Advertisment

কোভিডের সময় কোটি কোটির কেলেঙ্কারি! বিজেপি সরকারের বিরুদ্ধে তোলপাড় ফেলা অভিযোগ

Karnataka Covid scam: কোভিডের সময় কোটি কোটি টাকার কেলেঙ্কারি! বিজেপি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোলপাড় ফেলা অভিযোগ। যাকে কেন্দ্র করে চূড়ান্ত আক্রমণ শানিয়েছে কংগ্রেস।

author-image
IE Bangla Web Desk
New Update
covid scam

কোভিডের সময় কোটি কোটি টাকার কেলেঙ্কারি!

Covid scam: কোভিডের সময় কোটি কোটি টাকার কেলেঙ্কারি! বিজেপি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোলপাড় ফেলা অভিযোগ। যাকে কেন্দ্র করে চূড়ান্ত আক্রমণ শানিয়েছে কংগ্রেস। কর্ণাটকে বিজেপি শাসনকালীন সময়ে কোটি কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগকে কেন্দ্র করে উত্তাল রাজ্য-রাজনীতি। কর্ণাটকের সিদ্দারামাইয়া সরকার MUDA এবং বাল্মিকি কর্পোরেশন কেলেঙ্কারি নিয়ে বিরোধীদের নিশানায় রয়েছেন। এখন কর্ণাটকে নতুন কেলেঙ্কারির অভিযোগ সামনে এসেছে এবং এবার লক্ষ্য হল আগের বিজেপি সরকার। আসলে, কোভিডের সময়ে তহবিলে অনিয়মের অভিযোগ উঠেছে। বিচারপতি জন মাইকেল ডি কুনহা এই কথিত কেলেঙ্কারিতে সরকারের কাছে একটি প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছেন। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকেও এই রিপোর্ট নিয়ে আলোচনা হয়।

Advertisment

চটজলদি ফিরে পান হারানো সামগ্রী! মুসকিল আসানে দুরন্ত উদ্যোগ ভারতীয় রেলের

মারাত্মক অভিযোগ

রাজ্যে কোভিডের সময় মোট ব্যয়ের পরিমাণ ছিল ১৩,০০০ কোটি টাকা। যদিও আনুষ্ঠানিকভাবে কোন পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। সূত্রের খবর কোভিডের সময় ১০০০ কোটি টাকা অপব্যবহারের অভিযোগ সামনে এসেছে । আগামী ছয় মাসের মধ্যে এবিষয়ে চূড়ান্ত রিপোর্ট পেশ করা হবে বলে জানা গিয়েছে। সংসদের শীতকালীন অধিবেশনেও রিপোর্ট পেশ করা হতে পারে বলেই জল্পনা। কমিটি যাতে চূড়ান্ত প্রতিবেদন পেশ করতে পারে তার মেয়াদ ছয় মাস বাড়িয়েছে সরকার।

Kolkata Metro: মেট্রোযাত্রীদের জন্য বিরাট আনন্দের খবর! গর্বের মাইলফলক স্পর্শ পাতালরেলের

কর্ণাটকে, তৎকালীন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরপ্পার নেতৃত্বে রাজ্যে বিজেপি কোভিডের জন্য কোটি কোটি টাকার তহবিলের অপব্যবহারের অভিযোগ প্রকাশ্যে এসেছে। এ বিষয়ে বিচারপতি জন মাইকেল ডি'কুনহার একটি প্রাথমিক রিপোর্ট বৃহস্পতিবার মন্ত্রিসভায় উঠে এসেছে । যাতে স্পষ্টতই আরও কয়েকটি অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে।

RG Kar Case: আরজি কর দুর্নীতির তদন্তে ED, সাতসকালে সন্দীপ ঘোষের বাড়িতে হানা, অভিযান একাধিক জায়গায়

২০২৩ সালে ক্ষমতায় আসার পর, এই বছরের আগস্টে, কথিত কোভিড কেলেঙ্কারির তদন্তের জন্য কর্ণাটক হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিচারপতি এমডি কুনহার নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়েছিল। সম্প্রতি এই কমিশনের মেয়াদ ৬ মাস বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকেও এই কেলেঙ্কারি নিয়ে আলোচনা হয়েছে। সংসদীয় বিষয়ক মন্ত্রী এইচ কে পাতিল বলেছেন যে মুখ্যমন্ত্রী বিচারপতি কুনহার প্রাথমিক কোভিড রিপোর্ট মন্ত্রিসভার সামনে পেশ করেছিলেন। রিপোর্টে কোটি টাকার অনিয়মের কথা বলা হয়েছে। অনেক হারিয়ে যাওয়া ফাইলের কথাও রিপোর্টে  উল্লেখ করা হয়েছে। কুনহা রিপোর্ট কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার জন্য আশীর্বাদ হিসাবে মনে করা হচ্ছে। কারণ বিজেপি MUDA কেলেঙ্কারি নিয়ে মুখ্যমন্ত্রীকে কোণঠাসা করার চেষ্টা করছে।

হাসিনাকে হুঙ্কার ছুঁড়ে ভারতকে চরম হুঁশিয়ারি ইউনূসের, তলানিতে ভারত-বাংলাদেশ সম্পর্ক?

covid19 karnataka covid Covid-19 in India Scam
Advertisment