Lifestyle Losing Hair Fast: দ্রুত চুল পড়ে যাচ্ছে? টাক পড়া ঠেকাতে অব্যর্থ এই ঘরোয়া কৌশলগুলি জেনে নিন!

Prevent Hair Fall and Baldness: চুল পড়া ও টাক পড়ার সমস্যা হলে এই ঘরোয়া উপায়গুলি আপনার জন্য অত্যন্ত কার্যকর হতে পারে। জেনে নিন সহজে চুল পড়া বন্ধ করার পদ্ধতি।

Prevent Hair Fall and Baldness: চুল পড়া ও টাক পড়ার সমস্যা হলে এই ঘরোয়া উপায়গুলি আপনার জন্য অত্যন্ত কার্যকর হতে পারে। জেনে নিন সহজে চুল পড়া বন্ধ করার পদ্ধতি।

author-image
IE Bangla Web Desk
New Update
Hair Fall: চুল পড়া।

Hair Fall: চুল পড়া। (প্রতীকী ছবি)

Hair Fall Remedies: চুল পড়া বর্তমানে একটি খুব সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পরিবেশ দূষণ, মানসিক চাপ, অনিয়মিত জীবনযাপন, এবং অপুষ্টির কারণে অনেকেরই অল্প বয়সেই চুল ঝরতে শুরু করে। তবে কিছু ঘরোয়া ও প্রাকৃতিক উপায়ে (Hair loss solution) সহজেই এই সমস্যার সমাধান পাওয়া সম্ভব।

Advertisment

১. নারকেল তেল ও পেঁয়াজ রসের ম্যাজিক

নারকেল তেলে পেঁয়াজের রস মিশিয়ে মাথার ত্বকে ২০-৩০ মিনিট মালিশ করুন। সপ্তাহে অন্তত ২ বার এই পদ্ধতি অনুসরণ করলে চুল পড়া কমে ও নতুন চুল গজাতে সাহায্য করে।

২. মেথি বীজের প্যাক

Advertisment

মেথি বীজ সারারাত জলে ভিজিয়ে রেখে সকালে পেস্ট তৈরি করুন। মাথার ত্বকে লাগিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে খুশকি কমে ও চুলের গোড়া শক্ত হয়।

৩. ভিটামিন E ক্যাপসুলের ব্যবহার

ভিটামিন E ক্যাপসুল কেটে তেল বের করে রাতে মাথার ত্বকে লাগান। এটি রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুল পড়া কমাতে সাহায্য করে।

৪. খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন

চুলের স্বাস্থ্য ভালো রাখতে হলে ডায়েটে রাখতে হবে— ডিম, সবুজ শাকসবজি, বাদাম, দুধ, এবং প্রচুর জল। প্রোটিন ও আয়রন চুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন- বাজারে যেটা আমপানা বলে বিক্রি হচ্ছে, সেটা কী বলুন তো? জানলে আকাশ থেকে পড়বেন

৫. মানসিক চাপ কমান

মানসিক চাপ চুল পড়ার অন্যতম কারণ। প্রতিদিন ১০-১৫ মিনিট মেডিটেশন বা যোগাসন করার অভ্যাস গড়ে তুলুন। ভালো ঘুমও চুলের স্বাস্থ্য বজায় রাখতে সহায়ক।

আরও পড়ুন- আবহাওয়া বদলাচ্ছে, রোদ-বৃষ্টির খেলায় বাড়ছে রোগ! এই সময়ে বাঁচতে কী করবেন?

৬. রাসায়নিকযুক্ত প্রোডাক্ট থেকে দূরে থাকুন

অনেকেই ঘন ঘন চুলে হেয়ার ডাই বা স্ট্রেইটনার ব্যবহার করেন, যা চুলের স্বাভাবিক গঠন নষ্ট করে। যতটা সম্ভব প্রাকৃতিক উপাদান ব্যবহার করুন।

আরও পড়ুন- সকালে খালিপেটে লেবুজলে মনোমত কাজ হচ্ছে না? একবার এটা চেষ্টা করে দেখুন, হাতেনাতে রেজাল্ট পাবেন

৭. নিয়মিত হেয়ার মাস্ক ব্যবহার করুন

দুধ, মধু ও কলা দিয়ে তৈরি হেয়ার মাস্ক সপ্তাহে একদিন ব্যবহার করলে চুল নরম ও স্বাস্থ্যবান হয়, পাশাপাশি চুল পড়াও কমে।

আরও পড়ুন- দাঁত মাজার পরও যাচ্ছে না মুখে দুর্গন্ধ, অপ্রস্তুত হচ্ছেন সব জায়গায়, এই উপায়েই করুন চটজলদি সমাধান

চুল পড়া রোধে প্রাকৃতিক ও ঘরোয়া উপায়গুলি (tips) অনুসরণ করলে দীর্ঘমেয়াদে ভালো ফল পাওয়া যায়। নিয়মিত যত্ন, সঠিক খাদ্যাভ্যাস ও স্ট্রেস নিয়ন্ত্রণই হল, চুল পড়া কমানোর মূল চাবিকাঠি।

tips Hair loss solution hair fall