/indian-express-bangla/media/media_files/2025/10/04/shubho-bijoya-2025-10-04-16-36-06.jpg)
Shubho Bijoya: শুভ বিজয়া।
Shubho Bijoya: দুর্গাপূজার পরেই বাঙালির জীবনে আসে বিজয়া দশমীর দিন। এই দিনটি শুধু আনন্দের নয়, বরং মায়ের বিদায়ের দিনও। তাই সকাল থেকেই এতে মিশে থাকে এক ধরনের মনখারাপ আর বিষণ্ণতা। এ কারণে এই দিনকে অনেকেই 'শুভ বিজয়া' বলতে দ্বিধা বোধ করেন। আসলে ‘শুভ বিজয়া’ বলা কোনও শাস্ত্রীয় বাধ্যবাধকতা নয়। এটি মূলত একটি ঐতিহ্যগত রীতি, যা প্রতিমা বিসর্জনের পর শুরু হয়। বাংলার বহু মণ্ডপে প্রতিমা বিসর্জন বিকেল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলে। তাই দশমীর সকালে বা দুপুরে শুভেচ্ছা জানানোর প্রথা প্রচলিত নয়।
দশমীর দিন থেকে কতদিন ‘শুভ বিজয়া’ বলা যায়?
আরও পড়ুন- কীভাবে চালু হল কোজাগরী লক্ষ্মীপুজো? জানেন না ৯০% ভক্তই!
প্রতিমা বিসর্জনের পরে:
দুর্গা প্রতিমার বিসর্জন সম্পন্ন হওয়ার পরই “শুভ বিজয়া” বলা মূলত প্রথা। কারণ তখনই দেবীর কৈলাসে ফিরে যাওয়ার আনুষ্ঠানিকতা শেষ হয়।একাদশীর দিন:
যেহেতু প্রতিটি মণ্ডপে বিসর্জনের সময় ভিন্ন, তাই কেউ কাউকে ভুলবশত সকাল বা দুপুরে শুভেচ্ছা পাঠালে সেটা রীতিগতভাবে ঠিক না-ও হতে পারে। সেক্ষেত্রে, পরের দিন অর্থাৎ একাদশীতে ‘শুভ বিজয়া’ জানানো পুরোপুরি গ্রহণযোগ্য এবং প্রথা অনুযায়ী ঠিক।লক্ষ্মীপূজোর আগে নাকি কালীপুজো পর্যন্ত?:
কোজাগরী লক্ষ্মীর আরাধনার আগে পর্যন্ত শুভ বিজয়ার শুভেচ্ছা জানানো যায়। তবে, এখন দুর্গাপূজার পর থেকে কালীপুজো পর্যন্ত শুভ বিজয়া জানানো হয়ে থাকে।
আরও পড়ুন- কবে কোজাগরী লক্ষ্মীপূজা, ৬ না ৭ অক্টোবর, কতক্ষণ থাকবে পূর্ণিমা?
কেন দশমীর দিনকে 'বিজয়া দশমী' বলা হয়?
আরও পড়ুন- রাহুর অশুভ প্রভাব কাটাতে দুর্গার এই রূপের জুড়িমেলা ভার! কীভাবে করবেন আরাধনা?
পৌরাণিক কাহিনী অনুসারে, দেবী দুর্গা আশ্বিন মাসের কৃষ্ণা চতুদর্শীতে আবির্ভূত হন। পরবর্তী ৯ দিন মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করে দশমীতে জয়লাভ করেন। তাই বিজয়া দশমীর দিনকেই বিজয় ও আনন্দের প্রতীক হিসেবে ‘শুভ বিজয়া দশমী’ বলা হয়।
আরও পড়ুন- পুজোর ছুটিতে ঘুরে আসুন ঝান্ডি, মোহময়ী দৃশ্য আর কাঞ্চনজঙ্ঘা মন ভরাবেই
দেবীর প্রতিমা বিসর্জনের পরে ভক্তরা একে অপরকে মিষ্টিমুখ করান। পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এটি শুধু আনন্দ নয়, বরং পরস্পরের প্রতি শুভকামনার প্রকাশও বটে। বিজয়াতে মিষ্টিমুখের পাশাপাশি কোলাকুলির মাধ্যমেো পরস্পরের প্রতি শুভচ্ছে বিনিময় করেন ভক্তরা।