Janmashtami 2025: ১৫ না ১৬ আগস্ট, এবার কবে পড়েছে জন্মাষ্টমী? জেনে নিন পূজার সঠিক সময়সূচি

Janmashtami 2025: ১৫ না ১৬ আগস্ট? ২০২৫ সালের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর সঠিক তারিখ, তিথি শুরু এবং শেষের সময়, পূজার শুভ মুহূর্ত বিস্তারিত জেনে নিন।

Janmashtami 2025: ১৫ না ১৬ আগস্ট? ২০২৫ সালের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর সঠিক তারিখ, তিথি শুরু এবং শেষের সময়, পূজার শুভ মুহূর্ত বিস্তারিত জেনে নিন।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Janmashtami 2025

Janmashtami 2025: জেনে নিন জন্মাষ্টমী পূজার সময় এবং তিথি।

Janmashtami 2025: দ্বাপর যুগে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে মথুরায় যাদব বংশে দেবকী এবং বাসুদেবের কোলে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই শুভ জন্মতিথি আমরা প্রতিবছর জন্মাষ্টমী হিসেবে পালন করি। ২০২৫ সালের জন্মাষ্টমী নিয়ে অনেকেরই প্রশ্ন, এ বছর তিথি ১৫ আগস্ট না ১৬ আগস্ট, কবে পড়েছে? চলুন জেনে নেওয়া যাক, জন্মাষ্টমী পুজোর সঠিক সময়সূচি এবং পূজার নিয়ম।

Advertisment

২০২৫ সালে জন্মাষ্টমী কবে?

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে—

Advertisment
  • অষ্টমী তিথি শুরু: ১৫ আগস্ট ২০২৫, শুক্রবার রাত ১১টা ৫১ মিনিটে

  • অষ্টমী তিথি শেষ: ১৬ আগস্ট ২০২৫, শনিবার রাত ৯টা ৩৫ মিনিটে

আরও পড়ুন- উৎসবের মাস, এই কায়দায় তৈরি করুন মালপোয়া, লেগে থাকবে মুখে!

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে—

  • অষ্টমী তিথি শুরু: ১৫ আগস্ট ২০২৫, শুক্রবার রাত ১টা ১৬ মিনিট ৯ সেকেন্ডে

  • অষ্টমী তিথি শেষ: ১৬ আগস্ট ২০২৫, শনিবার রাত ১০টা ৪৮ মিনিট ৩ সেকেন্ডে

আরও পড়ুন- বর্ষাকালে ঘরে লাগান এই ৫ গাছ, মশা ঝটপটিয়ে উড়ে পালাবে

পূজার শুভ মুহূর্ত

শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর মূল পূজা রাতে হয়। সাধারণত মধ্যরাতের কাছাকাছি সময়টিই শুভ ধরা হয়। কারণ এই সময়েই শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল বলে শাস্ত্রে উল্লেখ আছে। ২০২৫ সালে ১৫ আগস্ট রাত থেকে ১৬ আগস্ট রাত পর্যন্ত সময়জুড়ে জন্মাষ্টমী তিথি পড়েছে। এই সময়কালে ভক্তরা ভগবানের আরাধনা করতে পারবেন।

আরও পড়ুন- বসার ভঙ্গির ভুলেই কি বাড়ছে ব্যথা? ভুল করেও এভাবে বসে থাকবেন না!

পূজার নিয়ম

  1. উপবাস – অনেক ভক্ত সারা দিন নির্জলা থেকে বা ফলাহারের মাধ্যমে উপবাস পালন করে থাকেন।
  2. শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবির সজ্জা – ফুল, বেলপাতা, তুলসীপাতা এবং আলো দিয়ে শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি সাজানো হয়।

  3. আরতি এবং নামসংকীর্তন – ভজন, কীর্তন এবং গীতা পাঠ হয়।

  4. মধ্যরাতে জন্মলীলার আয়োজন – ঠিক ১২টায় ঘণ্টা এবং শঙ্খধ্বনিতে মন্দির এবং গৃহে জন্মোৎসব পালিত হয়।

  5. প্রসাদ বিতরণ – পায়েস, মিষ্টি, লাড্ডু ইত্যাদি প্রসাদ বিতরণ করা হয়।

আরও পড়ুন- এই সেই ৫টি সেরা বিশ্ববিদ্যালয়, যেখানে পড়লেই চাকরি নিশ্চিত

জন্মাষ্টমীর মাহাত্ম্য

শ্রীকৃষ্ণের জন্ম শুধু এক ঐতিহাসিক ঘটনা নয়, এটি ধর্ম, ন্যায় ও প্রেমের প্রতীক। 'যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত...'—এই শ্লোক অনুসারে, শ্রীকৃষ্ণ যুগে যুগে ধরাধামে অবতীর্ণ হন। জন্মাষ্টমী পালন আমাদের ন্যায় প্রতিষ্ঠা, ভক্তি এবং সৎকর্মের গুরুত্বের কথা মনে করিয়ে দেয়। 

2025 Janmashtami