/indian-express-bangla/media/media_files/2025/08/31/radha-ashtami-1-2025-08-31-19-56-25.jpg)
Radha Ashtami: রাধা অষ্টমী ২০২৫।
Radha Ashtami Pujo: ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধা অষ্টমী। এই দিনটি দেবী রাধার জন্মবার্ষিকী হিসেবে উদযাপিত হয়। ভগবান শ্রীকৃষ্ণের জন্মের ১৫ দিন পর রাধার আবির্ভাব ঘটে। তাই এই দিনটি ভক্তরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করেন।
বৈদিক পঞ্জিকা বা পঞ্চাঙ্গ অনুসারে রাধাষ্টমী তিথি আছে ৩১ আগস্ট ২০২৫, রাত ১২:৫৭ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে এই কাহিনি পড়াই যেতে পারে। মনে রাখতে হবে যে, রাধা অষ্টমী শুধুমাত্র রাধার জন্মোৎসব নয়, এটি প্রেম, ভক্তি ও দাম্পত্য জীবনের মঙ্গল কামনার প্রতীক। ভক্তরা বিশ্বাস করেন, এই ব্রত পালন করলে রাধা-কৃষ্ণের কৃপায় সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে।
আরও পড়ুন- রণে-বনে-জলে-জঙ্গলে, বিপদে-আপদে তিনিই বাঙালির ভগবান!
গল্পটি জেনে নিন
আরও পড়ুন-রাধারানির পুজো তো করলেন, সঙ্গে এটি করুন, সারা বছর ঘরে অর্থ আসবে!
ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে, রাধার জন্মকাহিনী অত্যন্ত মনোমুগ্ধকর। একসময় রাধা ও শ্রীকৃষ্ণ গোলোক ধামে বাস করছিলেন। শ্রীকৃষ্ণ তখন তাঁর বন্ধু বীরজার সঙ্গে সময় কাটাচ্ছিলেন। যা দেখে রাধা রেগে গিয়েছিলেন। তখন কৃষ্ণভক্ত সুদামা রাধার আচরণে ব্যথিত হয়ে তাঁকে অভিশাপ দেন—'হে দেবী, তোমাকে পৃথিবীতে জন্ম নিতে হবে।'
আরও পড়ুন- যেন পথের দাবীর সব্যসাচী! জনতার 'ডাক্তার' যাদুগোপালই বিপ্লবীদের মাথা
রাধাজিও পালটা শ্রীদামাকে অভিশাপ দেন যে তাঁর রাক্ষস বংশে জন্ম হবে। ফলস্বরূপ শ্রীদামা পৃথিবীতে শঙ্খচূড় রাক্ষস রূপে আবির্ভূত হন। অন্যদিকে, শ্রীকৃষ্ণ রাধাকে আশ্বাস দেন যে তিনি পৃথিবীতেও তাঁর সঙ্গী হবেন। যোগমায়া রাধা কীর্তিদেবীর গর্ভে প্রবেশ করেন এবং দেবী রাধা বৃষভানু ও কীর্তিদেবীর কন্যা হিসেবে বরসানায় জন্মগ্রহণ করেন। এভাবেই রাধার ঐশ্বরিক অবতার পৃথিবীতে প্রকাশিত হয়।
আরও পড়ুন-শাস্ত্রমতে এই তিথিতেই গণেশের বিসর্জন, ৬ না ৭ সেপ্টেম্বর, কবে অনন্ত চতুর্দশী?
বৈষ্ণবদের বিশ্বাস, রাধাষ্টমী পালন করলে জন্ম জন্মান্তরের পাপরাশি বিনষ্ট হয়। রাধাষ্টমী হচ্ছে লক্ষাধিক একাদশী ব্রতের সমান। এক পর্বতসমান সোনা দান করলে যে ফল লাভ হতে পারে, রাধাষ্টমী ব্রত পালন করলে, সেই পরিমাণ পুণ্য লাভ হয়ে থাকে। এরাজ্যে (পশ্চিমবঙ্গ) বৈষ্ণবধাম হিসেবে পরিচিতি মায়াপুর এবং নবদ্বীপে অন্যান্যবারের মত এবারও রাধাষ্টমী পালিত হয়েছে। তার পাশাপাশি, গুপ্তিপাড়া, কৃষ্ণনগরের মত রাজ্যের অন্য বৈষ্ণব অধ্যুষিত অঞ্চলেও পালিত হয়েছে রাধাষ্টমী।