৃহত্তম সেনাবাহিনী। (প্রতীকী ছবি)

Top 10 Countries with the Largest Force: বিশ্বব্যাপী রাজনৈতিক অস্থিরতা, প্রযুক্তির দ্রুত উন্নয়ন এবং প্রতিরক্ষা কৌশলে পরিবর্তনের কারণে বিভিন্ন দেশ এখন আরও বেশি করে সামরিক (Military Power) শক্তি বাড়াচ্ছে। ২০২৫ সালে সক্রিয় সেনা (army) সদস্যের সংখ্যার ভিত্তিতে কোন ১০টি দেশ রয়েছে শীর্ষে? ভারত ঠিক কোন জায়গায় আছে? জেনে নিন বিস্তারিত।

সামরিক ব্যয়ের নতুন রেকর্ড

Advertisment

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (SIPRI) এর মতে, ২০২৪ সালে আন্তর্জাতিক সামরিক ব্যয় দাঁড়িয়েছে ২.৭১৮ ট্রিলিয়ন ডলার, যা ২০২৩ সালের তুলনায় ৯.৪ শতাংশ বেশি। এই খরচের ৬০ শতাংশ এসেছে প্রধান ৫টি দেশ— চিন, ভারত, আমেরিকা, রাশিয়া এবং সৌদি আরব থেকে।

আরও পড়ুন- হাজারো চেষ্টাতেও সারছে না ব্রণ! ট্রাই করুন এগুলো, মিলবে নিশ্চিত মুক্তি

ভারতের ভূমিকা

Advertisment

২০২৫ সালে এই তালিকায় ভারত রয়েছে দ্বিতীয় স্থানে, যার সক্রিয় সেনা সদস্য সংখ্যা প্রায় ১৪,৫৫,৫৫০। দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বিশ্ব মঞ্চেও ভারতের সামরিক উপস্থিতি ক্রমবর্ধমান।

আরও পড়ুন- দ্রুত চুল পড়ে যাচ্ছে, জেনে নিন কীভাবে টাক পড়া ঠেকাবেন, অনবদ্য এই সব কৌশলে হয়ে উঠুন সুন্দর

বিশ্বের প্রধান ১০টি দেশের তালিকা (২০২৫)

র‍্যাংকদেশসক্রিয় সেনা সদস্য
চিন২০,৩৫,০০০
ভারত১৪,৫৫,৫৫০
যুক্তরাষ্ট্র১৩,২৮,০০০
উত্তর কোরিয়া১৩,২০,০০০
রাশিয়া১৩,২০,০০০
ইউক্রেন৯,০০,০০০
পাকিস্তান৬,৫৪,০০০
ইরান৬,১০,০০০
দক্ষিণ কোরিয়া৬,০০,০০০
১০ভিয়েতনাম৬,০০,০০০

বিশ্লেষণ

  • চিন রয়েছে তালিকার শীর্ষে, প্রযুক্তিনির্ভর ও বিশাল মানবসম্পদের ওপর ভিত্তি করে যদি তালিকা তৈরি হয়।

  • ভারত দ্বিতীয় স্থানে থাকলেও তার সামরিক কৌশলে এখনও ডিজিটাল এবং আধুনিক যন্ত্রপাতির ওপর জোর দেওয়া শুরু হয়েছে।

  • আমেরিকা প্রযুক্তিগত আধুনিকতায় শীর্ষে থাকলেও সক্রিয় সেনার সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে।

  • রাশিয়া ও ইউক্রেন– চলতি যুদ্ধের কারণে তাদের সেনাবাহিনীতে ব্যাপক বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে।

আরও পড়ুন- ঠোঁট ফেটে যাচ্ছে? ঘরোয়া উপায়েই মিলবে সহজে আরাম!

ভবিষ্যতের সামরিক কৌশল

বর্তমানে শুধু সেনা সদস্যের সংখ্যা নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্যাটেলাইট নজরদারি, সাইবার নিরাপত্তা এবং ড্রোন টেকনোলজিও সামরিক শক্তি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। তবে সক্রিয় সেনা সংখ্যা এখনও তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও প্রতিরক্ষায় সবচেয়ে বড় দিক।

আরও পড়ুন- মোজা পরলেই পায়ের গন্ধ? মাত্র কয়েক দিনে মিলবে মুক্তি এই উপায়ে!

২০২৫ সালে ভারত নিজেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সক্রিয় সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। একদিকে যেমন সামরিক ব্যয় বাড়ছে, অন্যদিকে প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিয়ে দেশগুলো তাদের প্রতিরক্ষা কৌশল নতুনভাবে সাজাচ্ছে। এই তালিকা শুধু সংখ্যার প্রতিচ্ছবি নয়, বরং বিশ্ব রাজনীতিরও প্রতিচ্ছবি।

Military army Power