/indian-express-bangla/media/media_files/2025/01/01/HnkiEJtWlNLXc4sO123C.jpeg)
Thursday Horoscope: লক্ষ্মীবারের রাশিফল।
Ajker Rashifal Bengali, 16 October 2025: আজকের দিনটি শুরু হোক এক ইতিবাচক ভাবনা ও শুভ শক্তি দিয়ে। প্রতিটি রাশির জন্যই এই দিন নতুন সম্ভাবনা, উন্নতি ও কিছু সতর্কবার্তা নিয়ে এসেছে। দেখে নিন আপনার আজকের রাশিফল
মেষ/ Aries রাশিফল Rashifal
আজ পারিবারিক কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে। সকালে কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মীয়দের সাহায্যে গৃহস্থালি কাজ সহজে শেষ হবে। বিকালের দিকে প্রেম ও ভালোবাসায় সফলতা মিলবে। তবে সন্তানের কারণে কিছু দুশ্চিন্তা তৈরি হতে পারে।
আরও পড়ুন- ধনত্রয়োদশীতে লক্ষ্মী ও ধন্বন্তরির পুজোয় কী উপকার, শুভ তিথি কখন?
বৃষ/ Taurus রাশিফল Rashifal
আজ আয় রোজগারের জন্য শুভ দিন। বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। সঞ্চয়ের সুযোগ পাবেন। যারা খুচরা বা পাইকারি ব্যবসায় জড়িত, তারা লাভবান হবেন। বিকালে ভাই-বোন বা প্রতিবেশীর সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে।
আরও পড়ুন- ধনতেরসেই কেনা হয় কেন, শাস্ত্রমতে ঝাড়ু রাখার নিয়মটা কী?
মিথুন/ Gemini রাশিফল Rashifal
আর্থিকভাবে লাভজনক দিন। সঞ্চয়ের চেষ্টা সফল হবে। খাদ্য বা পানীয় ব্যবসায় ভালো মুনাফা আসবে। আত্মীয়-স্বজনের আগমন ঘরে আনন্দ আনবে।
আরও পড়ুন- দীপাবলি কবে, ২০ না ২১ অক্টোবর? পুজোর আগেই ঘরে আনুন এই ৫ মূর্তি!
কর্কট/ Cancer রাশিফল Rashifal
আজ আপনার কর্মক্ষেত্রে উন্নতি ও স্বীকৃতি পাওয়ার দিন। ব্যবসায় নতুন উদ্যোগে সফল হবেন। প্রেমজীবনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে।
আরও পড়ুন-কালীপুজোর রাতে মহাসরস্বতীর পুজোয় মেতে ওঠে এই গ্রাম! জানেন কোথায়?
সিংহ/ Leo রাশিফল Rashifal
বিদেশ যাত্রা বা আন্তর্জাতিক ব্যবসার সুযোগ তৈরি হতে পারে। আইনি ঝামেলা মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল। প্রবাসীদের জন্য আজ শুভ সংবাদ আসতে পারে।
কন্যা/ Virgo রাশিফল Rashifal
ব্যবসা ও ঠিকাদারিতে সাফল্য আসবে। তবে বড় ভাই-বোনের সঙ্গে মতবিরোধ হতে পারে, তাই সংযত থাকুন। নিজের দক্ষতায় উন্নতির সম্ভাবনা।
তুলা/ Libra রাশিফল Rashifal
কর্মক্ষেত্রে উন্নতি ও পদোন্নতির সম্ভাবনা রয়েছে। পিতার আশীর্বাদে বড় কাজে সাফল্য আসবে। প্রশাসনিক জটিলতা এড়িয়ে চলুন।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
ভাগ্য আজ আপনার পক্ষে। উচ্চশিক্ষা ও বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। আমদানি-রপ্তানি ব্যবসায় উন্নতি হবে।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
আজ আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকুন। চিকিৎসক ও ফার্মাসিস্টদের ভালো রোজগারের সম্ভাবনা।
মকর/ Capricorn রাশিফল Rashifal
সকল কাজেই উন্নতির ইঙ্গিত। অংশীদারী কাজে লাভজনক সময়। অবিবাহিতদের জন্য বিয়ে বা সম্পর্কের সম্ভাবনা প্রবল।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
সহকর্মী ও অধীনস্তদের সহযোগিতা পাবেন। স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকুন। পারিবারিক সম্পর্কে উন্নতি আসবে।
মীন/ Pisces রাশিফল Rashifal
আজ প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে শুভ দিন। মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হোন। সৃজনশীল পেশায় যুক্তদের আয়ের সুযোগ তৈরি হবে।
মাথায় রাখতে হবে, মোটের ওপর আজকের দিনটি শুভ। মেষ, কর্কট, মকর ও মীন রাশির জাতকরা বিশেষভাবে উপকৃত হবেন। ধনু ও তুলা রাশিকে আর্থিক বিষয়ে একটু সাবধান থাকতে হবে।