Diwali in 2025: দীপাবলি কবে, ২০ না ২১ অক্টোবর? পুজোর আগেই ঘরে আনুন এই ৫ মূর্তি!

Diwali in 2025: দীপাবলিতে যাঁরা লক্ষ্মী-গণেশ পুজো করেন, তাঁদের কয়েকটি বিষয় অবশ্যই নিশ্চিত করা উচিত। জানেন দীপাবলিতে কেন আলো জ্বালানো হয়? বিস্তারিত জেনে নিন এখানে।

Diwali in 2025: দীপাবলিতে যাঁরা লক্ষ্মী-গণেশ পুজো করেন, তাঁদের কয়েকটি বিষয় অবশ্যই নিশ্চিত করা উচিত। জানেন দীপাবলিতে কেন আলো জ্বালানো হয়? বিস্তারিত জেনে নিন এখানে।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Laxmi-Ganesh

Laxmi-Ganesh: লক্ষ্মী-গণেশ।

Diwali in 2025: হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব দীপাবলি বা দীপোৎসব। আলোর এই উৎসব শুধু ধর্মীয় নয়, এটি আনন্দ, ঐক্য ও শুভ্রতার প্রতীক। প্রতিবছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় এই উৎসব। এই দিন দেবী লক্ষ্মী, ভগবান গণেশ এবং কুবেরের পূজা করা হয়। কিন্তু, ২০২৫ সালে আশ্বিন মাসের অমাবস্যা দুই দিনে পড়ছে — যার ফলে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন দীপাবলি ঠিক কোন তারিখে পালিত হবে তা নিয়ে।

Advertisment

দীপাবলি (২০২৫) কবে?

দৃক পঞ্চাঙ্গ অনুযায়ী, আশ্বিন অমাবস্যা তিথি শুরু হবে ২০ অক্টোবর বিকাল ৩টে ৪৫ মিনিটে এবং শেষ হবে ২১ অক্টোবর বিকাল ৫টা ৫৫ মিনিটে। দীপাবলির পূজা নিশীথ কাল অর্থাৎ রাত্রিকালীন শুভ মুহূর্তে করা হয়, তাই এই বছর দীপাবলি পালিত হবে ২০ অক্টোবর, সোমবার। 

আরও পড়ুন- দীপান্বিতা অমাবস্যায় কালীপুজোর দিনে মহাসরস্বতীর পুজোয় মেতে ওঠে দ্বারকেশ্বরের তীরের কালাবতী গ্রাম

Advertisment

পৌরাণিক কাহিনী অনুসারে, এই দিনেই ভগবান শ্রী রাম ১৪ বছরের বনবাস শেষ করে অযোধ্যায় ফিরে আসেন মাতা সীতা ও লক্ষ্মণকে নিয়ে। অযোধ্যাবাসীরা শহরজুড়ে ঘি প্রদীপ জ্বালিয়ে তাঁর আগমন উদযাপন করেন। সেই থেকেই দীপাবলিতে প্রদীপ জ্বালানোর ঐতিহ্য শুরু হয়। তাই দীপাবলি শুধু আলোর উৎসব নয়। এর পিছনে রয়েছে পৌরাণিক তাৎপর্য। এটি শুভ শক্তির বিজয় এবং অন্ধকার দূর করার প্রতীক। 

আরও পড়ুন- কলকাতার উত্তর প্রান্তের প্রাচীন ‘সিদ্ধেশ্বরী কালী মন্দির’, জানেন-এর অলৌকিক ইতিহাস?

নিয়ে আসুন এই পাঁচ মূর্তি

দীপাবলিতে অনেকেই লক্ষ্মীপুজো করেন। তার আগে ঘরে রাখুন পাঁচটি মূর্তি। তাতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ মিলবে বলেই বিশ্বাস ভক্তদের। তার আগে যা নেতিবাচক শক্তি ছড়ায় যেমন ভাঙা জিনিস, বন্ধ ঘড়ি ঘর থেকে সরিয়ে ফেলা উচিত। বদলে ঘরে রাখা উচিত পিতল, তামা বা রূপার হাতির মূর্তি, পিতল, তামা বা রূপার তৈরি কচ্ছপ, কামধেনু গরুর মূর্তি, স্ফটিক বা ধাতু দিয়ে তৈরি পিরামিড, পাশাপাশি ঘরে পেঁচার মূর্তি রাখাও শুভ বলেই বিবেচনা করা হয়।    

আরও পড়ুন- ধনত্রয়োদশীতে দেবী লক্ষ্মী ও ধন্বন্তরির পুজো করলে বাড়ে অর্থভাগ্য, জেনে নিন শুভ সময় ও তিথি

দীপাবলিতে যাঁর লক্ষ্মী-গণেশ কেনেন, তাঁদের এগুলো মাথায় রাখা উচিত

গণেশ মূর্তি কেনার সময়, নিশ্চিত করুন যে এর শুঁড়টি বাম দিকে বাঁকা। শুঁড়টিতে দুটি বাঁক নেই। নিশ্চিত করুন যে লক্ষ্মী-গণেশের মূর্তি একসঙ্গে লাগানো নেই। গণেশের মূর্তিতে যেন একটি মোদক এবং বাহন ইঁদুর থাকে। সর্বদা বসা অবস্থায় দেবী লক্ষ্মীর মূর্তি কেনা উচিত। দেবী লক্ষ্মীর মূর্তিটি যেন তাঁর বাহন, পেঁচার ওপর বসে না থাকে। দেবী লক্ষ্মী যেন পদ্মফুলের ওপর বসে থাকেন। আর, তাঁর হাত বরমুদ্রায় থাকা উচিত। সেখান থেকে যেন সম্পদের বৃষ্টিপাত পরিষ্কার বোঝানো হয়। প্রতি বছর দীপাবলি পূজার সময় দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের মূর্তি পরিবর্তন করা উচিত। ধাতব মূর্তি হলে গঙ্গাজল দিয়ে পরিষ্কার করা উচিত।   

2025 Diwali