Ajker Rashifal Bengali, 11 August 2025: আজকের দিনটি চন্দ্র ও গ্রহের অবস্থান অনুযায়ী বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। কর্কট রাশির প্রভাব এখন বেশ সক্রিয়, তাই আগামী কয়েক সপ্তাহ তাঁদের অনেক কাজই হবে মনের অনুভূতি ও সৃষ্টিশীল ভাবনা দ্বারা পরিচালিত। যাঁরা বাস্তব জীবনের চিন্তায় কম মন দেন, তাঁদের জন্য এটি দারুণ সময়। তবে যাঁরা প্রতিটি কাজেই বাস্তবতার খোঁজ করেন, তাঁদের জন্য হয়তো এটা হবে একটু ধৈর্যের পরীক্ষা।
মেষ/ Aries রাশিফল Rashifal
আজ গ্রহ-নক্ষত্রের অবস্থান খুব অস্বাভাবিক কিছু বলছে না, তাই নিজের মত করে দিন কাটাতে পারেন। মাঝে মাঝে নিজের জন্য একটু স্বপ্নে ভেসে থাকার সময় রাখুন। শিগগিরই আপনি আবার নতুন উদ্যমে কাজে ঝাঁপিয়ে পড়বেন এবং সবাইকে অবাক করবেন।
আরও পড়ুন- আলু দিয়ে এই কায়দায় বানান পাবদা মাছের ঝোল, মায়ের হাতের রান্নার স্বাদ ফিরিয়ে আনুন সহজেই
বৃষ/ Taurus রাশিফল Rashifal
আজ সামাজিক দিকটি গুরুত্ব পাচ্ছে। যেসব কাজ এতদিন একা করেছেন, সেখানে এবার কাছের মানুষের সহায়তা চাইতে পারেন। অনেক সময় শুধু নৈতিক সমর্থনই যথেষ্ট হয়, আর বাকি কাজ আপনি নিজেই সামলাতে পারবেন।
আরও পড়ুন- মৃত্যুদণ্ডের নির্দেশ শুনে কাঠগড়ায় হেসে উঠেছিলেন, ১১ আগস্ট ফাঁসি হয়েছিল ক্ষুদিরাম বসুর
মিথুন/ Gemini রাশিফল Rashifal
আজ আপনার লক্ষ্য হবে পেশাগত সাফল্য, তবে তার সঙ্গে আদর্শবাদ মিশিয়ে চলা ভালো। অনেক সময় নিজের স্বার্থ সবচেয়ে ভালোভাবে পূর্ণ হয় তখনই, যখন অন্যদের জন্য ভালো কিছু করা যায়। জীবন মাঝে মাঝে এমন অদ্ভুত হয়ে ওঠে।
আরও পড়ুন- পৃথিবীর এই দেশে একটিও সাপ নেই! নাম শুনলে চমকে যাবেন
কর্কট/ Cancer রাশিফল Rashifal
আজ আবেগগত দিক থেকে আপনি শান্তি পাবেন। একটু বিশ্রাম নিন, কৃতজ্ঞ থাকুন। পাশাপাশি আইন সংক্রান্ত বা ভ্রমণ পরিকল্পনা গুছিয়ে নিন এবং প্রয়োজনীয় নির্দেশগুলো মনে রাখুন।
আরও পড়ুন- ১৫ না ১৬ আগস্ট, এবার কবে পড়েছে জন্মাষ্টমী? জেনে নিন পূজার সঠিক সময়সূচি
সিংহ/ Leo রাশিফল Rashifal
যৌথ আর্থিক বিষয়গুলোর দিকে নজর দিন, বিশেষ করে যদি ঘরের কাজের চাপ বেড়ে যায়। তবে আজ তেমন চাপের ইঙ্গিত নেই, বরং আপনি নিজের কল্পনার জগতে কিছু সময় কাটাতে পারেন।
কন্যা/ Virgo রাশিফল Rashifal
আজ সামাজিক আড্ডা বা উদযাপনের পরিকল্পনা করতে পারেন। কাছের মানুষের কথা মন দিয়ে শুনুন—যদিও তা প্রথমে অর্থহীন মনে হতে পারে, কিন্তু, সেই কথার ভিতরে হয়তো এমন কিছু লুকিয়ে আছে যা আপনার উপকারে আসবে। ভাগ্যের অপ্রত্যাশিত সুযোগগুলোর দিকে খেয়াল রাখুন।
তুলা/ Libra রাশিফল Rashifal
একটি বিরল গ্রহগত অবস্থান আজ উদারতার ইঙ্গিত দিচ্ছে। তবে এটি স্পষ্ট নয় যে আপনি দান করবেন নাকি অন্যের কাছ থেকে সাহায্য পাবেন। তবুও, আজ অর্থনৈতিক লেনদেনের সময় সতর্ক থাকুন।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
বন্ধুরা আজ আপনার জন্য বড় সহায় হতে পারে। এমন একজন আছেন, যিনি হয়তো আপনার প্রত্যাশার চেয়েও বেশি সাহায্য করতে পারবেন। হয়তো সময় এসেছে তাঁদের কাছে সত্য শোনার জন্য অনুরোধ করার। বার্তা পেলে বুঝে নেবেন কী করতে হবে।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
কেউ কেউ আজ ঘরে থাকতে পছন্দ করবেন, নিরাপদ পরিবেশে। আবার কারও কাছে অর্থ বা সম্পত্তি সংক্রান্ত বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যদি বাড়ি কেনাবেচা বা জমি সংক্রান্ত কোনও কাজ থাকে, সেটি ইতিবাচকভাবে এগোতে পারে।
মকর/ Capricorn রাশিফল Rashifal
আজ মনে হতে পারে আপনার জীবন পুরোপুরি আপনার হাতে নেই! সঙ্গীরা আগের চেয়ে বেশি মনোযোগ চাইবে। তাঁদের কথার চেয়ে কাজে বেশি মন দিন—তাহলেই আসল বার্তা বুঝতে পারবেন।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
টাকা দিয়ে সব স্বপ্ন কেনা যায় না। তাই বাস্তবমুখী থেকে কাজ করা চালিয়ে যান। এখনকার পৃথিবীতে, বর্তমানেই বাঁচা গুরুত্বপূর্ণ—অন্য কোনও কল্পনার জগতে নয়।
মীন/ Pisces রাশিফল Rashifal
চন্দ্রের অবস্থান আজ আপনার পক্ষে। তবে সাফল্যের চাবিকাঠি হবে স্বতঃস্ফূর্ততা, সৃজনশীলতা ও তরুণ মনোভাব। শৈশবে করা কোনও কাজ এখন ভবিষ্যতের পদক্ষেপ নির্ধারণে সাহায্য করতে পারে।
আজকের দিনটি আবেগ, সৃজনশীলতা এবং সামাজিক সংযোগে ভরপুর। বাস্তব ও স্বপ্ন—দুটোকেই সমান গুরুত্ব দিয়ে চললে, প্রতিটি রাশিই আজ নিজেদের জন্য কিছু ইতিবাচক পরিবর্তন আনতে পারবে।