করোনায় কোয়ারেন্টাইন-সহ অন্য়ান্য় পরিষেবার জন্য় সমস্ত রাজ্য়কে ১১ হাজার ৯২ কোটি টাকার অনুদান মঞ্জুর করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উল্লেখ্য়, ভারতে করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ২৫৪৭। দেশে মৃতের সংখ্য়া বেড়ে হয়েছে ৬২। মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে করোনা আক্রান্তের সংখ্য়া সবথেকে বেশি। মহারাষ্ট্রে ভাইরাসে আক্রান্তের সংখ্য়া ছুঁয়েছে ৪২৩, তামিলনাড়ুতে এই সংখ্য়া ৪১১।
অন্যদিকে করোনার বিরুদ্ধে লড়াইতে পরস্পরের প্রতি সংহতি জানাতে আগামী রবিবার রাত ৯ টায় বাড়ির আলো ৯ মিনিটের জন্য নিভিয়ে মোববাতি, প্রদীপ বা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালানোর আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, '৫ই এপ্রিল রবিবার রাত ৯টায় আমি আপনাদের থেকে ৯ মিনিট চাইছি। ওই সময়ে বাড়ির সব আলো বন্ধ করে ঘর বা বারান্দায় দাঁড়িয়ে মোমবাতি, প্রদীপ বা মোবাইয়েলে ফ্ল্যাশলাইটট জ্বালান। এতেই মহাশক্তির প্রকাশ ঘটবে। ওই শক্তির দ্বারাই প্রকাশ পাবে যে আমরা কেউ একা নই, সবাই একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়াইয়ে রয়েছি। দেশজুড়েও করোনার প্রকোপ। লকডাউন উঠলে দেশে করোনা রুখতে কী পদক্ষেপ করা হবে, সে নিয়ে গতকালই রাজ্যগুলোর থেকে পরামর্শচেয়েছেন প্রধানমন্ত্রী। ভারতে কোভিড-১৯ পজেটিভের সংখ্যা ২,৩০১। এদের মধ্যে ১৫৫ জন সুস্থ হয়ে গিয়েছেন। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬। এর মধ্যে ১৫ জনই গত মাসে নিজামুদ্দিনের জমায়েতের অংশগ্রহণকারী।
করোনাভাইরাসের থাবা ক্রমশ গাঢ় হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য অনুশারে রাজ্যে করোনার বলি ৩। তবে, তার আগেই বৃহস্পতিবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করে স্বাস্থ্য দফতরের করোনা সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি জানিয়েছিল, বাংলায় করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। ফলে এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে দু’বার দু’রকম সরকারি তথ্য সামনে আসায় বিভ্রান্তি তৈরি হয়েছে।
Read full in English
Live Blog
Coronavirus Lockdown Situation In India West Bengal Kolkata Updates. করোনা লকডাউন পরিস্থিতির সব খবর জানতে চোখ রাখুন এখানে...
যুক্তিপূর্ণ কারণ ছাড়া লকডাউন অগ্রাহ্য করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। মহামারি আইনে জারি হয়েছে নির্দেশিকা। এক্ষেত্রে দোষী ব্যক্তির ৬ মাসের হাজতবাস বা হাজার টাকা জরিমানা গুণতে হবে। কলকাতা পুলিশও জারি করেছে কড়া বার্তা।
করোনায় কোয়ারেন্টাইন-সহ অন্য়ান্য় পরিষেবার জন্য় সমস্ত রাজ্য়কে ১১ হাজার ৯২ কোটি টাকার অনুদান মঞ্জুর করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উল্লেখ্য়, ভারতে করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ২৫৪৭। দেশে মৃতের সংখ্য়া বেড়ে হয়েছে ৬২। মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে করোনা আক্রান্তের সংখ্য়া সবথেকে বেশি। মহারাষ্ট্রে ভাইরাসে আক্রান্তের সংখ্য়া ছুঁয়েছে ৪২৩, তামিলনাড়ুতে এই সংখ্য়া ৪১১।
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস সংক্রমণের আবহে রেকর্ড তৈরি হল দেশে। এক দিনে ৮০০০ কোভিড-১৯ ভাইরাসের নমুনা পরীক্ষা হল ভারতে, শুক্রবার একটি বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।
করোনার থাবায় কাঁপছে গোটা বিশ্ব। এই আবহে এবার ভারতে কোয়ারেন্টাইনে থাকা বিদেশি নাগরিকদের জন্য় নয়া নিয়ম চালু করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ভারতে কোয়ারেন্টাইনে থাকা বিদেশি নাগরিকদের জন্য় নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওরস (এসওপি) জারি করল মোদী সরকার। এরফলে ওই বিদেশি নাগরিকদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ হলে, তাঁরা নিজেদের দেশে ফিরতে পারবেন। এজন্য় চার্টার্ড বিমানে করে তাঁদের নিজেদের দেশে ফেরানোর ব্যবস্থা করবে সংশ্লিষ্ট দেশ। বিস্তারিত পড়ুন
নিজামিদ্দিনের জমায়েতে অংশগ্রহণকারীরা গাজিয়াবাদের কোয়ান্টাইনে মহিলা স্বাস্থ্যকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে বলে অভিযোগ। এতেই তীব্র অসন্তোষ প্রকাশ করে অভিযুক্তদের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইনে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, 'ওরা নিয়ম মানছে না। পদ্ধতি না মেনে চলায় ওরা মানবতার শত্রু। ওরা মহিলা স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে যা করেছে তা জঘন্য অপরাধ। আমরা ওদের বিরুদ্ধে এনএসএ ধারায় মামলা করছি।'
লকডাউনের মেয়াদ বৃদ্ধির বদলে একযোগে করোনা পরীক্ষা ও কোয়ারেন্টাইনের মত পদক্ষেপ ভাল করে লাগু করা গেলেই ভারতে সংক্রমণ রোধ অনেকটা কমিয়ে আনা সম্ভব। এমনটাই পরামর্শ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর-এর বিশেষজ্ঞদের।
আইসিএমআর-এর স্বাস্থ্য গবেষণা বিভাগের সদস্য সন্দীপ মণ্ডলের নেতৃত্বাধীন এক গবেষমার প্রকাশ, ২১ দিনের লকডাউনের ফলে করোনা মহামারীর প্রকোপ প্রায়. ৪৩ শতাংশ কমেছে। মৃত্যু হারও কমেছে প্রায় ১৯ শতাংশ। করোনা পরীক্ষা ও কোয়ারেন্টাইন পদক্ষেপ নিখুঁতভাবে লাগু করা সম্ভব হলেই সংক্রমণের প্রকোপ প্রায় ৭১ শতাংশ পর্যন্ত কমানো যাবে। এই ভাইরাসে মৃত্যুর হারও কমে যাবে প্রায় ৪০ শতাংশ। বিস্তারিত পড়ুন
করোনাভাইরাসের কারণে জাতীয় লকডাউনের ৯ দিনের মাথায় বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সংকট যখন ছায়া ফেলছে, সে সময়ে ২১ দিনের শেষে এ থেকে কীভাবে বেরোনো যায়, তার উ্ত্তর খুঁজছে সরকারও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও বৈঠকে একটি সম্ভাব্য রাস্তার কথা বলেছেন। তিনি লকডাউন শেষে জনসাধারণকে ধীরে ধীরে ফের স্বাভাবিকতার পথ দেখানোর একটি সাধারণ কৌশল খুঁজে বের করার উপর জোর দিয়েছেন। এই কৌশলের ব্যাপারে তিনি রাজ্যগুলিকে মাথা খাটিয়ে তাঁর কাছে সাজেশন পাঠাতে বলেছেন। তাঁর সরকারের মধ্যেই এই মুহূর্তে এলাকাভিত্তিক সীমিত লক ডাউনের ভাবনা জোর পেতে শুরু করেছে। কিন্তু এই সীমিত বিষয়টি ঠিক কী হবে তা অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করছে। এর অন্যতম হল করোনাভাইরাসের ছড়িয়ে পড়ার প্রকৃতি। বিস্তারিত পড়ুন
করোনার বিরুদ্ধে লড়াইতে আগামী রবিবার রাত ৯টায় প্রধানমন্ত্রীর বাতি, প্রদীপ জ্বালানোর আর্জির বিরুদ্ধে সরব হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। টুইটে মোদীকে বাস্তববাদী হওয়ার আবেদন জানিয়ে তিনি লিখেছেন, 'এই পরিস্থিতি মোকাবিলায় জাতীয় আয়ের ৮-১০ শতাংশের প্যাকেজ ঘোষণা করুন। আইন মেনে লকডাউন চলাকালীন নির্মাণ ও অন্যান্য কাজের সঙ্গে শ্রমিকদের জন্য তাৎক্ষণিক মজুরি নিশ্চিত করুন। ভুয়ো খবরের জন্য সংবাদ মাধ্যমকে ঠেকানোর চেষ্টা বন্ধ করুন।'
করোনার বিরুদ্ধে লড়াইতে পরস্পরের প্রতি সংহতি জানাতে আগামী রবিবার রাত ৯ টায় বাড়ির আলো ৯ মিনিটের জন্য নিভিয়ে মোববাতি, প্রদীপ বা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালানোর আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী। মোদীর এই ভিডিও আর্জির পরই টুইট করেন প্রবীণ কংগ্রেস সাংসদ তথা দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। টুইটে তিনি লেখেন, 'এই ধরনের প্রতীকী বিষয় ভাল। কিন্তু, প্রয়োজনীয় ভাবনা ও সংক্রমণের বিরুদ্ধে পদক্ষেপও সমান জরুরি। আমরা আপনার কথা শুনে বাতি জ্বালাব। কিন্তু, আপনিও আমাদের কথা শুনুন। অর্থনীতিবিদ এবং এপিডেমোলজিস্ট তথা মহামারী-বিশেষজ্ঞদের কথা শুনুন।'
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক করোনাভাইরাসের সংক্রমণে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের মৃতদেহের তদারকি সম্পর্কে নির্দেশিকা জারি করেছে। ওই নির্দেশিকা অনুসারে মৃতের বিশ্বাস অনুসারে তাঁর মৃতদেহ দাহ বা গোর দেওয়া যেতে পারে। তবে, কয়েকটি নির্দিষ্ট পদক্ষেপ অনুসরণ করতে হবে। এবং শরীরে স্পর্শ যাতে ন্যূনতম হয়- তা খেয়াল রাখতে হবে। বিস্তারিত পড়ুন
করোনা আবহে জমায়েত সরাতে গিয়ে আক্রান্ত পুলিশ। দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে পৃথক দু’টি ঘটনাতে স্থানীয় বাসিন্দাদের আক্রমণের শিকার হন ন’জন পুলিশ কর্মী।
গোষ্ঠী সংক্রমণ রুখতে দেশজুড়ে জারি লকডাউন। কিন্তু, নিয়ম আগ্রাহ্য করেই বিভিন্ন জায়গায় মানুষের ভিড় বা জমায়েত লক্ষ্য করা যাচ্ছে। বেশ কয়েকি জায়গায় আক্রমণের শিকার পুলিশও। উর্দিধারীদের দেখেই পাথর ছোঁড়া থেকে পুলিশের গাড়ি ভাঙচুর পর্যন্ত করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে বৃহস্পতিবার রাতে লকডাউন উপেক্ষা করে বাইরে বেড়িয়েছিল একদল যুবক। পুলিশ তাদের চলে যেতে বললে সমস্যার সৃষ্টি হয়। ্ন্যদিকে, চায়ের দোকানের সামনে থেকে জমায়েত হটাতে বলে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতড়েও মানুষের রোষের মুখে পড়ে পুলিশ। বিস্তারিত পড়ুন
বিশ্বজুড়ে করোনার মারণ থাবা। করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রথম বিশ্বের দেশগুলিরই চিকিৎসা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। ভারতেও কোভিড-১৯ প্রকোপ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ভারত সহ ২৫টি উন্নয়নশীল দেশকে আপৎকালীন ভিত্তিতে আর্থিক সহায়তা করছে বিশ্ব ব্যাঙ্ক। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত অনুমোদন পেয়েছে। বিশ্ব ব্যাঙ্ক জানিয়েছে, করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভারতকে একশ কোটি টাকা সাহায্য করা হচ্ছে। বিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর জারি করা লকডাউন ও হোম আইসোলেশনে থাকার পাশাপাশি সামাজিক দূরত্ব না মানার ব্যাপারে একাধিক অভিযোগ উঠলো খোদ দলেরই সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে। এদিন স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী রায়গঞ্জের বিভিন্ন জায়গায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিলি করেন। এই নিয়ে একাধিক রাজনৈতিক মহল মন্ত্রীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী নির্দেশিত বিধিভঙ্গ’র অভিযোগ তুলেছেন। ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জেলাশাসকের কাছে। বিস্তারিত পড়ুন
বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে দু’বার দু’রকম সরকারি তথ্য সামনে এল। ‘বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৩’, বৃহস্পতিবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করে এমন তথ্যই জানান আধিকারিকরা। কয়েক ঘণ্টা পর সন্ধ্যায় ফের সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানালেন, ”৫৩ নয়, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩৪”। মাত্র কয়েক ঘণ্টার তফাতে করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে এমন ‘বিভ্রান্তি’ ঘিরে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। বিস্তারিত পড়ুন
রবিবার রাত ৯টায় আলো বন্ধ করে বাতি জ্বালান, করোনা লকডাউন আবহে দেশবাসীর মনোবল অটুট রাখতে শুক্রবার ভিডিও বার্তায় আর্জি জানালেন প্রধানমন্ত্রী মোদী। তিনি এদিন বলেন, ''৫ই এপ্রিল রবিবার রাত ৯টায় আমি আপনাদের থেকে ৯ মিনিট চাইছি। ওই সময়ে বাড়ির সব আললো বন্ধ করে ঘরে বা বারান্দায় দাঁড়িয়ে মোমবাতি, প্রদীপ বা মোবাইয়েলে ফ্ল্যাশলাইটট জ্বালান। এতেই মহাশক্তির প্রকাশ ঘটবে। ওই শক্তির দ্বারাই প্রকাশ পাবে যে আমরা কেউ একা নই, সবাই একসঙ্গে রয়েছি।'
জনতা কার্ফু ও লকডাউন সফল করে তোলার জন্যও দেশবাসীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। জানান, করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারত নজির সৃষ্টি করেছে।
প্রধানমন্ত্রী মোদীর ভিডিও বার্তা