Ajker Rashifal Bengali, 06 October 2025: মেষ থেকে মীন, আজকের রাশিফল দেখুন একনজরে!

Today Thursday Horoscope, 06 October, 2025: মেষ থেকে মীন—জেনে নিন আজকের দিন কেমন যাবে। কর্মজীবন, পারিবারিক সম্পর্ক ও আর্থিক ভাগ্য নিয়ে বিস্তারিত রাশিফল দেখুন।

Today Thursday Horoscope, 06 October, 2025: মেষ থেকে মীন—জেনে নিন আজকের দিন কেমন যাবে। কর্মজীবন, পারিবারিক সম্পর্ক ও আর্থিক ভাগ্য নিয়ে বিস্তারিত রাশিফল দেখুন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2024-08-31 at 7.28.35 PM

Today Monday Horoscope- সোমবারের রাশিফল।

Ajker Rashifal Bengali, 06 October 2025: আজকের দিনটি বিভিন্ন রাশির জীবনে আলাদা প্রভাব ফেলবে। কেমন সেই প্রভাব, বিস্তারিত জেনে নিন এখানে।

Advertisment

মেষ/ Aries রাশিফল Rashifal 

দিনটি ব্যয়বহুল থাকবে। ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায় রোজগার বাড়বে। বৈদেশিক ব্যবসায় চলমান আইনগত জটিলতা দূর হতে পারে। তবে আমদানি-রপ্তানি সংক্রান্ত খরচ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন- দার্জিলিং, ডুয়ার্সে ভয়াবহ বৃষ্টি ও ভূমিধসে মৃত্যু, ভারতে ধস কেন এত বেশি হচ্ছে?

Advertisment

বৃষ/ Taurus রাশিফল Rashifal

আয়ে কিছু বাধা দেখা দিতে পারে। বড় ভাই-বোনের সঙ্গে পারিবারিক বিষয়ে মতবিরোধ এড়ান। গৃহস্থালি কাজে ঝামেলা হতে পারে। বন্ধুদের সঙ্গে আর্থিক লেনদেন না করাই আজ বুদ্ধিমানের কাজ।

আরও পড়ুন- কেন সরাতে হয় লক্ষ্মীপুজো? জানেন লক্ষ্মী পুজোর কতরকম সরা আছে?

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

কর্মক্ষেত্রে উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে মতানৈক্য তৈরি হতে পারে। গৃহস্থালি জীবনে পিতার সঙ্গে মতভেদ এড়ান। প্রভাবশালী ব্যক্তির সঙ্গে বিবাদে না জড়ানোই ভালো। ব্যবসায়িক বিষয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন।

আরও পড়ুন- বৃহস্পতিবারের লক্ষ্মীপুজো থেকে কোজাগরী পূজা কেন আলাদা? জানুন তাৎপর্য

কর্কট/ Cancer রাশিফল Rashifal

আজ শেয়ার ব্যবসায়ীদের বেশ সতর্ক হতে হবে। ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে কিছু টাকা ঋণ করতে বাধ্য হতে পারেন। ব্যাংকার ও বিমা কর্তাদের জন্য আজ ভালো রোজগারের দিন।

আরও পড়ুন- কোজাগরী লক্ষ্মীপুজোয় মানুন এই ১০ টোটকা, ঘরে উথলে উঠবে সুখ

সিংহ/ Leo রাশিফল Rashifal 

আজ আর্থিক ঝুঁকি এড়িয়ে চলুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করাই শ্রেয়। আয় রোজগারে সতর্ক থাকুন। কাউকে টাকা ধার দিলে তা ফেরত না পাওয়ার সম্ভাবনা প্রবল।

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

দাম্পত্য জীবনে অশান্তি দেখা দিতে পারে। জীবনসঙ্গীর মন খারাপ থাকবে। অংশীদারিত্ব ব্যবসায় ঝামেলা হতে পারে। নতুন বিনিয়োগের পরিকল্পনা আপাতত স্থগিত রাখুন।

তুলা/ Libra রাশিফল Rashifal

শরীরের যত্ন নিন। বিশেষ করে কোমর ও পায়ের ব্যথা দেখা দিতে পারে। কর্মচারী বা সহকর্মীর সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে ধৈর্য ধরুন।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

আজ শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ হারাতে পারেন। সৃজনশীল কাজে বাধা আসবে। সন্তানদের প্রতি ধৈর্যশীল হন। শিল্পী ও খেলোয়াড়দের আরও অধ্যবসায় দরকার।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

পারিবারিক কলহ এড়িয়ে চলুন। আত্মীয়দের সঙ্গে বিবাদে জড়ানো থেকে বিরত থাকুন। স্থাবর সম্পত্তি নিয়ে আইনি জটিলতা দেখা দিতে পারে।

মকর/ Capricorn রাশিফল Rashifal

গার্মেন্টস বা বস্ত্র ব্যবসায় শ্রমিক অসন্তোষের সম্ভাবনা। ভুল তথ্য বা গুজবে বিভ্রান্ত না হওয়াই ভালো। ছোট ভাই-বোন বা প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

আয়-রোজগারে বাধা দেখা দিতে পারে। খুচরা বা পাইকারি ব্যবসায়ীদের বকেয়া টাকার সমস্যা বাড়বে। ব্যয় নিয়ন্ত্রণে রাখুন, অপ্রয়োজনীয় ঋণ থেকে দূরে থাকুন।

মীন/ Pisces রাশিফল Rashifal

মানসিক দৃঢ়তা বাড়ান। শরীর ও মন দুটোই দুর্বল থাকলে সমস্যা বাড়বে। পারিবারিক জীবনে বিভ্রান্তি তৈরি হতে পারে। আর্থিক চাপও থাকতে পারে।

আজকের রাশিফল (Rashifal 2025) আমাদের এটা শিখিয়ে দিল যে জীবনে বাধা-বিপত্তি থাকে। তার মধ্যে দিয়েই এগিয়ে চলতে হয়। কারণ, চলার অন্য নামই জীবন।

bengali Ajker Rashifal