/indian-express-bangla/media/media_files/2025/06/22/monday-horoscope-2025-06-22-21-22-49.jpeg)
Today Monday Horoscope: সোমবারের রাশিফল.।.
Ajker Rashifal Bengali, 13 October 2025: আজ কোন রাশির জাতকদের উন্নতি হবে, কর্মক্ষেত্রে কারা পাবেন সাফল্য? বিস্তারিত জেনে নিন রাশিফলে।
মেষ/ Aries রাশিফল Rashifal
আজ বিজ্ঞাপন সংস্থা বা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন ক্ষেত্রে কর্মলাভের সুযোগ আসবে। নতুন প্রশিক্ষণ বা অনলাইন কোর্স শুরু করার সময় অনুকূল। ব্যবসার প্রচারে বিনিয়োগে লাভ হবে।
আরও পড়ুন- রাজ্যের এই স্থাপত্যের সঙ্গে জডিয়ে সম্রাট শাহজাহানের ছেলের নাম, দেখতে যেতে পারেন সহজেই
বৃষ/ Taurus রাশিফল Rashifal
আজ আয় বৃদ্ধির সম্ভাবনা প্রবল। ব্যবসায় বকেয়া টাকা ফেরত পাবেন। চাকরিজীবীদের বকেয়া বেতন সংক্রান্ত সমস্যার সমাধান হবে। হোটেল বা রেস্তোরাঁ ব্যবসায় নতুন সুযোগ আসবে।
আরও পড়ুন- টিফিনটা করুন জমজমাট! মুচমুচে চিজি ফিশ ফ্রাই সহজে বানান ঘরেই
মিথুন/ Gemini রাশিফল Rashifal
আজ সামাজিক কাজ বা ক্লাব অ্যাক্টিভিটিতে সম্মান পাবেন। মানসিক ক্লান্তি কাটিয়ে উঠলে কর্মজীবনে অগ্রগতি হবে। পদোন্নতি বা দায়িত্ব বৃদ্ধির ইঙ্গিত রয়েছে।
আরও পড়ুন- কণিকা বন্দ্যোপাধ্যায়, শান্তিনিকেতন থেকে বিশ্ব মঞ্চ, মুগ্ধ করেছেন গানে!
কর্কট/ Cancer রাশিফল Rashifal
বিদেশযাত্রা বা বিদেশি সংস্থার সঙ্গে কাজের সুযোগ আসতে পারে। গৃহস্থালি ব্যয় বাড়বে, তবে পরিবারে আনন্দ থাকবে। প্রবাসী আত্মীয়ের সাহায্য পেতে পারেন।
আরও পড়ুন- কলকাতার সবচেয়ে সস্তা লাইটের বাজার, দীপাবলির আগেই জমজমাট!
সিংহ/ Leo রাশিফল Rashifal
বন্ধুদের সঙ্গে আনন্দমুখর সময় কাটবে। ব্যবসায় বকেয়া বিল আদায় সম্ভব। বড় ভাই-বোনের কাজে সময় দিতে হতে পারে। ঠিকাদার বা সাপ্লাই ব্যবসায় আর্থিক সাফল্য।
কন্যা/ Virgo রাশিফল Rashifal
আজ কর্মজীবনে উন্নতির যোগ। প্রভাবশালী কারও সহায়তায় ব্যবসায় সাফল্য পাবেন। সরকারি কর্মীদের কাজের চাপ বাড়লে সম্মানও বাড়বে।
তুলা/ Libra রাশিফল Rashifal
আজ ভাগ্যে উন্নতির দিন। উচ্চশিক্ষা বা বিদেশযাত্রার পরিকল্পনা সফল হবে। আমদানি-রফতানি ব্যবসায় লাভজনক সময়।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
আজ আর্থিক বিষয়ে সাবধানতা জরুরি। কাউকে ঋণ দিলে ঝুঁকি হতে পারে। ব্যাংকিং বা ইনভেস্টমেন্ট খাতে ব্যস্ত দিন কাটবে।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
দাম্পত্য জীবনে সুখ ও বোঝাপড়া বাড়বে। অংশীদার ব্যবসায় লাভের সম্ভাবনা। অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।
মকর/ Capricorn রাশিফল Rashifal
কর্মক্ষেত্রে সহকর্মীদের সহায়তা পাবেন। নতুন কর্মী নিয়োগের সম্ভাবনা। অর্থনৈতিক ঝুঁকি নেওয়া ঠিক নয়, আজ স্থিরতা বজায় রাখুন।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
প্রেমে সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু পরে মিটে যাবে। গৃহস্থালি কাজে সন্তানের সহায়তা পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার সম্ভাবনা প্রবল।
মীন/ Pisces রাশিফল Rashifal
আজ পারিবারিক কাজে সাফল্য পাবেন। ব্যবসায়ে প্রত্যাশা পূরণ হবে। বাড়ির আসবাবপত্র কেনার সম্ভাবনা, জমি কেনার প্রস্তাবও আসতে পারে।
আজকের রাশিফল অনুযায়ী দিনটি বেশিরভাগ রাশির জন্যই মোটের শুভ। ধৈর্য, মনোযোগ, ইতিবাচক মানসিকতা থাকলে সাফল্য নিশ্চিত। তাই, নিজের ওপর আস্থা রাখুন, আর চেষ্টা চালিয়ে যান।