Mediclaim Policy: মেডিক্লেম রিনিউ করার আগে এগুলো অবশ্যই জানুন, না হলে পস্তাবেন!

Mediclaim Policy: মেডিক্লেম করার আগে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হয়। এগুলো না জানলে ঠিক সময়ে বড়সড় অসুবিধার মুখে পড়তে পারেন। তাই আগে থেকেই সচেতন হোন।

Mediclaim Policy: মেডিক্লেম করার আগে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হয়। এগুলো না জানলে ঠিক সময়ে বড়সড় অসুবিধার মুখে পড়তে পারেন। তাই আগে থেকেই সচেতন হোন।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Mediclaim Policy

Mediclaim Policy: মেডিকেল ইন্স্যুরেন্স টিপস।

Mediclaim Policy: অনেকেই না ভেবে অথবা কম প্রিমিয়াম বা আকর্ষণীয় অফারের লোভে ভুল মেডিক্লেম পলিসি বেছে নেন। পরে যখন দাবি (Claim) করার সময় আসে, তখন নানা শর্ত, অপেক্ষার সময় (Waiting Period) আর সীমাবদ্ধতার কারণে সংশ্লিষ্ট ব্যক্তিকে সমস্যায় পড়তে হয়। তাই মেডিক্লেম করার আগে বা পলিসি রিনিউ করার আগে কিছু বিষয় অবশ্যই দেখে নিতে হবে।

১. নেটওয়ার্ক হাসপাতালের তালিকা দেখুন

Advertisment

প্রথমেই নিশ্চিত করুন যে আপনার এলাকার পরিচিত এবং ভালো হাসপাতালগুলি বিমা কোম্পানির নেটওয়ার্কের অন্তর্ভুক্ত আছে কিনা। নেটওয়ার্কে থাকলে Cashless Treatment পাওয়া যায়, ফলে হঠাৎ বড় অঙ্কের টাকা জোগাড় করতে হয় না।

আরও পড়ুন- 'পাকিস্তানের চর'! স্টিফেন হাউস প্রচার, জানুন অতুল্য ঘোষের অন্য লড়াই

২. কভারেজের সীমা ও শর্ত জেনে নিন

Advertisment

সব মেডিকেল পলিসি সব রোগ কভার করে না। কিছু রোগের জন্য আলাদা ওয়েটিং পিরিয়ড থাকে। যেমন: ডায়াবেটিস, হার্ট ডিজিজ বা মাতৃত্বজনিত খরচ। তাই চুক্তিপত্র ভালো করে পড়ে নিন।

আরও পড়ুন- পোকা দানবের আতঙ্ক! বর্ষায় এই ঘরোয়া কায়দায় বাঁচান খাবার, শস্য

৩. প্রি ও পোস্ট-হসপিটালাইজেশন খরচ

অনেক সময় হাসপাতালে ভর্তির আগে ও ছাড়ার পরেও ওষুধ, টেস্ট এবং ফলোআপের খরচ থাকে। পলিসি এগুলো কভার করে কি না অবশ্যই দেখে নিন।

আরও পড়ুন- বর্ষাতেও চাই কোরিয়ানদের মত উজ্জ্বলতা? ঘরের জিনিসেই মুখ রাখুন দাগমুক্ত

৪. ক্লেম সেটেলমেন্ট রেশিও

যে বিমা কোম্পানির ক্লেইম সেটেলমেন্ট রেশিও (Claim Settlement Ratio) ভালো, সেই কোম্পানিকে অগ্রাধিকার দিন। কারণ আপনার প্রিমিয়ামের টাকা দেওয়া সহজ, কিন্তু সময়মতো ক্লেম পাওয়া কঠিন হতে পারে যদি কোম্পানির রেকর্ড খারাপ হয়।

আরও পড়ুন- দিনের বেলায় ঝিমুনি আসছে? এই ৫ জিনিসই ভিলেন! বন্ধ করুন

৫. রুম ভাড়া সীমা (Room Rent Limit)

অনেক পলিসিতে প্রতিদিনের রুম ভাড়ার সীমা থাকে। আপনি যদি প্রাইভেট রুম চান আর পলিসিতে জেনারেল ওয়ার্ড পর্যন্ত কভার থাকে, তবে অতিরিক্ত খরচ আপনাকেই বহন করতে হবে।

৬. ওয়েটিং পিরিয়ড সম্পর্কে জেনে নিন

অধিকাংশ কোম্পানি কিছু রোগের জন্য ২ থেকে ৪ বছরের ওয়েটিং পিরিয়ড দেয়। এই সময়ের মধ্যে সেই রোগে আক্রান্ত হলে খরচ আপনাকেই বহন করতে হবে। তাই আগে থেকেই জেনে নিন।

৭. ট্যাক্স বেনিফিট

মেডিকেল ইন্স্যুরেন্স নেওয়ার মাধ্যমে আপনি ৮০ডি আয়কর আইন (Income Tax Act 80D)-এর অধীনে ট্যাক্স ছাড়ও পেতে পারেন। ফলে একদিকে স্বাস্থ্য সুরক্ষা, অন্যদিকে ট্যাক্স সেভিংস—দুটোই হবে।

৮. ফ্যামিলি ফ্লোটার বনাম ইন্ডিভিজুয়াল পলিসি

যদি পুরো পরিবারের জন্য বিমা চান, তবে ফ্যামিলি ফ্লোটার প্ল্য়ান (Family Floater Plan) নিতে পারেন। এতে একটাই সামগ্রিক কভার থাকে, যা পরিবারের যে কেউ ব্যবহার করতে পারে। তবে বয়স্ক বাবা-মায়ের জন্য আলাদা পলিসি নেওয়াই ভালো।

৯. নগদহীন চিকিৎসা সুবিধা (Cashless Claim)

আজকাল প্রায় সব কোম্পানি ক্যাশলেশ ক্লেইম (Cashless Claim)-এর সুবিধা দেয়, তবে নিশ্চিত করুন যে এটি আপনার বেছে নেওয়া হাসপাতালগুলিতেও প্রযোজ্য।

১০. প্রিমিয়াম ও রিনিউয়াল শর্ত

প্রথম বছর কম প্রিমিয়াম দেখে সিদ্ধান্ত নেওয়ার ভুল করবেন না। ভবিষ্যতে প্রিমিয়াম কেমন বাড়বে, আজীবন রিনিউয়ালের সুবিধা আছে কি না, এগুলোও দেখে নিন।

একটি সঠিক মেডিক্লেম পলিসি (Medical Policy) আপনার এবং আপনার পরিবারের আর্থিক সুরক্ষার জন্য অপরিহার্য। তাই শুধু বিজ্ঞাপন দেখে নয়, বরং নেটওয়ার্ক হাসপাতাল, ক্লেম সেটেলমেন্ট, কভারেজ, ওয়েটিং পিরিয়ড ইত্যাদি যাচাই করে তবেই সিদ্ধান্ত নিন।

Policy Medical