/indian-express-bangla/media/media_files/2025/06/21/today-sunday-horoscope-2025-06-21-22-40-31.jpeg)
Today Sunday horoscope- রবিবারের রাশিফল।
Ajker Rashifal Bengali, 05 October 2025: আজকের দিনটি বিভিন্ন রাশির জীবনে রেখাপাত করতে চলেছে। জেনে নিন কীভাবে সেটা হতে পারে।
মেষ/ Aries রাশিফল Rashifal
ব্যবসায়ীদের দিনটি রোজগারের জন্য ভালো। চাকরিজীবীদের বকেয়া টাকা আদায় হবে। বড় ভাই বোনের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়তে পারেন। আয় বা রোজগারে উন্নতি হতে শুরু করবে।
আরও পড়ুন- দিঘার পথেই দুর্গ! পশ্চিম মেদিনীপুরের রহস্যঘেরা কুরুম্বেরা ফোর্টের ইতিহাস শুনলে অবাক হয়ে যাবেন
বৃষ/ Taurus রাশিফল Rashifal
সকাল সকালই কাজে কর্মে মনযোগী হতে হবে। ব্যবসায়িক কাজে প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন। বেকারদের কর্মলাভের ক্ষেত্রে কিছু জটিলতা তৈরি হবে। তবে বিদেশে কাজ পাওয়া নিয়ে কোন বাধা নেই।
আরও পড়ুন- কোজাগরী লক্ষ্মীপুজোর জন্য, বাড়িতেই সহজে বানান এই স্পেশাল নারকেলের লাড্ডু
মিথুন/ Gemini রাশিফল Rashifal
উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যে উন্নতির সম্ভাবনা। সাংসারিক কাজে গুরুজনদের সাহায্য পেতে পারেন। ধর্মীয় এবং আধ্যাত্মিক ক্ষেত্রে উন্নতিলাভের যোগ।
আরও পড়ুন- কোজাগরী লক্ষ্মীপুজো কেন রাতেই করা হয়? কারণ জানলে আশ্চর্য হবেন!
কর্কট/ Cancer রাশিফল Rashifal
আজ শেয়ার ব্যবসায়ীদের বেশ সতর্ক হতে হবে। ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে কিছু টাকা ঋণ করতে বাধ্য হতে পারেন। ব্যাংকার ও বিমা কর্তাদের জন্য আজ ভালো রোজগারের দিন।
আরও পড়ুন- দুর্গাপূজার পর কতদিন শুভ বিজয়া বলা যায়? জেনে নিন সঠিকটা কী?
সিংহ/ Leo রাশিফল Rashifal
দাম্পত্য জীবনে উন্নতির সম্ভাবনা। অবিবাহিতদের বিয়ের আলোচনা এগোবে। আজ জীবনসঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। প্রভাবশালী ব্যাক্তির সাহায্য লাভের সম্ভাবনা রয়েছে।
কন্যা/ Virgo রাশিফল Rashifal
শরীর-স্বাস্থ্য বিষয়ে সতর্ক হোন। কর্মক্ষেত্রে আজ সহকর্মী ও অধিনস্ত কর্মচারীদের প্রচণ্ড সাহায্য লাভ করতে পারেন। নিজের বুদ্ধিকে এদিন কাজে লাগাতে পারলে পুরোনো সমস্যার সমাধান করতে পারবেন ।
তুলা/ Libra রাশিফল Rashifal
বিদ্যার্থীদের লেখাপড়ায় অগ্রগতি ঘটতে পারে।। ব্যবসায়িক ক্ষেত্রে ও সৃজনশীল কাজে সফলতার সম্ভাবনা রয়েছে। শিল্পী ও কলাকুশলীরা বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
পারিবারিক ও গৃহস্থালির কাজে আত্মীয় স্বজনের সাহায্য পেতে পারেন। গৃহে স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে অগ্রগতি হবে। কর্মক্ষেত্রে আজ প্রত্যাশা পূরণের সম্ভাবনা রয়েছে।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
আজ গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায় ভালো রোজগার হওয়ার সম্ভাবনা। মধ্যস্ততার কাজে উন্নতির আশা রয়েছে। গৃহস্থালি কাজে ছোট ভাই-বোনের বিরোধ বড় বাধা হয়ে উঠতে পারে।
মকর/ Capricorn রাশিফল Rashifal
আয় রোজগার বাড়ার সম্ভাবনা। ধারের টাকা আদায়ের সুযোগ আসতে পারে। সাংসারিক কাজে আত্মীয় কুটম্বদের সাহায্য লাভের সম্ভাবনা। ব্যবসায়িক কাজে অগ্রগতি হওয়ার প্রভূত সম্ভাবনা রয়েছে। সঞ্চয়ে আজ উন্নতির আশা রয়েছে।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
আজ ব্যক্তি জীবনে অপ্রত্যাশিত উন্নতি হতে পারে। নিজের রাগ এবং জেদ নিয়ন্ত্রণ করতে পারলে যে কোনও ভাবেই আজ সফল হতে পারেন। ব্যক্তি জীবনে ভুল সিদ্ধান্ত নিলে দীর্ঘমেয়াদে তা আপনার দুঃখের কারণ হয়ে উঠতে পারে।
মীন/ Pisces রাশিফল Rashifal
পারিবারিক ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক কাজে বিদেশ যাত্রার সুযোগ রয়েছে। আইনগত জটিলতায় আজ উন্নতির আশা ধাক্কা খেতে পারে। গৃহস্থালি কাজের জন্য দূরের যাত্রার যোগ রয়েছে।
আজকের রাশিফল (Rashifal 2025) আমাদের এটা শিখিয়ে দেয় যে জীবনে ব্যালেন্স (Balance) বা সামঞ্জস্যই মূলমন্ত্র। প্রেম, পরিবার, অর্থ এবং কর্মজীবনের মধ্যে ভারসাম্য রাখতে পারলে গ্রহ-নক্ষত্ররাও শুভফল দেবে।