Dhanteras 2025 Puja Time: ধনত্রয়োদশীতে দেবী লক্ষ্মী ও ধন্বন্তরির পুজো করলে বাড়ে অর্থভাগ্য, জেনে নিন শুভ সময় ও তিথি

Dhanteras 2025 Puja Time: ধনত্রয়োদশী ২০২৫ বা ধনতেরসের পুজো কবে? কখন দেবী লক্ষ্মী ও ধন্বন্তরির আরাধনা করলে অর্থভাগ্য বৃদ্ধি পায়? জেনে নিন ধনতেরসের শুভ সময়, তিথি ও অমৃতযোগ।

Dhanteras 2025 Puja Time: ধনত্রয়োদশী ২০২৫ বা ধনতেরসের পুজো কবে? কখন দেবী লক্ষ্মী ও ধন্বন্তরির আরাধনা করলে অর্থভাগ্য বৃদ্ধি পায়? জেনে নিন ধনতেরসের শুভ সময়, তিথি ও অমৃতযোগ।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Dhanteras 2025 Puja Time

Dhanteras 2025 Puja Time: জেনে নিন ধনতেরসের পুজোর তিথি।

Dhanteras 2025: ধনত্রয়োদশী বা ধনতেরস হল দীপাবলি উৎসবের প্রথম দিন, যা শুভ ধন, সমৃদ্ধি ও আরোগ্যের প্রতীক। শাস্ত্রমতে এই দিনটি এমন এক বিশেষ তিথি, যখন দেবতাদের চিকিৎসক ধন্বন্তরির সঙ্গে দেবী লক্ষ্মী সমুদ্রমন্থন থেকে আবির্ভূত হয়েছিলেন। তাই এই দিনে ধনসম্পত্তি, আয়ুর্বৃদ্ধি ও আর্থিক উন্নতির কামনায় লক্ষ্মী ও ধন্বন্তরির পূজা করা হয়।

Advertisment

ধনতেরস শব্দের অর্থ

‘ধন’ মানে সম্পদ বা অর্থ, আর ‘তেরস’ শব্দ এসেছে ‘ত্রয়োদশী’ থেকে। অর্থাৎ, ত্রয়োদশী তিথিতে পালিত ধনের উৎসবই ধনতেরস নামে পরিচিত। এই দিনেই দেবাসুরের সমুদ্রমন্থনে অমৃত, রত্ন ও দেবী লক্ষ্মীর আবির্ভাব হয়। পুরাণে বলা হয়েছে, এই তিথিতেই দেবতাদের চিকিৎসক ধন্বন্তরি দেব হাতে অমৃতপাত্র নিয়ে সমুদ্র থেকে উঠে এসেছিলেন। তাই তাঁকে আরোগ্য ও স্বাস্থ্যদাতা দেবতা হিসেবে পূজা করা হয়। অনেকেই এই দিন আয়ুর্বেদ সামগ্রী কেনেন বা ধন্বন্তরি মন্ত্র উচ্চারণ করেন সুস্বাস্থ্য লাভের আশায়।

আরও পড়ুন- দেবী জাগ্রত, আজও নিশুতি রাতে বন্ধ মন্দির থেকে ভেসে আসে চণ্ডীপাঠের শব্দ!

Advertisment

ধনতেরসের দিন দেবী লক্ষ্মীর আরাধনা করলে সংসারে ধন, ঐশ্বর্য ও স্থায়ী সমৃদ্ধি আসে বলে বিশ্বাস। বহু পরিবার এই দিন সোনা, রূপা, পিতল বা নতুন বাসন কেনাকে অত্যন্ত শুভ মনে করে, কারণ এটি বছরের প্রথম ‘লক্ষ্মী আহ্বান’-এর দিন। 

আরও পড়ুন- কলকাতার সবচেয়ে সস্তা লাইটের বাজার, দীপাবলির আগেই জমজমাট!

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে ধনতেরস ২০২৫

  • ত্রয়োদশী আরম্ভ:
    বাংলা: ১ কার্তিক, শনিবার
    ইংরেজি: ১৮ অক্টোবর, শনিবার
    সময়: দুপুর ১২টা ২১ মিনিট
    অমৃতযোগ: ভোর ৬টা ২৪ মিনিট থেকে অস্তাবধি নানা সময়ে শুভ।

আরও পড়ুন- অজান্তেই 'অশুভ' দেবদেবীর মূর্তি রেখে বাড়াচ্ছেন বিপদ? সুখের বদলে বাড়বে অশান্তি!

  • ত্রয়োদশী শেষ:
    বাংলা: ২ কার্তিক, রবিবার
    ইংরেজি: ১৯ অক্টোবর, রবিবার
    সময়: দুপুর ১টা ৫২ মিনিট

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে ধনতেরস ২০২৫

  • ত্রয়োদশী আরম্ভ:
    বাংলা: ৩১ আশ্বিন, শনিবার
    ইংরেজি: ১৮ অক্টোবর, শনিবার
    সময়: দুপুর ১টা ১৯ মিনিট ৩৫ সেকেন্ড

আরও পড়ুন- দেবীর ভোগ ডিম! জানুন ৪৫০ বছরের প্রাচীন কালীমন্দিরের আশ্চর্য কাহিনি!

  • ত্রয়োদশী শেষ:
    বাংলা: ১ কার্তিক, রবিবার
    ইংরেজি: ১৯ অক্টোবর, রবিবার
    সময়: দুপুর ১টা ৫২ মিনিট ৩৯ সেকেন্ড

লক্ষ্মী পূজার শুভ মুহূর্ত: সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত (অমৃত ও লাভ যোগে)। ধন্বন্তরি পূজার সময়: সকালে সূর্যোদয়ের পর থেকে দুপুর পর্যন্ত শ্রেষ্ঠ। এই সময় দেবী লক্ষ্মীর আরাধনা, প্রদীপ প্রজ্জ্বলন ও মন্ত্রপাঠ করলে সংসারে ধনলাভ, ব্যবসায়ে উন্নতি এবং রোগমুক্তি হয় বলে বিশ্বাস। 

পুজো করার সহজ নিয়ম

  1. ঘর বা ব্যবসার স্থানে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করুন।

  2. দক্ষিণমুখী বা পূর্বমুখী করে লক্ষ্মী ও ধন্বন্তরির প্রতিমা বা ছবি স্থাপন করুন।

  3. ধন, স্বর্ণমুদ্রা, বাসন বা নতুন সামগ্রী প্রতীকীভাবে পূজার আসনে রাখুন।

  4. লক্ষ্মী নমঃ” মন্ত্র জপ করে প্রদীপ জ্বালান।

  5. সন্ধ্যায় লক্ষ্মী স্তোত্র ও ধন্বন্তরি মন্ত্র পাঠ করলে শুভ ফল পাওয়া যায়।

ধনতেরসের পূজা অর্থ, স্বাস্থ্য ও সৌভাগ্য তিনটিকেই একত্রে আহ্বান করে। শাস্ত্রমতে, এই দিন যে ব্যক্তি সৎভাবে আরাধনা করে, তাঁর জীবনে ঋণমুক্তি, আর্থিক স্থিতি ও সুখ-সমৃদ্ধি আসে।