Ajker Rashifal Bengali, 30 August 2025: মেষ থেকে মীন, দেখে নিন আজকের রাশিফল

Ajker Rashifal Bengali, 30 August 2025: মেষ থেকে মীন—প্রেম, কর্মজীবন, অর্থ ও স্বাস্থ্য কেমন যাবে? জেনে নিন আপনার আজকের রাশিফল, সম্পূর্ণ বাংলায়।

Ajker Rashifal Bengali, 30 August 2025: মেষ থেকে মীন—প্রেম, কর্মজীবন, অর্থ ও স্বাস্থ্য কেমন যাবে? জেনে নিন আপনার আজকের রাশিফল, সম্পূর্ণ বাংলায়।

author-image
IE Bangla Web Desk
New Update
bangla horoscope, Today rashifal bangla, আজকের রাশিফল বাংলা

Ajker Rashifal Bengali, 30 August 2025: জেনে নিন আজকের রাশিফল।

Ajker Rashifal Bengali, 30 August 2025: প্রতিদিনের মতো আজও ১২ রাশির জাতকদের জন্য ভাগ্যের ইঙ্গিত আলাদা। প্রেম, কর্মজীবন, অর্থনীতি ও স্বাস্থ্যের ভবিষ্যদ্বাণী জানতে জেনে নিন আপনার রাশিফল।

মেষ/ Aries রাশিফল Rashifal 

Advertisment

আজ ধূমপান ছাড়লে শরীর ভালো থাকবে। আর্থিক অবস্থা উন্নত হলেও খরচ বেড়ে যাবে। একগুঁয়েমি স্বজনদের কষ্ট দিতে পারে। প্রিয়জনের পারিবারিক কারণে বিরক্তি হতে পারে, শান্তভাবে কথা বললে সমাধান হবে। আজকে বাইরে গেলে অজানা কারও সঙ্গে বিতর্কে জড়াতে পারেন। দাম্পত্য সম্পর্কে সাময়িক টানাপোড়েন আসতে পারে।
প্রতিকার: গৃহদেবতার সোনার মূর্তি বাড়িতে রাখুন, পারিবারিক সুখ বাড়বে।

আরও পড়ুন- বিশ্বখ্যাত বাঙালি ধর্মগুরু! বহু রাষ্ট্রনেতা ছিলেন শিষ্য, এই দিনে প্রয়াত হন মোহনানন্দ ব্রহ্মচারী

বৃষ/ Taurus রাশিফল Rashifal

Advertisment

উদ্যম ও শক্তি বেশি থাকবে। খরচের প্রতি সচেতন থাকতে হবে, নাহলে দুঃখ পেতে পারেন। অযথা খরচ বাড়িতে টানাপোড়েন আনতে পারে। প্রেমে কিছু ভুল বোঝাবুঝি হলেও আলোচনা করলে কাটিয়ে উঠবেন। অবসর সময়ে ওয়েব সিরিজ বা বিনোদনে সময় কাটাতে পারেন।
প্রতিকার: সুগন্ধি ব্যবহার করে শুক্রকে সন্তুষ্ট করুন, প্রেমে সৌভাগ্য বাড়বে।

আরও পড়ুন- মেডিক্লেম রিনিউ করার আগে এগুলো অবশ্যই জানুন, না হলে পস্তাবেন!

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

আজ স্বাস্থ্য ভালো থাকবে তবে অবহেলা করলে সমস্যা হতে পারে। বিনিয়োগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাতে পারবেন। প্রেমজ সম্পর্ক আরও গভীর হবে। বই পড়া, গান শোনা বা শখের কাজে সময় কাটবে। দাম্পত্য জীবনে ভালোবাসা ফিরে আসবে।
প্রতিকার: মিষ্টি ভাত রান্না করে গরিবদের দান করুন, অর্থভাগ্য ভালো হবে।

আরও পড়ুন- 'পাকিস্তানের চর'! স্টিফেন হাউস প্রচার, জানুন অতুল্য ঘোষের অন্য লড়াই

কর্কট/ Cancer রাশিফল Rashifal

স্বাস্থ্য ভালো থাকবে। আত্মীয়ের সহায়তায় ব্যবসায়িক সুবিধা পাবেন। পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করুন। ভুলে ক্ষমা করতে শিখলে সম্পর্ক আরও দৃঢ় হবে। অবসর সময়ে সিরিজ দেখা বা বন্ধুদের সঙ্গে গল্প হতে পারে। কাজে সাফল্য মিলবে।
প্রতিকার: লাল জামাকাপড় বেশি পরলে উদ্যম বাড়বে।

আরও পড়ুন- পোকা দানবের আতঙ্ক! বর্ষায় এই ঘরোয়া কায়দায় বাঁচান খাবার, শস্য

সিংহ/ Leo রাশিফল Rashifal 

সুন্দর জিনিসের প্রতি আকর্ষণ বাড়বে। আর্থিক বিষয়ে সাবধান হতে হবে। গৃহস্থালির অসমাপ্ত কাজ শেষ করার ভালো সময়। প্রিয়জনের সঙ্গে সুন্দর সময় কাটবে। কেনাকাটার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবনে খরচ হলেও আনন্দ আসবে।
প্রতিকার: পাখিদের জন্য জল রাখলে আর্থিক অবস্থার উন্নতি হবে।

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

কাজের চাপ বাড়বে তবে সামলে নিতে পারবেন। স্ত্রীর স্নেহে মানসিক প্রশান্তি পাবেন। প্রেমজ জীবনে সুন্দর চমক আসবে। অবসর সময় মোবাইলে কাটানোয় সঙ্গীর মন খারাপ হতে পারে। তবে দিনের শেষে উষ্ণতা ও ভালোবাসা ফিরে আসবে।
প্রতিকার: সূর্যোদয়ে সূর্যপ্রণাম ও ১১ বার মন্ত্র জপ করুন।

তুলা/ Libra রাশিফল Rashifal

সম্পত্তি নিয়ে পারিবারিক টানাপোড়েন হতে পারে। অর্থ ব্যয়ের প্রতি নজর দিন। সম্পর্কের সমস্যায় বিচলিত হবেন না। প্রেমের দিনে আনন্দে ভরপুর থাকবেন। আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়বে। দাম্পত্য সম্পর্কে উষ্ণতা আসবে।
প্রতিকার: সবুজ পোশাক পরলে স্বাস্থ্য ভালো থাকবে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

আচরণে সংযম রাখুন। বিদেশে বিনিয়োগকারীরা লাভ পাবেন। বাবা-মায়ের সঙ্গে সময় কাটান। প্রেমে কষ্ট আসতে পারে। অবসর সময়ে ধর্মীয় কাজে মন বসবে। অযথা বিতর্ক এড়ান। পরিবার নিয়ে শপিংয়ে গেলে খরচ বাড়বে।
প্রতিকার: দুধ, দই, কর্পূর ও সাদা ফুল দান করুন।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

স্বাস্থ্যকে গুরুত্ব দিন। বাবার পরামর্শ কর্মজীবনে কাজে লাগবে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক মধুর হবে। প্রেমে রোম্যান্স বাড়বে। পুরোনো বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারবেন। দাম্পত্য জীবনে আনন্দ পাবেন।
প্রতিকার: সবুজ পোশাক পরুন।

মকর/ Capricorn রাশিফল Rashifal

খুশির সংবাদ আসতে পারে। স্টক বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ভালো হবে। সন্তানরা খেলাধুলায় মন দেবে। প্রেমজ সম্পর্ক মধুর হবে। রাতে একান্তে সময় কাটাতে ভালো লাগবে। তবে, সন্তানদের নিয়ে অভিযোগ আসতে পারে।
প্রতিকার: মায়ের আশীর্বাদ নিন, মানসিক শান্তি মিলবে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

একগুঁয়েমি এড়িয়ে চলুন। অর্থনৈতিক সমস্যার সমাধান হবে। হঠাৎ অতিথির আগমন হবে। প্রেমজ জীবনে সুখ আসবে। দাম্পত্য সম্পর্কে আনন্দ ও উষ্ণতা থাকবে। সন্তানদের নিয়ে চিন্তা আসতে পারে।
প্রতিকার: দুধ ও দই খাওয়ায় উপকার পাবেন।

মীন/ Pisces রাশিফল Rashifal

স্বাস্থ্য ও সৌন্দর্যে উন্নতি হবে। অর্থ ঋণ দেবেন না। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। প্রেমে চমক আসবে। ভাইবোনের সঙ্গে সিনেমা দেখে সময় কাটতে পারে। দাম্পত্য জীবনে মানসিক বন্ধন দৃঢ় হবে।
প্রতিকার:
খালি পাত্রে ব্রোঞ্জের টুকরো রাখলে অর্থভাগ্য ভালো হবে। 

bengali Ajker Rashifal