/indian-express-bangla/media/media_files/2xQj9YTq4oKuCbNj1IXV.jpeg)
Friday Horoscope: শুক্রবারের রাশিফল।
Ajker Rashifal Bengali, 17 October 2025: প্রতিদিনের শুরুতেই আমরা জানতে চাই— আজ আমাদের দিনটি কেমন যাবে? প্রেম, পরিবার, অর্থ বা কর্মজীবনে সুখ না দুঃখ আসবে? এই প্রতিবেদনে মেষ থেকে মীন — ১২ রাশির আজকের ভাগ্য বিশদে জেনে নিন।
মেষ/ Aries রাশিফল Rashifal
আজকের দিনটি সৃজনশীল কাজে উন্নতির। গোপন প্রেমের বিষয়ে সতর্ক থাকুন, কারণ ভুল বোঝাবুঝি হতে পারে। সন্তানের সঙ্গে মতভেদ বা আবেগজনিত দূরত্ব তৈরি হতে পারে। কাজের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, তবে ধৈর্য ধরুন।
আরও পড়ুন- বাংলায় কালীপুজোর জোয়ার, পিছনে এই ৩ সাধকের বিরাট অবদান!
বৃষ/ Taurus রাশিফল Rashifal
পরিবারে অশান্তি বা আত্মীয়দের মধ্যে মতানৈক্য হতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। রহস্যজনক কোনো কাজে সাফল্য পাবেন। বিনিয়োগে ঝুঁকি না নিলেই ভালো।
আরও পড়ুন- গানেই জিতেছিলেন দেবীর করুণা, রামপ্রসাদের এই সব অলৌকিক কাহিনি জানেন?
মিথুন/ Gemini রাশিফল Rashifal
ছোট ভাই-বোনের সঙ্গে ঝামেলা হতে পারে। গৃহস্থালি বিষয়ে অশান্তি দেখা দিতে পারে। ব্যবসায় নতুন উদ্যোগ নেওয়ার দিন নয়। মধ্যস্থতার কাজ জটিল হতে পারে, তাই সাবধান থাকুন।
আরও পড়ুন- ধনতেরসেই কেনা হয় কেন, শাস্ত্রমতে ঝাড়ু রাখার নিয়ম কী?
কর্কট/ Cancer রাশিফল Rashifal
বাণিজ্যে ভালো রোজগারের সম্ভাবনা আছে। রহস্যজনক উৎস থেকেও আয় হতে পারে। বাড়িতে আত্মীয়-স্বজন আসতে পারেন। তবে রেস্তোরাঁ ব্যবসায়ীরা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন।
আরও পড়ুন- দীপাবলি কবে, ২০ না ২১ অক্টোবর? পুজোর আগেই ঘরে এই ৫ মূর্তি আনুন!
সিংহ/ Leo রাশিফল Rashifal
পারিবারিক জটিলতা ও ভুল বোঝাবুঝির দিন। শরীরের প্রতি যত্ন নিন। কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে তর্ক এড়িয়ে চলুন। আবেগ নিয়ন্ত্রণে রাখাই শ্রেয়।
আরও পড়ুন- কালীপুজোর রাত, কেন মহাসরস্বতীর পুজোয় মেতে ওঠে এই গ্রাম?
কন্যা/ Virgo রাশিফল Rashifal
দূরে ভ্রমণের পরিকল্পনা থাকলে সতর্ক হোন। চুরি বা ছিনতাইয়ের ঝুঁকি আছে। ট্রাভেল বা বিদেশ-সম্পর্কিত ব্যবসায় সমস্যায় পড়তে পারেন। আইনগত বিষয়ে বিচক্ষণ সিদ্ধান্ত নিন।
তুলা/ Libra রাশিফল Rashifal
ব্যবসায় রহস্যজনক জটিলতা দেখা দিতে পারে। বড় ভাই-বোন বা বন্ধুর সঙ্গে মতানৈক্য এড়ান। অর্থনৈতিক বিষয়ে কারও ওপর অতিরিক্ত ভরসা না করাই ভালো।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
আজ ব্যক্তিগত ও সামাজিক জীবনে ভুল বোঝাবুঝির আশঙ্কা। পিতৃস্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। তবে প্রভাবশালী কারও সহায়তায় কাজে অগ্রগতি ঘটবে।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে সাফল্য পাবেন। গৃহস্থালী বিষয়ে গুরুজনদের সঙ্গে মতবিরোধ হতে পারে। রহস্যময় বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে, নতুন কিছু শিখতে পারেন।
মকর/ Capricorn রাশিফল Rashifal
গৃহে পাওনাদারের সঙ্গে সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায় প্রত্যাশিত লাভ নাও হতে পারে। আর্থিক বিষয়ে ভুল সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারেন।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি বা মতানৈক্যের আশঙ্কা। অংশীদারি ব্যবসা থেকে দূরে থাকতে পারেন। নতুন বিনিয়োগ না করাই শ্রেয়।
মীন/ Pisces রাশিফল Rashifal
শরীরের যত্ন নিন, কারণ হঠাৎ অসুস্থতা দেখা দিতে পারে। গৃহস্থালি কাজে সহায়তা পাবেন। আর্থিক বিষয়ে সাবধান থাকুন, অন্যের কথায় সিদ্ধান্ত নেবেন না।
আবেগ নয়, বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিন। যেদিন নিজের চিন্তাশক্তি পরিষ্কার থাকবে, সেদিনই ভাগ্যও আপনার পাশে থাকবে।