/indian-express-bangla/media/media_files/jTaANk8OPMKeU1iDMfEl.jpeg)
Today Wednesday Horoscope: বুধবারের রাশিফল।
Ajker Rashifal Bengali, 15 October 2025: আজকের দিনটি শুরু হোক ইতিবাচক ভাবনা ও শুভ শক্তি দিয়ে। প্রতিটি রাশির জন্য দিনটি নতুন সম্ভাবনা, উন্নতি ও কিছু সতর্কবার্তা নিয়ে এসেছে। জেনে নিন আপনার রাশিফল
মেষ/ Aries রাশিফল Rashifal
আজ আপনার ভাগ্যে শুভ সম্ভাবনা প্রবল। পারিবারিক কাজে আত্মীয়দের সহযোগিতা পাবেন। গৃহস্থালী কাজে উন্নতির ইঙ্গিত। স্থাবর সম্পত্তি লাভের যোগ আছে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন সুযোগ আসতে পারে।
আরও পড়ুন- প্রাকৃতিক উপায়ে কেশ বানান ঘন, চকচকে ও খুশকিমুক্ত চুলের গোপন রহস্য!
বৃষ/ Taurus রাশিফল Rashifal
আজ যোগাযোগ ও মধ্যস্থতার মাধ্যমে আয় বাড়বে। ভাই-বোনের সহযোগিতায় গৃহস্থালি কাজে গতি আসবে। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন, তা আপনার কাজে সহায়ক হবে।
আরও পড়ুন- ওআরএস নাকি নারকেল জল, ডিহাইড্রেশন মোকাবিলায় কোনটি ভালো?
মিথুন/ Gemini রাশিফল Rashifal
আর্থিকভাবে লাভজনক দিন। সঞ্চয়ের চেষ্টা সফল হবে। খাদ্য বা পানীয় ব্যবসায় ভালো মুনাফা আসবে। আত্মীয়-স্বজনের আগমন ঘরে আনন্দ আনবে।
আরও পড়ুন- ৯৬-তম জন্মদিনে, অশোকতরু বন্দ্যোপাধ্যায়কে ফিরে দেখা!
কর্কট/ Cancer রাশিফল Rashifal
আজ আপনার কর্মক্ষেত্রে উন্নতি ও স্বীকৃতি পাওয়ার দিন। ব্যবসায় নতুন উদ্যোগে সফল হবেন। প্রেমজীবনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে।
আরও পড়ুন- ১৫০ বছরের পুজো, মনস্কামনা হয় পূরণ, জাগ্রত কেওড়াতলা শ্মশানকালীর এই কাহিনি জানেন?
সিংহ/ Leo রাশিফল Rashifal
বিদেশ যাত্রা বা আন্তর্জাতিক ব্যবসার সুযোগ তৈরি হতে পারে। আইনি ঝামেলা মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল। প্রবাসীদের জন্য আজ শুভ সংবাদ আসতে পারে।
কন্যা/ Virgo রাশিফল Rashifal
ব্যবসা ও ঠিকাদারিতে সাফল্য আসবে। তবে বড় ভাই-বোনের সঙ্গে মতবিরোধ হতে পারে, তাই সংযত থাকুন। নিজের দক্ষতায় উন্নতির সম্ভাবনা।
তুলা/ Libra রাশিফল Rashifal
কর্মক্ষেত্রে উন্নতি ও পদোন্নতির সম্ভাবনা রয়েছে। পিতার আশীর্বাদে বড় কাজে সাফল্য আসবে। প্রশাসনিক জটিলতা এড়িয়ে চলুন।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
ভাগ্য আজ আপনার পক্ষে। উচ্চশিক্ষা ও বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। আমদানি-রপ্তানি ব্যবসায় উন্নতি হবে।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
আজ আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকুন। চিকিৎসক ও ফার্মাসিস্টদের ভালো রোজগারের সম্ভাবনা।
মকর/ Capricorn রাশিফল Rashifal
সকল কাজেই উন্নতির ইঙ্গিত। অংশীদারী কাজে লাভজনক সময়। অবিবাহিতদের জন্য বিয়ে বা সম্পর্কের সম্ভাবনা প্রবল।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
সহকর্মী ও অধীনস্তদের সহযোগিতা পাবেন। স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকুন। পারিবারিক সম্পর্কে উন্নতি আসবে।
মীন/ Pisces রাশিফল Rashifal
আজ প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে শুভ দিন। মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হোন। সৃজনশীল পেশায় যুক্তদের আয়ের সুযোগ তৈরি হবে।
আজকের দিনটি মোটের উপর শুভ। মেষ, কর্কট, মকর ও মীন রাশির জাতকরা বিশেষভাবে উপকৃত হবেন। ধনু ও তুলা রাশিকে আর্থিক বিষয়ে একটু সাবধান থাকতে হবে।