Ajker Rashifal Bengali, 12 October 2025: আজ কী আছে আপনার ভাগ্যে? দেখুন আজকের রাশিফল

Today Thursday Horoscope, 12 October, 2025: মেষ থেকে মীন, বিভিন্ন রাশির জাতকদের জন্য আজকের দিন কী বার্তা দিচ্ছে, বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।

Today Thursday Horoscope, 12 October, 2025: মেষ থেকে মীন, বিভিন্ন রাশির জাতকদের জন্য আজকের দিন কী বার্তা দিচ্ছে, বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।

author-image
IE Bangla Web Desk
New Update
today sunday horoscope

Today Sunday horoscope- রবিবারের রাশিফল।

Ajker Rashifal Bengali, 12 October 2025: আজ কোন রাশির ভাগ্য উন্নতির পথে, কর্মক্ষেত্রে কারা পেতে চলেছেন সাফল্য? বিস্তারিত জেনে নিন আজকের রাশিফল। 

Advertisment

মেষ/ Aries রাশিফল Rashifal 

আজ বিদেশ যোগাযোগে উন্নতির সম্ভাবনা। মধ্যস্থতার কাজে ভালো আয় হবে। ছোট ভাইবোনের সঙ্গে সম্পর্ক উন্নত হবে।

আরও পড়ুন- স্বাদে, গন্ধে খাসা! রবিবারই বানিয়ে ফেলুন মাংসের গরগরা

বৃষ/ Taurus রাশিফল Rashifal

আয় বৃদ্ধি ও নতুন বিনিয়োগের সুযোগ আসবে। খাদ্য বা পানীয় ব্যবসায় লাভের সম্ভাবনা। বকেয়া বিল আদায়ে অগ্রগতি হবে।

Advertisment

আরও পড়ুন- কলকাতার সবচেয়ে সস্তা লাইটের বাজার, দীপাবলির আগেই জমজমাট!

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

আজ কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। পুরোনো ঝামেলা দূর হবে। আত্মবিশ্বাসে ভরপুর একটি দিন।

আরও পড়ুন- কলকাতার এই ঐতিহাসিক মন্দির, আজও হয় জীবন্ত দেবীর আরাধনা!

কর্কট/ Cancer রাশিফল Rashifal

বিদেশ যাত্রা বা প্রবাসী বন্ধুর সাহায্যের যোগ। ব্যয় বৃদ্ধি পেতে পারে, তবে কর্মক্ষেত্রে উন্নতি নিশ্চিত।

আরও পড়ুন- অযথা পা নাড়ানোর অভ্যাসে হতে পারে অমঙ্গল, ক্ষতি হতে পারে অর্থভাগ্যেরও!

সিংহ/ Leo রাশিফল Rashifal 

চাকরিজীবীদের বকেয়া অর্থ ফেরত আসবে। গৃহস্থালির কাজে বড় ভাইবোনের সহায়তা পাবেন। ঠিকাদারি কাজে এটাই ভালো সময়।

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

কর্মক্ষেত্রে উন্নতি, বেকারদের চাকরির সম্ভাবনা। পিতার সহযোগিতা পাবেন। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে।

তুলা/ Libra রাশিফল Rashifal

ভাগ্যোন্নতির দিন। বিদেশযাত্রার সুযোগ তৈরি হতে পারে। ধর্মীয় কাজে মন শান্তি পাবে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

আর্থিক ঝুঁকি নিয়ে আজ সাফল্য পেতে পারেন। বিনিয়োগে সতর্ক থাকুন। ব্যবসার জন্য ঋণ নিতে হতে পারে।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

অংশীদারিত্বে ভালো লাভ। দাম্পত্য জীবনে সুখ ও শান্তি ফিরে আসবে। সঙ্গীর সহায়তা পাবেন।

মকর/ Capricorn রাশিফল Rashifal

সহকর্মী ও কর্মচারীদের সহায়তা লাভ। অতীতের অভিজ্ঞতা কাজে লাগান। অযথা উদ্বিগ্ন হবেন না।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

প্রেম ও সৃজনশীলতায় সফলতা। প্রিয়জনের জন্য উপহার কেনার সম্ভাবনা। শিল্পীদের আয়ের সম্ভাবনা বৃদ্ধি।

মীন/ Pisces রাশিফল Rashifal

কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ। আত্মীয়ের সহায়তায় সম্পত্তি সংক্রান্ত কাজের সমাধান। গৃহস্থালির খরচ বাড়বে।

আজকের রাশিফল অনুযায়ী দিনটি বেশিরভাগ রাশির জন্যই শুভ। ধৈর্য, মনোযোগ এবং ইতিবাচক মানসিকতা বজায় রাখলে সাফল্য নিশ্চিত। তাই, নিজের ওপর আস্থা রাখুন, শুভ ফল আপনার কাছে ধরা দেবে।

bengali Ajker Rashifal