Kojagari Lakshmi Puja: কোজাগরী লক্ষ্মীপুজোয় মানুন এই ১০ টোটকা, ঘরে উথলে উঠবে সুখ

Kojagari Lakshmi Puja 2025: দেবী লক্ষ্মীর কৃপা সারাবছর পেতে কোজাগরী লক্ষ্মীপুজোয় পালন করুন এই ১০ বিশেষ টোটকা। এতে জীবনে সুখ-সমৃদ্ধির জোয়ার আসে। বিস্তারিত জেনে নিন এখানে।

Kojagari Lakshmi Puja 2025: দেবী লক্ষ্মীর কৃপা সারাবছর পেতে কোজাগরী লক্ষ্মীপুজোয় পালন করুন এই ১০ বিশেষ টোটকা। এতে জীবনে সুখ-সমৃদ্ধির জোয়ার আসে। বিস্তারিত জেনে নিন এখানে।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Laxmi Narayan

Laxmi Narayan: লক্ষ্মী-নারায়ণ।

Kojagari Lakshmi Puja 2025: কোজাগরী পূর্ণিমা বাংলায় হিন্দুদের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। প্রতিবছর ৬ অক্টোবর এই দিনটি আসে। এই সময় লক্ষ্মীদেবীর আরাধনা ঘরে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে। এই পুজোকে সুখ-সমৃদ্ধির প্রতীক হিসেবে পালন করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই দিন বিশেষ কিছু টোটকা পালন করলে ঘরে সারা বছর দেবী লক্ষ্মীর কৃপা থাকে।

Advertisment

লক্ষ্মীপুজোয় মানুন এই ১০ টোটকা

১) ধান, কয়েন ও সুপারি পাত্রে রাখা
লক্ষ্মীপুজোর সময় একটি পাত্র কানা পর্যন্ত ধান দিয়ে তাতে একটি টাকার কয়েন, একটি সুপারি, পাঁচটি কড়ি, একটি হরিতকি এবং পান রাখুন। এই পাত্রটি দেবীর পায়ের সামনে রাখুন। এটি অর্থ ও সমৃদ্ধি আনার প্রতীক।

আরও পড়ুন- কার্নিভাল বাড়িয়েছে পুজোর রেশ! দশমী নয়, আজই কলকাতায় এবারের দুর্গাপূজার ইতি

Advertisment

২) নারকেল ও চিঁড়ে ভোগ
পুজোর সময় লক্ষ্মীদেবীকে অবশ্যই নারকেল জল এবং চিঁড়ে ভোগ হিসেবে দিন। যাঁরা উপবাস রেখেছেন, তাঁরা এই ভোগ খেয়ে উপবাস ভাঙবেন। এটি পুজোর বিশেষ নিয়ম।

আরও পড়ুন- কাজে লাগান জ্যোতিষীর এই টিপস, দিনকে করুন সফল!

৩) নতুন প্রতিমা ও পানের ব্যবহার
যাঁরা প্রতিবার নতুন লক্ষ্মী প্রতিমা কিনে আনেন, তাঁদের প্রতিমা কিনতে যাওয়ার সময় একটি পান সঙ্গে নিয়ে যেতে হবে। প্রতিমার মুখ পাতা দিয়ে ঢেকে ঘরে আনা হবে। এটি ঘরে সমৃদ্ধি ও শান্তি আনার একটি পদ্ধতি।

আরও পড়ুন- কোজাগরী লক্ষ্মীপুজো কেন রাতেই করা হয়? কারণ জানলে আশ্চর্য হবেন!

৪) উলুধ্বনি দেওয়া
নতুন ঠাকুর প্রবেশ করানোর সময় উলুধ্বনি দিতেই হবে। এটি ঘরে দেবীর কৃপা আকর্ষণ করার জন্য অত্যন্ত শুভ।

আরও পড়ুন- কবে কোজাগরী লক্ষ্মীপূজা, ৬ না ৭ অক্টোবর, কতক্ষণ থাকবে পূর্ণিমা?

৫) সিদ্ধি ও দূর্বা দিয়ে ঘটস্থাপন
ঘটস্থাপনের সময় সামান্য সিদ্ধি এবং একগুচ্ছ দূর্বা দিন। এটি ঘরের অর্থনৈতিক ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে।

৬) গোমতী চক্রের ব্যবহার
পুজোর সময় মায়ের আসনে একটি গোমতী চক্র রাখুন। পুজো শেষে সেই চক্রটি টাকা রাখার স্থানে রাখুন। এটি অর্থ সংরক্ষণ ও বৃদ্ধি করার প্রথাগত নিয়ম।

৭) লাল বস্ত্রের গুরুত্ব
লক্ষ্মীদেবীকে লাল বস্ত্র অর্পণ করুন এবং নিজেও লাল বস্ত্র পরে পুজো করুন। লাল রং শুভ, শক্তি ও সমৃদ্ধি আনার প্রতীক।

৮) ক্ষীর বা পায়েসের ভোগ
এই দিন মায়ের জন্য ক্ষীর বা পায়েস ভোগ করা অত্যন্ত শুভ। এটি ঘরে সমৃদ্ধি ও সুখ নিয়ে আসে।

৯) পাঁচালি পাঠ করা
পুজোর পর মায়ের পাঁচালি অবশ্যই পাঠ করতে হবে। এটি দেবীর কৃপা ও আশীর্বাদ স্থায়ী করে।

১০) নারায়ণের পুজো
কোজাগরী লক্ষ্মীপুজোর দিন নারায়ণের পুজো করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি ঘরে ঐশ্বরিক শক্তি ও সুখ বৃদ্ধি করে।

এই ১০টি টোটকা পালনের মাধ্যমে আপনার ঘরে মা লক্ষ্মীর কৃপা অবিরত থাকবে। ধ্যান ও পূজার মাধ্যমে শুধুমাত্র অর্থ নয়, মানসিক শান্তি ও আধ্যাত্মিক শক্তিও বাড়ে। কোজাগরী লক্ষ্মীপুজো একটি বিশেষ দিন, তাই প্রতিটি নিয়ম ও উপায় মন দিয়ে পালন করলে সারা বছর ঘরে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। কোজাগরী লক্ষ্মীপুজো শুধু আধ্যাত্মিক দিক থেকে নয়, অর্থনৈতিক ও সামাজিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। এই দিন বিশেষ টোটকা অনুসরণ করলে আপনার জীবনকে আরও সমৃদ্ধ ও সুখময় করা সম্ভব। তাই ৬ অক্টোবর, ২০২৫ তারিখে এই টোটকা অনুযায়ী পুজো করা অবশ্যই শুভ।

Kojagari Lakshmi Puja 2025