Ajker Rashifal Bengali, 1 September 2025: প্রেম, কর্মে নতুন মোড়, কী আছে আজ আপনার ভাগ্যে, দেখে নিন

Ajker Rashifal Bengali, 1 September 2025: মেষ থেকে মীন, জানুন আপনার আজকের ভবিষ্যৎ। প্রেম, স্বাস্থ্য, পরিবারে কী পরিবর্তন আসতে চলেছে, বিস্তারিত জেনে নিন এখানে।

Ajker Rashifal Bengali, 1 September 2025: মেষ থেকে মীন, জানুন আপনার আজকের ভবিষ্যৎ। প্রেম, স্বাস্থ্য, পরিবারে কী পরিবর্তন আসতে চলেছে, বিস্তারিত জেনে নিন এখানে।

author-image
IE Bangla Web Desk
New Update
WhatsApp Image 2024-08-31 at 7.28.35 PM

Today Monday Horoscope- 1 September, 2025: সোমবারের রাশিফল...

Ajker Rashifal Bengali, 1 September 2025: সেপ্টেম্বরের প্রথম দিনেই সৌরচক্রে একটি টার্নিং পয়েন্ট শুরু হয়েছে। আজকের দিনে স্থিতিশীলতার কিছুটা ঘাটতি থাকলেও প্রাণশক্তি, উদ্যম এবং কর্মস্পৃহা বাড়বে। যাঁরা অনেকদিন ধরে কিছু করতে চাইছেন কিন্তু শুরু করতে পারেননি, তাঁদের জন্য আজ দারুণ সময়।

মেষ/ Aries রাশিফল Rashifal 

Advertisment

গত মাসের ওঠানামা এখনও আপনার জীবনে প্রভাব ফেলছে। তবে মনে রাখবেন, আপনি দীর্ঘমেয়াদি এক শুভ চক্রের মধ্যে আছেন। আগামী বসন্তে আপনার কাঙ্ক্ষিত সম্মান আসবে। অযথা সঙ্গীর সঙ্গে ঝগড়া এড়িয়ে চলুন।

আরও পড়ুন- মায়ের দস্যি পল্টুই পরে অবলীলায় সামলালেন দেশের ভার, প্রয়াণ দিবসে প্রণব মুখোপাধ্যায়

বৃষ/ Taurus রাশিফল Rashifal

Advertisment

আপনার সাম্প্রতিক সাফল্যে গর্বিত হোন, যদিও সবাই হয়তো খেয়াল করেনি। কাজের জায়গায় বিশেষ করে আপনার চেষ্টা অচিরেই মূল্যায়িত হবে। তবে কারও সঙ্গে অতিরিক্ত চালাকির বা মিষ্টি কথায় ফাঁসানোর চেষ্টা করবেন না।

আরও পড়ুন- রাধাষ্টমী পালন তো করলেন, এই গল্পটি পড়েছেন? না-হলে কিন্তু আপনার ব্রত অসম্পূর্ণ!

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

ভালোবাসা এবং সামাজিক সম্পর্ক আপনার ভাগ্যে প্রধান ভূমিকা নিচ্ছে। প্রেমে নতুন সুযোগ আসতে পারে। সৃজনশীল কাজে অগ্রগতি ঘটবে, বিশেষত যদি প্রয়োজনীয় দক্ষতা ঝালাই করে থাকেন।

আরও পড়ুন- রাধারানির পুজো তো করলেন, সঙ্গে এটি করুন, সারা বছর ঘরে অর্থ আসবে!

কর্কট/ Cancer রাশিফল Rashifal

আজকের সিদ্ধান্ত আগামী সপ্তাহের কর্মপথ ঠিক করবে। এখনই ভাবুন—চলমান একটি বিষয় কি শেষ করবেন, নাকি সময়মতো থামিয়ে দেবেন। মনে রাখবেন, 'যা নষ্ট হয়নি, সেটিকে অযথা ঠিক করার দরকার নেই।'

আরও পড়ুন- রণে-বনে-জলে-জঙ্গলে, বিপদে-আপদে তিনিই বাঙালির ভগবান!

সিংহ/ Leo রাশিফল Rashifal 

পরিবার ও ঘরোয়া বিষয় গুরুত্ব পাচ্ছে। প্রতিশ্রুতি ও দায়বদ্ধতার প্রশ্ন উঠছে, তবে আবেগ যখন অস্পষ্ট, উত্তর খুঁজে পাওয়া কঠিন। সত্য খুঁজে বের করতে দ্বিগুণ চেষ্টা করুন।

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

আজ যোগাযোগই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। ভেবে দেখুন—আপনার কথা সবাই পরিষ্কারভাবে বুঝতে পেরেছে কি না। ভুল বোঝাবুঝি এড়াতে প্রয়োজনে নিজের ব্যাখ্যা আরেকবার দিন।

তুলা/ Libra রাশিফল Rashifal

পেশা বা সামাজিক জীবনে অদ্ভুত কিছু ঘটছে। অতীতে ফিরে তথ্য বা অনুপ্রেরণা খুঁজতে গিয়ে হয়তো মনে হয়েছে সময় নষ্ট হচ্ছে। তবে সপ্তাহ শেষের আগেই ভালো ফল পাবেন।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

চাঁদের প্রভাবে আপনার মনের ওঠানামা তীব্র হতে পারে। বাইরে গিয়ে সাফল্য পাওয়ার চেয়ে আজ ঘরে নিরাপদ পরিবেশে থাকা সুখকর হবে।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

আপনি আজ কিছুটা গোপনে থাকবেন। ভাবনাগুলো না বললেও ক্ষতি নেই, অন্যের চাপ নেবেন না। কর্মস্থলে নতুন দায়িত্ব আসতে পারে।

মকর/ Capricorn রাশিফল Rashifal

বুধের প্রভাবে বিভ্রান্তি বাড়তে পারে, তবে এর মধ্যেই অনুপ্রেরণাও পাবেন। প্রয়োজনে জীবনে বড় পরিবর্তনের পরিকল্পনা শুরু করুন।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

খুব শিগগিরই আপনাকে শক্তি ভাগ করার দিক নির্ধারণ করতে হবে। শুধু তথ্য নয়, হৃদয়ের বিশ্বাসকেও গুরুত্ব দিন। সেই বিশ্বাসে অন্যকে রাজি করাতে পারলেই সাফল্য আসবে।

মীন/ Pisces রাশিফল Rashifal

একগুচ্ছ গ্রহ আপনার কল্পনা ও সৃজনশীলতাকে সক্রিয় করেছে। তবে মনে রাখবেন, শুধু গৃহস্থালি নয়—কর্মজীবনেও আপনাকে সাফল্য খুঁজতে হবে।

bengali Ajker Rashifal